For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪৫ মিনিটের খারাপ ক্রিকেটই সব শেষ করে দিল, আক্ষেপ কোহলির

৪৫ মিনিটের খারাপ ক্রিকেটই সব শেষ করে দিল, আক্ষেপ কোহলির

  • |
Google Oneindia Bengali News

১৩০ কোটি ভারতীয়র স্বপ্নভঙ্গের রাত ছিল বুধবার। যে দলকে ঐতিহ্যবাহী লর্ডসের ব্যালকনিতে বিশ্বকাপ হাতে দেখতে শুরু করেছিলেন ক্রিকেট প্রেমীরা, তারা ছিটকে যাওয়ায় হতাশ হয়েছেন প্রত্যেকে। 'আর কীসের জন্য দেখবো বিশ্বকাপ', সোশ্যাল মিডিয়ায় এমন কথাও বলতে শুরু করেছেন নেটিজেনরা।

এই হতাশার কারণও আছে। বিশ্বকাপের লিগ তালিকার এক নম্বরে থাকা টিম ইন্ডিয়া যে নক আউটে এভাবে মুখ থুবড়ে পড়বে, তা আন্দাজ করতে পারেননি কেউই। বিশ্বকাপের সেমিফাইনালে কেন ভেঙে পড়ল ভারতীয় দল, তা নিয়ে কাটা-ছেঁড়া শুরু হয়েছে। হার নিয়ে কী বললেন বিরাট কোহলি।

৪৫ মিনিটের খারাপ ক্রিকেট

৪৫ মিনিটের খারাপ ক্রিকেট

৫ রানে ৩ উইকেট। ২৪ রানে ৪ উইকেট। নিজেকে ধরে দলের টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতাকেই এই হারের অন্যতম কারণ বলে জানালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে আক্ষেপের সুরে বলেছেন, ৪৫ মিনিটের খারাপ ক্রিকেটই তাঁদের ইংল্যান্ড বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে। তবে নিউজিল্যান্ডের বোলাররা দুর্দান্ত খেলেছেন বলেও স্বীকার করে নিয়েছেন বিরাট। তবে ভারতীয় ব্যাটসম্য়ানদের শট নির্বাচন সঠিক ছিল না বলেই মনে করেন অধিনায়ক।

স্ট্রাটেজি

স্ট্রাটেজি

ভারত অধিনায়ক বলেছেন, বৃষ্টি বিঘ্নিত ওল্ড ট্রাফোর্ডে বুধবার খেলা শুরু হওয়ার পর তাঁরা নিজের গেম প্ল্যান অনুযায়ী চলছিলেন। কিউই-দের ২৩৯ রানে আটকে, সেই লক্ষ্য তাড়া করে জেতা সম্ভব বলেও তাঁদের মনে হয়েছিল বলে জানিয়েছেন বিরাট। কিন্তু নিউজিল্য়ান্ডের বোলাররা যেভাবে বল করলেন, ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানরা তার কোনও উত্তর দিতে পারেননি বলেই মনে করেন কোহলি।

ধোনি-জাদেজা

ধোনি-জাদেজা

চাপের মুহূর্তে মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজা যেভাবে ব্যাট করেছেন, তাঁর প্রশংসা ঝড়ে পড়েছে ভারত অধিনায়কের মুখে। বিরাটের কথায়, এমএস ও জাদু যখন ব্যাট করছিলেন, তখন মনে হয়নি যে ভারত ম্যাচ হারতে পারে। উপরের দিকের ব্যাটসম্যানদের সহায়তা পেলে ভারতের পক্ষে এই ম্যাচ জেতা সম্ভব ছিল বলেই মনে করেন বিরাট কোহলি।

English summary
What Virat Kohli said about the defeat of Team India in World Cup semi final against New Zealand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X