For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতীক্ষার অবসান, ক্লাবের নাম থেকে জার্সির রঙ নিয়ে এটিকে-মোহনবাগানের বোর্ড মিটিং কবে?

প্রতীক্ষার অবসান, ক্লাবের নাম থেকে জার্সির রঙ নিয়ে এটিকে-মোহনবাগানের বোর্ড মিটিং কবে?

  • |
Google Oneindia Bengali News

অপেক্ষার অবসান। জুলাইয়ের হচ্ছে এটিকে-মোহনবাগানের প্রথম বোর্ড মিটিং। প্রাথমিকভাবে জানা গিয়েছে ১০ জুলাই এটিকে-মোহনবাগানের মধ্যে প্রথম বোর্ড মিটিং হতে চলেছে। করোনা প্রকোপের কারণে পুরো বৈঠকটাই অবশ্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে হতে চলেছে। পরের সপ্তাহের শুক্রবার সংযুক্ত দুই ক্লাবের প্রথম বোর্ড মিটিংয়ের দিকে তাকিয়ে বাংলায় ফুটবলমহল।

বোর্ড মিটিংয়ে কী কী সিদ্ধান্ত হতে পারে

বোর্ড মিটিংয়ে কী কী সিদ্ধান্ত হতে পারে

মোহনবাগান সমর্থকদের অনেক প্রশ্নের উত্তর এই বোর্ড মিটিংয়ে মিলতে পারে। প্রথমত নতুন দলের নাম এখনও চূড়ান্ত করা হয়নি। সেক্ষেত্রে ১০ জুলাইয়ের মিটিং শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমেই সংযুক্তিকরণের পর নতুন ক্লাবের নাম ঘোষণা হতে পারে। বোর্ডের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা ও দুই পক্ষের বোর্ড ডিরেক্টররা বৈঠকে অংশ নেবেন।

ক্লাবের জার্সির রঙ কী হতে চলেছে

ক্লাবের জার্সির রঙ কী হতে চলেছে

একশো বছরের ঐতিহ্যের সবুজ-মেরুন রঙ কি আগামী দিনে সংযুক্ত ক্লাবে থাকবে? বহু প্রতিক্ষীত এই প্রশ্নেরও উত্তর মিলতে চলেছে। নতুন দল কোন জার্সি পড়ে খেলবে বৈঠকে তাও চূড়ান্ত হবে। এটিকে-মোহনবাগান সংযুক্তিকরণের পর থেকেই নতুন ক্লাবের নাম, জার্সির রং ও প্রতীক নিয়ে প্রথম দিন থেকেই নানা জল্পনা চলছে। আসন্ন বৈঠকে এই সব জল্পনার অবসান ঘটাতে পারে।

অন্দরমহলের খবর

অন্দরমহলের খবর

দুই ক্লাবের কর্তারাই এখনও পর্যন্ত জার্সির রঙ নিয়ে কোনও মন্তব্য করেননি। এটিকে-মোহনবাগান শিবিরের অন্দরমহল সূত্রের খবর দুই ধরনের জার্সির ভাবনা রয়েছে। প্রস্তাবগুলি বৈঠকে দুই পক্ষের সামনে বিস্তারিত আলোচনা হবে। হোম ম্যাচগুলিতে মোহনবাগানের ঐতিহ্য বজায় রেখে সবুজ-মেরুন জার্সি ও অ্যাওয়ে ম্যাচ এটিকের লাল-সাদা রঙের জার্সি রাখার প্রস্তাব নিয়ে আলোচনা হতে চলেছে।

বৈঠকের পর ভিডিওতে যোগ দিতে পারেন হাবাস

বৈঠকের পর ভিডিওতে যোগ দিতে পারেন হাবাস

শোনা যাচ্ছে শুক্রবারের এই বোর্ড মিটিংয়ের পর এটিকে বাগান কর্তারা সংযুক্ত দলের কোচ হাবাসের সঙ্গেও ভিডিও কনফারেন্সে কথা বলতে পারেন। আসন্ন মরসুমে কেমন দল গঠন প্রয়োজন সেই নিয়ে স্পেন থেকে ভিডিওর মাধ্যমে হাবাস মতামত দিতে পারেন।

English summary
atk mohun bagan board meeting may organise on 10 july
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X