For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেসির প্রসঙ্গ তুলে সমালোচকদের কড়া জবাব পোবগা

একের পর এক সমালোচণায় বিদ্ধা হয়ে অবশেষে মুখ খুললেন পল পোগবা। আর মুখ খুলেই নিজের সমর্থনে তুলে আনললেন লিওনেল মেসির প্রসঙ্গ। মাঠের মধ্যে খেলার সময় তাঁর হাটা নিয়ে অনেক সমালোচণাই করা হয়েছিল।

Google Oneindia Bengali News

একের পর এক সমালোচণায় বিদ্ধ পল পোগবা অবশেষে নিজের মুখ খুললেন। আর মুখ খুলেই নিজের সমর্থনে তুলে আনললেন লিওনেল মেসির প্রসঙ্গ। কয়েক দিন আগেই পোগবার চুলের কাটিং এবং রং নিয়ে সমালোচণা করেছিলেন ডেনমার্কের কোচ।

মেসির প্রসঙ্গ তুলে সমালোচকদের কড়া জবাব পোবগা

চুলের রঙের পাশাপাশি মাঠের মধ্যে না দৌড়ে পোগবার হাঁটার কারণেও তাঁকে কটাক্ষ করা হয়েছে বিভিন্নক্ষেত্রে। ২০১৫ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্তাসের হয়ে ম্যাচের শুরু থেকে খেলেও দলকে জেতাতে ব্যর্থ হন পোগবা। ২০১৬ ইউরোতেও দেখা যায় একই চিত্র। ফ্রান্সের জার্সিতে শুরু থেকে খেলেও ব্যর্থ হন পোগবা। এই দুই ম্যাচে হারের পর আলোচণা শুরু হয়ে গিয়েছিল পোগবার যোগ্যতা নিয়ে। সেই সময়ও নিন্দুকদের উদ্দেশ্যে বিশেষ কিছু বলেননি পোগবা।

তবে, ২০১৮ বিশ্বকাপে অংশ নেওয়ার আগে এক হাত নিলেন নিজের সমালোচকদের। পোগবা বলেন, 'আমি সব সময়েই এই রকম। আমি যখন জিতি, এই ভাবেই জিতি। এটাই আমার খেলার ধরণ। যখন মেসি মাঠের মধ্যে হাঁটে তখন তো তাঁর সমালোচণা করা হয় না। যদি মেসি তিনটি গোল করে তখন কি কেউ বলেন যে ঠিক আছে, কিন্তু ও না দৌড়ে মাঠে হাঁটছিল? কেউ কখনও-ই আমায় বলে দিতে পারে না আমি কেমন ভাবে খেলব। আমায় কেউ পছন্দ করতেও পারে, নাও পারে। লোকে কী ভাবে তা নিয়ে আমি বেঁচে থাকি না, প্রত্যেকের নিজস্ব মতামত রয়েছে এবং আমি তা সম্মান করি।'

পাশাপাশি তাঁর আরও সংযোজন, 'আমি ফুটবল খেলি, আমি যেটা পছন্দ করি সেটাই করি, আপার আত্মীয়রা আমায় সাপোর্ট করে এবং এটাই আমার কাছে বেশি জরুরি। আমরা সকলকে ভালবাসতে পারি না বা সকলের দ্বারা ভালবাসা পেতে পারি না। আমি কখনই খারাপ লাগবে না যদি কেউ আমায় বলে যে, সে আমায় ভালবাসে না। প্রতিটি মানুষেরই নিজস্ব পছন্দ এবং চিন্তাধারার অধিকার আছে।'

English summary
At last paul pogba hits back his critics at his own style.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X