For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ম্যাঞ্চেস্টারের আবহাওয়া এবং আজও খেলা না হলে কী উপায়?

ম্যাঞ্চেস্টারের আবহাওয়া এবং আজও খেলা না হলে কী উপায়?

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপে এই প্রথমবার বৃষ্টির জন্য রিজার্ভ ডে-তে চলে এল কোনও নক আউটের ম্যাচ। তাও আবার ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে হাই-ভোল্টেজ সেমি-ফাইনাল আটকে যাওয়ার হতাশই হয়েছেন ক্রিকেট প্রেমীরা। বৃষ্টির জন্য নির্ধারিত মঙ্গলবার খেলা পরিত্যক্ত হয়ে যাওয়ায়, রিজার্ভ ডে অর্থাৎ আজ ফের ম্যাচ শুরু হওয়ার কথা। তার আগে এক নজরে দেখে নেওয়া যাক ম্যাঞ্চেস্টারের আবহাওয়া এবং খেলার হওয়ার সম্ভাবনা ঠিক কতটা।

ম্যাঞ্চেস্টারের আবহাওয়া

ম্যাঞ্চেস্টারের আবহাওয়া

সুখবর! রাতভর বৃষ্টি চলার পর ভোরের দিকে তা কিছুটা হলেও ধরেছে বলে জানা গিয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে ওল্ড ট্রাফোর্ডের মাঠকে খেলার উপযোগী করার জন্য জুটে রয়েছেন গ্রাউন্ড স্টাফরা। চলছে মাঠ শুকানোর প্রক্রিয়া। তবে পিচ এখনও কভারেই ঢাকা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস

ক্রিকেট প্রেমীদের জন্য খুশির খবর শোনাচ্ছে আবহাওয়া দফতর। রিজার্ভ ডে অর্থাৎ আজ ন্যূনতম বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে তারা। ম্যাঞ্চেস্টারে বৃষ্টির সম্ভাবনা আচমকা ৫০-৮০ শতাংশ থেকে কমে ০-১০ শতাংশে পৌঁছেছে বলে জানানো হয়েছে। বুধবার ম্যাচ শুরুর মুখে মেঘলা ও ওভার কাস্ট কন্ডিশন থাকলেও বেলার দিকে রোদও উঠতে পারে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

যদি রিজার্ভ ডে-তেও খেলা না হয়

যদি রিজার্ভ ডে-তেও খেলা না হয়

আম্পায়ার ও অফিসিয়ালরা মনে করলে সুপার ওভারের মাধ্যমে ম্যাচে ফয়সলা করতে পারেন। কিন্তু বৃষ্টির জন্য তাও সম্ভব না হলে লিগ পর্যায়ে দুই দলের অবস্থান এবং নেট রান রেট বিবেচনা করে কে ফাইনালে যাবে, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একই পরিস্থিতিতে ফাইনালে হলে দুই দলকেই যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হবে বলে আইসিসি-র নিয়ম।

English summary
Weather forecast of Manchester and the rules of ICC for World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X