For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিডিং বোতল হাতে সেওয়াগ বললেন, সবকে সব আজাও - কাদের 'বেবিসিটিং' করবেন, দেখে নিন মজাদার ভিডিও

আসন্ন ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের জন্য সরকারি সম্প্রচারকারী স্টার স্পোর্টস একটি বিনোদনমূলক প্রচার ভিডিও প্রকাশ করেছেষ এই ভিডিওয় অংশ নিয়েছেন বীরেন্দ্র সেওয়াগ। 

  • |
Google Oneindia Bengali News

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে হারতে হলেও গত প্রায় তিন মাসের বেশি সময় ধরে অস্ট্রেলিয় মহাদেশে একটা দারুণ সময় কাটিয়েছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ও একদিনের সিরিজ দুটিতেই জয় পেয়েছে ভারত। এরপর এই মাসেই ঘরের মাটিতে ফের একবার অজিদের মুকোমুখি হবে মেন ইন ব্লুজ।

অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ চলাকালীন দারুণ জনপ্রিয়তা পেয়েছিল 'বেবিসিটার চ্যালেঞ্জ। ভারতীয় দল অস্ট্রেলিয়া ছাড়ার পর মনে করা হয়েছিল এই নাটক শেষ হল। কিন্তু ফের একবার দুই দল মুখোমুখি হওয়ার আগে ভেসে উঠল 'বেবিসিটার চ্যালেঞ্জ'। আসন্ন সিরিজের সরকারি সম্প্রচারকারী স্টার স্পোর্টস এই নাটককে টেনে নিয়ে গেল দ্বিতীয় অধ্য়ায়ে। সেখানে আমদানি হল এক নতুন চরিত্রের - বীরেন্দ্র সেওয়াগ।

বেবিসিটার চ্যালেঞ্জের শুরু

বেবিসিটার চ্যালেঞ্জের শুরু

শুরুটা হয়েছিল অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজে। অজি অধিনায়ক টিম পেইন ভারতীয় তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থকে 'বেবিসিটার' বলে সম্বোধন করে পেইন বলেছিলেন, তিনি ও তাঁর স্ত্রী সিনেমা দেখতে গেলে, পন্থকে তাঁদের বাচ্চাদের দেখাশোনা করার জন্য আহ্বান জানান।

পৌঁছল অন্য মাত্রায়

পৌঁছল অন্য মাত্রায়

এই চ্যালেঞ্জ অন্য মাত্রা পায় টিম পেইনের স্ত্রী বনি পেইনের এক সোশ্যাল মিডিয়া পোস্টে। সেখানে পেইনের সন্তানদের কোলে নিয়ে পন্থকে দেখা গিয়েছিল। তলায় বনি আবার লিখেছিলেন 'বেস্ট বেবিসিটার এভার'।

ফিডিং বোতল হাতে সেওয়াগ

স্টারস্পোর্টস এই বিষয়টিকে আসন্ন সিরিজের প্রচারে দারুণভাবে কাজে লাগিয়েছে। তাদের প্রথম প্রচার ভিডিওয় সেওয়াগকে দেখা গিয়েছে একটি ফিডিং বোতল হাতে। ক্যামেরা কাছে আসলে নজফগড়ের নবাব বলেন, 'কেয়া, বেবিসিটিং করনে যা রাহাহু' (কি? বেবিসিটিং করতে যাচ্ছি)।

সবারে করি আহ্বান

কাদের বেবিসিটিং করতে যাচ্ছেন সেওয়াগ সেই প্রশ্নের জবাব মিলেছে দ্বিতীয় ভিডিওতে। সেওয়াগ জানিয়েছেন, 'অস্ট্রেলিয়ায় যখন আমরা গিয়েছিলাম, ওরা জিজ্ঞেস করেছিল আমরা বেবিসিটিং করব কিনা, আমরা বললাম সবাই চলে এসো।'

কবে শুরু বেবিসিটিং?

কবে শুরু বেবিসিটিং?

টি২০ সিরিজ দিয়ে ভারত সফর শুরু করছে অস্ট্রেলিয়া। প্রথম ম্য়াচ ২৪ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে।

English summary
In light of upcoming India vs Australia series, the official broadcaster Star Sports has released an entertaining promo, featuring Virender Sehwag.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X