For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেজাজ হারান ক্যাপ্টেন কুল, ভয়ে কাঁটা চায়নাম্যান কুলদীপ যাদব, তারপর?

মেজাজ হারান ক্যাপ্টেন কুল, ভয়ে কাঁটা চায়নাম্যান কুলদীপ যাদব, তারপর?

  • |
Google Oneindia Bengali News

ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বাইশ গজে তাঁর হিম শীতল ঠাণ্ডা-শান্ত স্বভাবের জন্য বিশেষ ভাবে পরিচিত। ইতিহাস সাক্ষী, পরিস্থিতি যত কঠিন হয়েছে, তত শক্ত হয়েছে এমএসের চোয়াল। ঠাণ্ডা মাথায় কঠিন ম্যাচও বের করে এনেছেন অনায়াসে। সেই ধোনিই যখন মেজাজ হারান, তখন কী হয়, তা জানালেন ভারতীয় দলের বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব।

কী বলেছিলেন মাইক হাসি

কী বলেছিলেন মাইক হাসি

অস্ট্রেলিয়ার প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান মাইকেল হাসি, এমএস ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসে দীর্ঘদিন খেলেন। সেই অভিজ্ঞতার নিরিখে হাসি বলেন, ধোনি বিশ্বাস করেন যে শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে মেজাজ ধরে রাখতে পারবেন, শেষ হাসি তিনিই হাসবেন। নিজের ক্রিকেট কেরিয়ারে তা একাধিকবার প্রমাণও করেছেন ক্যাপ্টেন কুল।

ধোনি কি কখনও চটেছেন

ধোনি কি কখনও চটেছেন

মহেন্দ্র সিং ধোনিকে মাঠে সেভাবে চটতে দেখা না গেলেও, একবার ভারতের বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদবের ওপর তিনি রেগে গিয়েছিলেন বলে শোনা যায়। সে কথা নিজেই স্বীকার করেছেন কুলদীপ। সেই দৃশ্য তাঁর কাছে খুব একটা মনোরম ছিল না বলেও জানিয়েছেন বাঁ-হাতি চায়নাম্যান।

কী হয়েছিল

কী হয়েছিল

ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে ভারতীয় দলের জার্সি গায়ে উইকেটের পিছনে দাঁড়িয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। লঙ্কান ব্যাটসম্যান কুশল পেরেরাকে একটি লুজ বল করেছিলেন স্পিনার কুলদীপ যাদব। সেই বলে চার হয়েছিল। এরপর এমএস ধোনি ভারতের বাঁ-হাতি চায়নাম্যানকে কিছু পরামর্শ দিয়েছিলেন। তা বুঝতে পারেননি কুলদীপ। পরের বলও তিনি একই জায়গায় ফেলেছিলেন। এবার রিভার্স সুইপ করে চার মেরেছিলেন পেরেরা।

মেজাজ হারান

মেজাজ হারান

কুলদীপ যাদব জানিয়েছেন, এমএস ধোনির পরামর্শ মতো বল না করতে পারায় রেগে যান ক্যাপ্টেন কুল। কুলদীপের দিকে ধোনি এগিয়ে গিয়ে বলেন, 'আমি কি পাগল? ৩০০ একদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা থেকে বোঝাচ্ছি।' সেই মুহূর্তে ঘাবড়ে গিয়েছিলেন কুলদীপ।

পরে কী বলেন ধোনি

পরে কী বলেন ধোনি

যদিও সেই ম্যাচ জিতেছিল ভারত। ম্যাচ শেষের পর কুলদীপ যাদব, এমএস ধোনিকে গিয়ে প্রশ্ন করেন, তিনি কি তাঁর ওপর রুষ্ঠ হয়েছেন। জবাবে ধোনি বলেছিলেন, ২০ বছর আগে শেষবার তিনি রাগ করেছিলেন। অভিজ্ঞতা হয়েছে, তাই তাঁর মনে হয়েছে, যে জুনিয়রদের বোঝানো উচিত। কেউ কথা না শুনলে তিনি বকা দেন। কারণ তাঁর কেউ দেখেননি বলে জানিয়েছিলেন ধোনি। রঞ্জি ম্যাচ চলাকালীন তিনি একবার সত্যিই রেগে গিয়েছিলেন বলে জানিয়েছিলেন এমএস।

English summary
When Kuldeep Yadav got scared on MS Dhoni's behaviour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X