For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রেন্ট ব্রিজে তুমুল বৃষ্টিতে ভেস্তেই গেল ভারত-নিউজিল্যান্ড ম্যাচ

আশঙ্কা ছিলই। তা সত্যি হওয়ারই পথে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ তুমুল বৃষ্টিতে ধুয়ে যেতে পারে।

  • |
Google Oneindia Bengali News

আশঙ্কা ছিলই। তা সত্যি হওয়ারই পথে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ তুমুল বৃষ্টিতে ধুয়ে যেতে পারে। তবু আশায় মরে চাষা। ট্রেন্ট ব্রিজে খেলা হবে এবং কিউই-দের বিরুদ্ধে দাপুটে জয় পাবেন বিরাট কোহলিরা, এমনটাই বিশ্বাস করেন ভারতীয় ক্রিকেট দলের ফ্যানরা। বুধরাত থেকে নটিংহোমে শুরু হয়েছে বৃষ্টি। চলছে অবিরাম। তবে বৃষ্টি থামলেও থামতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

বিশ্বকাপ LIVE : বৃষ্টি বিঘ্নিত নটিংহামে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

Newest First Oldest First
7:36 PM, 13 Jun

তুমুল বৃষ্টি। ট্রেন্ট ব্রিজে ভেস্তেই গেল ভারত ও নিউজিল্যান্ডের বিশ্বকাপের ম্যাচ। এই নিয়ে চারটি ম্যাচ ভেস্তে যাওয়ায় নতুন রেকর্ড গড়ল ২০১৯-র বিশ্বকাপ।
7:05 PM, 13 Jun

বৃষ্টি থামলেও ভিজে মাঠ শুকোতে নাজেহাল ট্রেন্ট ব্রিজের গ্রাউন্ড স্টাফরা।
6:33 PM, 13 Jun

ট্রেন্ট ব্রিজে বৃষ্টি থামার নাম নেই। তবু দর্শকদের উৎসাহে ভাঁটা পড়েনি এতটুকু।
6:04 PM, 13 Jun

নতুন করে ভারী বৃষ্টি শুরু ট্রেন্ট ব্রিজে। আবারও মাঠে ফিরে এল কভার। ধীরে ধীরে অনিশ্চিত হচ্ছে ভারত ও নিউজিল্যান্ডের খেলা।
5:13 PM, 13 Jun

বৃষ্টি কমতেই আউট ফিল্ড শুকানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন গ্রাউন্ড স্টাফ। সন্ধ্যা ৬টায় ফের মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা।
4:43 PM, 13 Jun

আবারও দুঃসংবাদ! আবারও বৃষ্টি শুরু নটিংহামে। ট্রেন্ট ব্রিজে ফের পিচ ঢাকা পড়ল কভারে।
4:24 PM, 13 Jun

আধ ঘণ্টা পর ট্রেন্ট ব্রিজে ফের মাঠ পরিদর্শনে নামবেন দুই আম্পায়ার।
4:12 PM, 13 Jun

আরও একবার মাঠ পরিদর্শনে নামলেন আম্পায়াররা।
4:00 PM, 13 Jun

বন্ধ হল বৃষ্টি। পিচ থেকে ফের সরানো হল কভার।
3:34 PM, 13 Jun

ফের পিছিয়ে দেওয়া হল টসের সময়।
3:34 PM, 13 Jun

ফের ঝিরিঝিরি বৃষ্টি শুরু নটিংহোমে। ট্রেন্ট ব্রিজে কখন শুরু হবে ভারত-নিউজিল্যান্ড?
3:20 PM, 13 Jun

আচমকাই ট্রেন্ট ব্রিজের আকাশ পরিস্কার হতে শুরু করেছে। সরিয়ে নেওয়া হচ্ছে কভার।
3:12 PM, 13 Jun

দুপুর সাড়ে তিনটেয় (স্থানীয় সময় ১১টা) ফের মাঠ পরিদর্শন করে পরবর্তী আপডেট দেবেন আম্পায়াররা।
3:07 PM, 13 Jun

ফের মাঠ পরিদর্শনে নামলেন দুই আম্পায়ার।
3:04 PM, 13 Jun

২০ বছর আগে এই ট্রেন্ট ব্রিজেই বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। সেবার মহম্মদ আজহারুদ্দিনের টিম ইন্ডিয়াকে হারিয়েছিল স্টিফেন ফ্লেমিংয়ে কিউই একাদশ।
3:00 PM, 13 Jun

এখনও পর্যন্ত বিশ্বকাপে ৭ বার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। ৪ বার জিতেছে ব্ল্যাক ক্যাপ। ২০০৩-র পর বিশ্বকাপে আর মুখোমুখি হয়নি দুই দল।
2:56 PM, 13 Jun

শিখর ধাওয়ান চোট পাওয়ায় আজকের ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ভারতের ইনিংস শুরু করবেন কেএল রাহুল। এর আগে ওয়ান ডে-তে দুই ব্যাটসম্যানকে ওপেন করতে দেখা যায়নি।
2:39 PM, 13 Jun

সুখবর। পিচ থেকে সরিয়ে নেওয়া হয়েছে কভার। টস কখন হবে স্থানীয় সময় সাড়ে দশটায় হবে জানাবেন আম্পায়াররা।
2:30 PM, 13 Jun

এই ম্যাচে ৫৭ রান করলেই ওয়ান ডে-তে দ্রুততম (২২২তম ইনিংস) ১১ হাজার রানের মাইলস্টোন ছোঁবেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।
2:25 PM, 13 Jun

আপাতত শুকনো আবহাওয়া। ড্রেসিংরুমের ব্যালকনিতে দাঁড়িয়ে অধীর আগ্রহে ম্যাচে শুরুর অপেক্ষায় দাঁড়িয়ে দুই দলের খেলোয়াড়েরা।
2:22 PM, 13 Jun

আবহাওয়া আপডেট : স্থানীয় সময় সকাল ১০টায় টস হওয়ার কথা। একই সময়ে ট্রেন্ট ব্রিজে ফের ভারী বৃষ্টিরও সম্ভাবনা। তেমনটা যেন না হয়, প্রার্থনা ক্রিকেট প্রেমীদের।
2:19 PM, 13 Jun

বার্থ-ডে বয় তথা নিউজিল্যান্ড বোলিংয়ের ব্যাকবোন লোকি ফার্গুসনকে কীভাবে সামলান বিরাট কোহলি, রোহিত শর্মা, এমএস ধোনিরা, সেদিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব।
2:11 PM, 13 Jun

বিশ্বকাপের পয়েন্ট তালিকার একে আছে নিউজিল্যান্ড। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৬। পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে ভারত। ২ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৪। এখনও পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত দুই দলের খেলা দেখতে ট্রেন্ট ব্রিজে ভিড় জমাতে শুরু করেছেন ক্রিকেট প্রেমীরা।
1:58 PM, 13 Jun

বৃষ্টি ধরল নটিংহোমে। তবে আকাশ এখনও মেঘাচ্ছন্ন। ট্রেন্ট ব্রিজে আবারও নামতে পারে বারিধারা। তবে আপাতত মাঠ শুকানোর কাজ চলছে জোরকদমে। পিচে এখনও রয়েছে কভার। আম্পায়াররা মাঠের পরিস্থিতি দেখে সবুজ সংকেত দিলে তবেই হবে টস।

English summary
World Cup Live : Rain fear is continue at Nottinghum.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X