For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপ তুলতে পারে নিউজিল্যান্ডও, মত বিশেষজ্ঞদের

প্রস্তুতি ম্যাচে ভারতকে দাপটের সঙ্গে হারিয়ে নিউজিল্যান্ড প্রমাণ করেছে যে ইংল্যান্ড বিশ্বকাপে তারা আন্ডার-ডগ হিসেবে খেলতে আসেনি।

  • |
Google Oneindia Bengali News

প্রস্তুতি ম্যাচে ভারতকে দাপটের সঙ্গে হারিয়ে নিউজিল্যান্ড প্রমাণ করেছে যে ইংল্যান্ড বিশ্বকাপে তারা আন্ডার-ডগ হিসেবে খেলতে আসেনি। অভিজ্ঞ কেন উইলিয়ামসন, রস টেলর, মার্টিন গুপটিলদের পাশাপাশি তরুণ কলিন মুনরো, মিচেল সান্টনার, টম লাথামদের দুর্দান্ত বোঝাপড়া কিউই-দের এই টুর্নামেন্টে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা।

২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ড

২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ড

ধারাবাহিক ভাবে ভালো খেলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে না পারার মাশুল প্রতি বিশ্বকাপেই দিতে হয়েছে নিউজিল্যান্ডকে। গত বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল কিউই-দের। যদিও আবার সব হিসেব পাল্টে দিতে বদ্ধপরিকর কেন উইলিয়ামসনের দল। গত এক বছরে নজর কাড়া প্রদর্শন করে ক্রিকেট বিশ্বকে তাদের দিকে নজর ঘোরাতে বাধ্য করেছে মেন ইন ব্ল্যাক। ভুললে চলবে না, ১৯৯৯-এ ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপেও সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল নিউজিল্যান্ড।

প্রধান শক্তি এবং অস্ত্র

প্রধান শক্তি এবং অস্ত্র

প্রস্তুতি ম্যাচে ভারতীয় ব্যাটিং অর্ডারে কম্পন ধরানো সুইং স্টার ট্রেন্ট বোল্টকেই নিউজিল্যান্ডের প্রধান অস্ত্র বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অভিজ্ঞ ব্যাটিং লাইন-আপও কিউই-দের শক্তি বলেই ধরা হচ্ছে।

অল-রাউন্ডার

অল-রাউন্ডার

অল-রাউন্ডার জেমস নিসহাম, কলিন ডে গ্রান্ডহোম, কলিন মুনরো, মিচেল সান্টনাররা নিউজিল্যান্ডের ব্য়াক বোন বলেই মনে করা হচ্ছে।

ব্যাটসম্যান

ব্যাটসম্যান

কেন উইলিয়ামসন, রস টেলর, মার্টিন গুপটিলের পাশাপাশি টম লাথাম, হেনরি নিকোলাস, টম ব্লুন্দেলের ব্যাটিং দক্ষতার উপর আস্থা রাখছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের নির্বাচকরা।

বোলার

বোলার

পেস বিভাগে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি এবং স্পিনার ইশ সোধি কিউই সমর্থকদের অন্যতম ভরসার জায়গা।

কোচ

কোচ

২০০৯-র মহিলা বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ফাইনালে তোলা গ্রে স্টিড কেন উইলিয়ামসন নেতৃত্বাধীন দলকে ঢেলে সাজিয়েছেন এবং সফলতাও পেয়েছেন।

প্রথম ম্যাচ

প্রথম ম্যাচ

পয়লা জুন কার্ডিফে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল

কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, মার্টিন গুপটিল, টম লাথাম (উইকেটরক্ষক), হেনরি নিকোলাস, টম ব্লুন্দেল, জেমস নিসহাম, কলিন ডে গ্রান্ডহোম, কলিন মুনরো, মিচেল সান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ইশ সোধি।

English summary
World Cup 2019 : New Zealand have the ability of Champion
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X