For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে ভারতীয় দলের ভারসাম্যকেই ভয় প্রতিপক্ষের

আইসিসি প্রকাশিত ওডিআই-র ক্রম তালিকার সেকেন্ড বয় টিম ইন্ডিয়াকে বিশ্বকাপের অন্যতম ফেভারিট বাছা হয়েছে, তাদের দলগত ভারসাম্যের জন্য।

  • |
Google Oneindia Bengali News

আইসিসি প্রকাশিত ওডিআই-র ক্রম তালিকার সেকেন্ড বয় টিম ইন্ডিয়াকে বিশ্বকাপের অন্যতম ফেভারিট বাছা হয়েছে, তাদের দলগত ভারসাম্যের জন্য। বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার কাছে ওয়ান ডে সিরিজ হেরে গেলেও, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মাদের ক্যারিশমা চললে, নীল জার্সিধারীদের আটকানো মুশকিল হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ভুললে চলবে না, ১৯৮৩ সালে ইংল্যান্ডেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই ইতিহাসই বিরাটদের বাড়তি অনুপ্রেরণা জোগাবে বলে আশা।

২০১৯ বিশ্বকাপে ভারত

২০১৯ বিশ্বকাপে ভারত

বছরের শুরুটা খুব একটা ভালো হয়নি। অস্ট্রেলিয়ার কাছে ওয়ান ডে সিরিজ হারতে হয়েছিল বিরাট কোহলিদের। কিন্তু তারপরেও ঘুরে দাঁড়াতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। ব্যাটিং-বোলিং সব বিভাগেই ভারতীয় ক্রিকেট দল বিশ্বের অন্যতম সেরা বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে বিশ্বকাপের দল নির্বাচনকে ঘিরে সমালোচনা কিন্তু কম হয়নি। তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থকে বাইরে রেখে দীনেশ কার্তিক এবং আম্বাতি রায়ডুর বদলে অল-রাউন্ডার বিজয় শঙ্করকে দলে নেওয়া নিয়ে ভারতীয় নির্বাচকদের উদ্দেশে চোখা চোখা আক্রমণ উড়ে আসে। সেই সিদ্ধান্ত ঠিক না ভুল, সে তো সময় বলবে।

প্রধান শক্তি এবং অস্ত্র

প্রধান শক্তি এবং অস্ত্র

কাকে ছেড়ে কাকে ধরবেন। বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান থেকে শুরু করে অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি। ব্যাটিংয়ে এমন গভীরতা অন্য কোনো দলে নেই বলেই মনে করা হচ্ছে। বোলিংয়ে জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামিরাও এই বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অন্যতম অস্ত্র হতে চলেছে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা।

অল-রাউন্ডার

অল-রাউন্ডার

অনেক প্রাক্তন ক্রিকেটারের মতে, বিরাট-রোহিত-ধোনিদের নামের আড়ালে চাপা পড়ে যাওয়া অল-রাউন্ডার হার্দিক পাণ্ডিয়া এই বিশ্বকাপে ভারতের কালো ঘোড়া। অভিজ্ঞ কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, তরুণ বিজয় শঙ্কররা হার্দিককে যোগ্য সঙ্গত দিলে টিম ইন্ডিয়া ধরা-ছোঁয়ার বাইরে চলে যাবে বলেই দাবি।

ব্যাটসম্যান

ব্যাটসম্যান

ওপেনে রোহিত শর্মা-শিখর ধাওয়ান, ফার্স্ট ডাউন বিরাট কোহলি বিশ্বের তাবড় বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। সদ্য শেষ হওয়া আইপিএলেও তাঁদের ব্যাট থেকে এসেছে ভুরি ভুরি রান। একই সঙ্গে তরুণ লোকেশ রাহুল, অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি ও দীনেশ কার্তিক ভারতীয় ব্যাটিংয়ের গভীরতা আরো বাড়িয়েছে।

বোলার

বোলার

জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি সম্বলিত ভারতের পেস ব্যাটারিকে বিশ্বের অন্যতম সেরা বলছেন অনেকে। চায়নাম্যান কুলদীপ যাদব ও লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলও কোনো অংশে কম নন।

কোচ

কোচ

ভারতের জার্সিতে বিশ্বকাপ খেলেছেন। একার ক্ষমতায় ভারতকে বহু আন্তর্জাতিক ম্যাচ জিতিয়েছেন রবি শাস্ত্রী। দেশের এই প্রাক্তন অল-রাউন্ডারকে বিরাট বাহিনীর কোচ নির্বাচন করার সময় সমালোচনা কিন্তু কম হয়নি। কিন্তু দেশকে সাফল্য এনে দিয়ে নিজেকে সেই জায়গায় যোগ্য বলে প্রমাণ করেছেন রবি শাস্ত্রী।

প্রথম ম্যাচ

প্রথম ম্যাচ

দ্য রোজ বউল ক্রিকেট স্টেডিয়ামে ৫ জুন শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির ভারত।

ভারতের বিশ্বকাপ দল

ভারতের বিশ্বকাপ দল

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, বিজয় শঙ্কর, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল।

English summary
World Cup 2019 : The balance of the Indian Cricket team is the key
 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X