For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চোট সারিয়ে ১০০ শতাংশ সুস্থ, ফিরছেন ঋদ্ধিমান সাহা! একবছরে বদলে গিয়েছে অনেক কিছুই

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলা তথা ভারতের টেস্ট উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা চোট সারিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন।

  • |
Google Oneindia Bengali News

প্রায় ১ বছর মাঠের বাইরে থাকার পর প্রতিযোগিতা মূলক ক্রিকেটে ফিরছেন বাংলা তথা ভারতের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। ২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনির পর তিনিই ভারতের টেস্ট দলের ১ নম্বর উইকেটরক্ষক হয়েছিলেন। অধিনায়ক বিরাট কোহলিও বারবারই তাঁকেই ভারতের সেরা টেস্ট উইকেটরক্ষক বলেছেন। কিন্তু গত একবছরে ধূমকেতুর গতিতে ঋষভ পন্থের উত্থানে অনেক কিছুই বদলে গিয়েছে।

চোট সারিয়ে ১০০ শতাংশ সুস্থ, ফিরছেন ঋদ্ধিমান সাহা

২০১৮-এর শুরুতে দত্রিণ আফ্রিকা সফরে কাঁধে চোট পেয়েছিলেন ঋদ্ধিমান। তারপর আইপিএল-এ ফের একবার চোট লাগে আঙুলে। এরপর থেকে তাঁকে আর মাঠে দেখা যায়নি। গত আগস্ট মাসে তিনি অপারেশন করান। বর্তমানে তিনি ১০০ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন বলে টাইমস অব ইন্ডিয়া-কে এক সাক্ষাতকারে জানিয়েছেন ঋদ্ধি।

এই মাসের শেষ দিকে ঘরোয়া টি২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেই তিনি বাংলার হ.য়ে খেলতে চান। আপাতত তিনি শিলিগুড়ির বাড়িতেই আছেন। তবে খুব তাড়াতাড়ি কলকাতায় এসে বাংলা শিবিরে যোগ দেবেন।

তবে ক্রিকেটে ফিরলেও ভারতের টেস্ট দলে তাঁর ফেরার পথটা কঠিন করে দিয়েছেন ২১ বছরের তরুণ ঋষভ পন্থ। মাত্র ৯টি টেস্টেই চিনি ২টি শতরান করে ফেলেছেন। দুটিই বিদেশে ১৫ ইনিংস খেলে তাঁর রানের গড় প্রায় ৫০। পাশাপাশি বাংলার উইকেটরক্ষক এখনও অবধি ৩২টি টেস্ট খেলে মাত্র ৩টি শতরান করেছেন।

তবে উইকেটের পিছনে দস্তানা হাতে ঋযভের থেকে অনেক এগিয়ে আছেন ঋদ্ধি। অস্ট্রেলিয়ায় তিনি এক টেস্টে সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ড ছুঁলেও উইকেটরক্ষকের ভূমিকায় তিনি এখনও নিজেকে প্রমাণ করে উঠতে পারেননি। অপরদিকে গত বেশ কয়েক বছর ধরে ক্রিকেট বিশেষজ্ঞরা ঋদ্ধিকেই ভারতের সেরা উইকেটরক্ষক বলে আসছেন।

উইকেটের পিথছনে তাঁর অনুমান ক্ষমতা, ততপড়তা, ক্যাচ তালুবন্দী করার ক্ষমতা অসমান্তরাল। কিন্তু, ঋষভ প্রতিদিন উন্নতি করছেন। ভারতীয় টেস্ট ক্যাপ ফিরে পেতে কিন্তু ঋদ্ধিকে জোর লড়াই করতে হবে

English summary
Bengal and India Test wicket-keeper Wriddhiman Saha is all set to return to competitive cricket after recovering from injury in Syed Mushtaq Ali Trophy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X