For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনির অবসর নিয়ে কী বললেন কোহলি, কেন সাতে মাহি, জবাবও দিলেন

ধোনির অবসর নিয়ে কী বললেন কোহলি, কেন সাতে মাহি, জবাবও দিলেন

  • |
Google Oneindia Bengali News

চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার ধরা হলেও সেমিফাইনালে নিউজিল্য়ান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে টিম ইন্ডিয়া। গোটা টুর্নামেন্টে ঝকঝকে পারফরম্যান্স দেওয়া ভারতের টপ অর্ডার কিউই বোলারদের বিক্রমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বেঁধে ৩৮ বছরের মহেন্দ্র সিং ধোনি সাধ্যমত লড়লেও শেষরক্ষা হয়নি। এরপর যে বিষয়টি ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে তা নিম্নরূপ।

এবার কী অবসর নেবেন ধোনি

এবার কী অবসর নেবেন ধোনি

বিশ্বকাপের মধ্যেই মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছিল ক্রিকেট মহলে। যদিও এব্য়াপারে মিস্টার কুলের মুখ থেকে কোনও শব্দই শোনা যায়নি। ওল্ড ট্রাফোর্ডের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ভারত ছিটকে যাওয়ার পর সেই দলের অন্যতম সদস্য এমএসের অবসরের জল্পনা আরও একবার নাড়া দিয়েছে। জল্পনা তৈরি হয়েছে, তবে কী আর কোনও ম্যাচ না খেলেই ক্রিকেটকে গুড বাই জনাবেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক নাকি আরও খেলবেন ধোনি।

ধোনি সম্পর্কে বিরাট

ধোনি সম্পর্কে বিরাট

বুধবার ম্য়াচ শেষে সাংবাদিক সম্মেলনে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে এব্যাপারে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ধোনি এখনও অবসরের ব্যাপারে তাঁর সঙ্গে কোনও কথাই বলেননি। মন্থর ব্যাটিংয়ের প্রসঙ্গ উঠতে বিরাট কোহলি বলেন, দলের প্রয়োজনে ব্যাট করেছেন ধোনি। বরং টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা এমএস ও জাদেজাই কিছুটা ঢাকা দিয়েছেন বলে মনে করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

কেন সাতে ধোনি

কেন সাতে ধোনি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে যখন একের পর এক উইকেট হারাচ্ছে ভারত, তখন পাঁচ কিংবা ছয় নম্বরে মহেন্দ্র সিং ধোনিকে না নামানো নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। জবাবে বিরাট কোহলি বলেছেন, ধোনিকে ইনিংসের এমন এক সময় নামানো হয় যেখানে তিনি ব্যাট করতে পারবেন এবং পরিস্থিতি সামলাতেও পারবেন। শেষ ছয়-সাত ওভারের মধ্যে ধোনিকে ব্যাট চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল বলেও জানিয়েছেন বিরাট।

English summary
What Virat Kohli says about Mahendra Sing Dhoni's retirement after world Cup semi final defeat.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X