For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে বোলিং বিভাগে উন্নতির লক্ষ্যে পাকিস্তান

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের সবকটি ম্যাচ হারলেও, প্রায় প্রতিটি ম্যাচেই দলগতভাবে তিনশোর উপর রান স্পর্শ করেছে পাকিস্তানের ব্যাটসম্যানরা।

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের সবকটি ম্যাচ হারলেও, প্রায় প্রতিটি ম্যাচেই দলগতভাবে তিনশোর উপর রান স্পর্শ করেছে পাকিস্তানের ব্যাটসম্যানরা। বোলারদের তরফে একটু সাপোর্ট পেলে পাকিস্তানের এই ক্রিকেট দলই বিশ্বকাপে কামাল দেখাতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

২০১৯ বিশ্বকাপে পাকিস্তান

২০১৯ বিশ্বকাপে পাকিস্তান

১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। তারপর থেকে এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে সেভাবে দাগ কাটতে পারেনি ওয়াসিম আক্রমের দেশ। তবে ইংল্যান্ডে পাক দলের পারফরম্যান্স তুলনামূলক ভাবে ভালো বলেই জানিয়েছেন পরিসংখ্যানবিদরা। ইংরেজদের জমিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে সারফরাজ আহমেদের পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া ওয়ান ডে সিরিজে পর্যুদস্ত হওয়ার পর, পাকিস্তানের বিশ্বকাপ দলে তিনটি পরিবর্তন করা হলে সেদেশের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হককে সমালোচনার মুখে পড়তে হয়।

প্রধান শক্তি এবং অস্ত্র ব্যাটিংয়ে ফাকার জামান এবং বোলিংয়ে হাসান আলিকে পাকিস্তানের প্রধান শক্তি ও অস্ত্র বলে বিবেচনা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

অল-রাউন্ডার

অল-রাউন্ডার

অভিজ্ঞ শোয়েব মালিক, মহম্মদ হাফিজের পাশাপাশি হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, শাদাব খানদের মতো তরুণ অল-রাউন্ডারদের উপস্থিতি পাকিস্তানের বিশ্বকাপ দলকে সমৃদ্ধ করেছে বলেই মনে করা হচ্ছে।

ব্যাটসম্যান

ব্যাটসম্যান

অধিনায়ক সারফারাজ আহমেদ, ফাকার জামান, ইমাম-উল-হক, বাবর আজাম ও আসিফ আলি নির্ভর পাক ব্যাটিং শক্তিকে হেলাফেলা করছে না ক্রিকেট বিশ্ব। শিশু কন্যার মৃত্য়ু সত্ত্বেও বিশ্বকাপ খেলতে মরিয়া আসিফ আলি পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের হৃদয় কেড়েছে ইতিমধ্য়ে। আসিফকে বিশ্বকাপের চূড়ান্ত দলে পরে অন্তর্ভূক্ত করেছেন পাকিস্তানের নির্বাচকরা।

বোলার

বোলার

ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া ওয়ান ডে সিরিজে ভরাডুবির জন্য পাকিস্তানি বোলারদের ব্যর্থতাকেই কাঠগড়ায় তোলা হয়েছে। আর তাই বিশ্বকাপ শুরুর মুখেই জুনেইদ খানকে সরিয়ে মহম্মদ আমির, ওয়াহাব রিয়াজদের অন্তর্ভূক্তি নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়ে পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হককে। তাঁরা ছাড়াও হাসান আলি, শাহিন আফ্রিদি, মহম্মদ হাসনাইনের উপস্থিতি পাকিস্তানের বোলিং বিভাগকে চাঙা করতে পারে কিনা, সেদিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

কোচ

কোচ

মাঝে পাকিস্তান ক্রিকেটে তৈরি হওয়া শূণ্য়তা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার মিকি আর্থারের কোচিংয়ে কিছুটা পূরণ হয়েছে বলেই মনে করেন বিশেষজ্ঞরা।

প্রথম ম্যাচ

প্রথম ম্যাচ

৩১ মে ট্রেন্ট ব্রিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে পাকিস্তান ক্রিকেট দল।

পাকিস্তানের বিশ্বকাপ দল

পাকিস্তানের বিশ্বকাপ দল

সারফারাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফাকার জামান, ইমাম-উল-হক, বাবর আজাম, আসিফ আলি, শোয়েব মালিক, মহম্মদ হাফিজ, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, শাবাদ খান, মহম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, হাসান আলি, শাহিন আফ্রিদি, মহম্মদ হাসনাইন।

English summary
World Cup 2019 : Pakistan need to boost-up it's bowling performance
 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X