For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ম্যাচ বাতিল হলে নিউজিল্যান্ডের থেকে বেশি ক্ষতি হবে ভারতের


 নটিংহ্যামে বৃষ্টিতে আটকে বিশ্বকাপের ভারত-নিউজিল্যান্ড ম্যাচ। ভারতীয় সময় দুপুর ৩টে তে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও ক্রমাগত বৃষ্টি হওয়ার কারণে টস করা সম্ভব হয়নি।

  • |
Google Oneindia Bengali News

নটিংহ্যামে বৃষ্টিতে আটকে বিশ্বকাপের ভারত-নিউজিল্যান্ড ম্যাচ। ভারতীয় সময় দুপুর ৩টে তে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও ক্রমাগত বৃষ্টি হওয়ার কারণে টস করা সম্ভব হয়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনবার মাঠ পরিদর্শন করেও ম্যাচ শুরু করতে পারেননি আম্পায়াররা। আদৌও ম্যাচ শুরু করা সম্ভব কিনা, সেই নিয়েও প্রশ্ন উঠছে।সেক্ষেত্রে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ ভেস্তে গেলে কিউয়িদের থেকে বেশি ক্ষতি হবে ভারতের।

ম্যাচ বাতিল হলে নিউজিল্যান্ডের থেকে বেশি ক্ষতি হবে ভারতের

টুর্নামেন্টে ভারতের চেয়ে বেশি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। ইতিমধ্যেই তিন ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে কিউয়িরা।এদিনের ম্যাচ বাতিল হলে পয়েন্ট ভাগাভাগির পর কিউয়িদের ৪ ম্যাচ শেষে পয়েন্ট দাঁড়াবে ৭।

বিশ্বকাপের লিগ পর্বে উইলিয়ামসনদের খেলতে হবে আর পাঁচ ম্যাচ। সেই পাঁচ ম্যাচের দুটি জিতলে অনায়াসেই শেষ চারে পৌঁছে যেতে পারবে কিউয়িরা।

অন্যদিকে চলতি বিশ্বকাপে এবার দশ দলের মধ্যে সবার শেষে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় দল। টুর্নামেন্টের সপ্তম দিনে বিশ্বকাপ অভিযান শুরু করেছে মেন ইন ব্লু।দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া বধের পর নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি ভারত।

ইংল্যান্ডের মাটিতে এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ হারলেও পরিসংখ্যান বলছে শেষ সাত সাক্ষাতে কিউয়িদের ৬ বার হারিয়েছে ভারত। অন্য পরিসংখ্যান আবার বলছে, নটিংহ্যাম কিউয়িদের কাছে একেবারেই পয়া মাঠ নয়। ট্রেন্টব্রিজের মাঠে খেলা পাঁচ ওয়ান ডে মধ্যে আজ পর্যন্ত মাত্র ১টি ম্যাচ জিততে পেরেছে নিউজিল্যান্ড। সেক্ষেত্রে খাতায় কলমে কিউয়িদের তুলনায় এই ম্যাচে ভারতেরই পাল্লা ভারী। এমন পরিস্থিতি পয়েন্ট ভাগাভাগি করা মানে ভারতের কাছে ক্ষতিরই সমান।

সেই সঙ্গে ভারত পরে শুরু করায় এখনও পয়েন্টের বিচারে অনেকটাই পিছিয়ে কোহলিরা। সংগ্রহে মাত্র ৪ পয়েন্ট। অভিযানের শুরুর দিকেই পয়েন্ট ভাগাভাগি করতে হলে তিন ম্যাচ শেষে ভারতের ঝুলিতে থাকবে ৫ পয়েন্ট। কোহলিদের হাতে পরে থাকবে আর ছয় ম্যাচ। বৃষ্টির কারণে একের পর এক ম্যাচ যেভাবে ভেস্তে যাচ্ছে টুর্নামেন্টে কোহলিদের আরওটি ম্যাচ ভেস্তে গেলে তখন বিপদের মুখে পড়তে পারে ভারত। সেই আশঙ্কার কারণে বলা যেতে পারে, ম্যাচ বাতিল হলে নিউজিল্যান্ডের থেকে বেশি ক্ষতি হবে ভারতের।

English summary
washout at Nottingham could hurt India more than New Zealand in CWC2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X