For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে স্মিথ-ওয়ার্নার ক্যারিশমার অপেক্ষায় টিম অস্ট্রেলিয়া

বার বার পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ইংল্যান্ড বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও বটে। ২০১৫ সালে ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল অজিরা।

  • |
Google Oneindia Bengali News

১৯৮৩, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫।

বার বার পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ইংল্যান্ড বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও বটে। ২০১৫ সালে ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল অজিরা। এবার ইংল্যান্ডের মাটিতেও কাপ জয়ের অন্যতম দাবিদার অস্ট্রেলিয়াকেই ধরেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। তা কেন, আসুন দেখে নেওয়া যাক।

২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া

২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া

গত দুই মরশুম পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন সুলভ যায়নি অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় সফর। জাতীয় দল থেকে মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসন, ব্র্যাড হাডিন, জর্জ বেইলিরা অবসর নিলে তাঁদের শূণ্যস্থান পূরণ করতে অজি নির্বাচকদের বেশ মাথা ঘামাতে হয়। তারই মধ্যে বল বিকৃতি কাণ্ডে অভিযুক্ত হয়ে প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ ও ওপেনার ডেভিড ওয়ার্নাকে অস্ট্রেলিয়া বোর্ড নির্বাসনে পাঠালে দলের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকে। চলতি বছরের শুরুতে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফের ট্র্যাকে ফেরে অজিরা। বিশ্বকাপ শুরুর মুখেই নির্বাসন ভেঙে জাতীয় দলে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের অন্তর্ভূক্ত ক্যাঙ্গারুদের দেশকে আত্মবিশ্বাসী করেছে।
প্রধান শক্তি এবং অস্ত্র এক বছরের নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকেই অস্ট্রেলিয়ার প্রধান শক্তি বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে নিজের ক্যামব্যাক ঘোষণা করেছেন স্মিথ। অন্যদিকে, আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া ওয়ার্নার বিশ্বকাপেও বিস্ফোরণ ঘটাবেন বলে মনে করা হচ্ছে।

অল-রাউন্ডার

অল-রাউন্ডার

টি-টোয়েন্টি স্পেশালিস্ট অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এবং মার্কাস স্টোইনিসকে বিশেষ উদ্দেশ্য়ে এবারের বিশ্বকাপ দলে রাখা হয়েছে।

ব্যাটসম্যান

ব্যাটসম্যান

স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার ছাড়াও অধিনায়ক অ্যারন ফিঞ্চ, উসমান খোওয়াজা, শন মার্শ, অ্যালেক্স কারেও বিশ্বকাপে কামাল দেখাতে পারেন বলে ধারণা। তবে এই ব্যাটিং বিভাগই আবার অস্ট্রেলিয়াকে ডোবাতেও পারে বলে আশঙ্কা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

বোলার

বোলার

অভিজ্ঞ মিচেল স্টার্ক, প্যাট কমিন্সের পাশাপাশি নাথান কাউল্টার-নাইল, কেন রিচার্ডসন, জেসন বেহরেনড্রফ অজি পেস আক্রমণকে শক্তিশালী করেছে। স্পিন আক্রমণে অভিজ্ঞ নাথান লিয়নকে যোগ্য সঙ্গত দিতে তৈরি অ্যাডাম জাম্পা।

কোচ

কোচ

অস্ট্রেলিয়ার হয়ে ১০৫ টেস্ট খেলা প্রাক্তন ওপেনার জাস্টিন ল্যাঙ্গারের হিম শীতল মস্তিষ্ককে ভয় পাচ্ছে প্রতিপক্ষ দলগুলি।

প্রথম ম্যাচ

প্রথম ম্যাচ

পয়লা জুন আফগানিস্তানের বিরুদ্ধে ব্রিস্টল কাউন্টি মাঠে বিশ্বকাপ অভিযান শুরু করছে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স কারে (উইকেটরক্ষক), স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার, উসমান খোওয়াজা, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, মিচেল স্টার্ক, প্যাট কমিন্স, নাথান কাউল্টার-নাইল, কেন রিচার্ডসন, জেসন বেহরেনড্রফ, নাথান লিয়ন, অ্যাডাম জাম্পা।

English summary
World Cup 2019 : Australia keep faith on Smith and Warner
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X