For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-নিউজিল্যান্ডের সেমি-ফাইনাল ম্যাচ, কী হবে রিজার্ভ ডে-তে

ভারত-নিউজিল্যান্ডের সেমি-ফাইনাল ম্যাচ, কী হবে রিজার্ভ ডে-তে

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টির জন্য যখন বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনাল আটকে যায়, তখন প্রথম ইনিংসের ৪৬.১ ওভার বল করা হয়েছে। ৫ উইকেট হারিয়ে ২১১ রানে খেলছিল নিউজিল্যান্ড। রিজার্ভ ডে অর্থাৎ আজ সেখান থেকেই ম্যাচ শুরু হওয়ার কথা। কোনও কারণে এদিনও বৃষ্টি ম্যাচের বাধা হয়ে দাঁড়ালে কী হবে। সেক্ষেত্রে আইসিসির কিছু নিয়মের দিকে চোখ বোলানো যাক।

-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
ম্যাচ শুরু

ম্যাচ শুরু

রিজার্ভ ডে-তেও ম্যাচ হবে ৫০ ওভারেরই। অর্থাৎ আজ ৪৭তম ওভারের দ্বিতীয় বল থেকে ব্যাট করতে শুরু করবে নিউজিল্য়ান্ড। তারা খেলবে পুরো ৫০ ওভার। কিউই-রা যে টোটাল খাড়া করবে, ৫০ ওভারেই সেই লক্ষ্যে পৌঁছতে হবে ভারতকে।

যদি বৃষ্টি হয় এদিনও

যদি বৃষ্টি হয় এদিনও

যদি রিজার্ভ ডে-তেও বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি তবে ডার্ক ওয়াথ লুইস নিয়মের দিকে ভারত ও নিউজিল্যান্ডকে তাকিয়ে বসে থাকতে হবে।

আর সেই নিয়ম অনুযায়ী, বৃষ্টির কারণে যদি নিউজিল্যান্ড ব্যাট করতেই না পারে বা ম্যাচ শুরু হতে দেরি হয়, তবে ফলাফলের জন্য নূন্যতম ২০ ওভার বল করাতেই হবে। ম্যাচ জিততে সেই ২০ ওভারে ভারতকে করতে হবে ১৪৮ রান। একই ভাবে ২৫, ৩০, ৩৫ এবং ৪০ ওভার ব্যাট করার সুযোগ পেলে বিরাট কোহলিদের লক্ষ্যমাত্রা গিয়ে পৌঁছবে যথাক্রমে ১৭২, ১৯২, ২০৯ ও ২২৩ রানে। নিউজিল্যান্ড সর্বোচ্চ ৪৬ ওভার বল করার সুযোগ পেলে ভারতকে তুলতে হবে ২৩৭ রান।

যদি ২০ ওভারও না হয়

যদি ২০ ওভারও না হয়

বৃষ্টির জন্য বুধবার যদি ২০ ওভারেও ম্যাচ না গড়ায় তবে লিগ পর্যায়ের অবস্থান ও নেট রান রেটের বিচারে ভারত ফাইনালে পৌঁছে যাবে।

দর্শকদের জন্য

দর্শকদের জন্য

মঙ্গলবারের ভারত-নিউজিল্যান্ড সেমি ফাইনাল ম্যাচের জন্য যাঁরা যে টিকিট কেটেছিলেন, সেই টিকিটেই রিজার্ভ ডে-র ম্যাচ দেখতে পারবেন বলে জানিয়েছে আইসিসি। কেউ ম্যাচ দেখতে আসতে না পারলেও সেই টিকিট অন্য কাউকে বিক্রি করা যাবে না বলেও জানানো হয়েছে।

English summary
What would happen on reserve day of India-NewZealand semi final match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X