For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ ব্রাজিলের ১৯৮২ ফুটবল বিশ্বকাপের দল

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ ব্রাজিলের ১৯৮২ ফুটবল বিশ্বকাপের দল

  • |
Google Oneindia Bengali News

'করোনা কালবেলায়' কাঁপছে বিশ্ব। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে আক্রান্ত ও মৃত্যের সংখ্যা বাড়ছে। প্রতিটি দেশের কাছে করোনা বিরুদ্ধে লড়াই এখন প্রথম অগ্রাধিকার। ইতালির পর মার্কিন যুক্তরাষ্ট্র এখন করোনার এপিসেন্টারে পরিণত হয়েছে। বিশ্বে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথম বিশ্বের এই দেশে ৫ লক্ষের বেশি নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। আমেরিকায় মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।

দক্ষিণ আমেরিকার ব্রাজিলে লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে

দক্ষিণ আমেরিকার ব্রাজিলে লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে

পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকাও করোনা ভাইরাস থাবা বসিয়েছে। দক্ষিণ আমেরিকার ব্রাজিলেও আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা সেখানে ১০০০ ছাড়িয়েছে। আর্জেন্তিনায় সেখানে আক্রান্তের সংখ্যা অবশ্য বেশি নয়। এখনও পর্যন্ত আর্জেন্তিনায় ২০০০ এর বেশি আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। ৮৯ জন মারা গিয়েছেন।

করোনা মোকাবিলায় ১৯৮২ সালের ব্রাজিল ফুটবল দল

করোনা মোকাবিলায় ১৯৮২ সালের ব্রাজিল ফুটবল দল

ব্রাজিলে এবার করোনা ভাইরাসের জন্য ত্রাণ তহবিল সংগ্রহে এগিয়ে এল ১৯৮২ সালের ব্রাজিল ফুটবল দল। এই তহবিল সংগ্রহের মূল কান্ডারি ১৯৮২ সালের ব্রাজিল দলের তারকা ফুটবলার পাওলো রবার্তো ফ্যালকাও।

জিকো, জুনিয়র এবং লিওনার্দোরা সাহায্যের হাত বাড়িয়ে দিলেন

জিকো, জুনিয়র এবং লিওনার্দোরা সাহায্যের হাত বাড়িয়ে দিলেন

ব্রাজিলের সেই মহান ঐতিহাসিক ফুটবল দলে কিংবদন্তিদের মধ্যে যে তিন নাম প্রথম সারিতে উচ্চারণ হয় তারা জিকো, সক্রেটিস, ফ্যালকাও। যার মধ্যে প্রাক্তন এই দলের অধিনায়ক সক্রেটিস আগেই প্রয়াত হয়েছেন। দলে জিকো, জুনিয়র এবং লিওনার্দো-সহ ১৯ ফুটবলার এবার দেশের করোনা যুদ্ধে সাহায্য করতে এগিয়ে এলেন।

১৯৮২ সালের ব্রাজিল ফুটবল দলের বার্তা

১৯৮২ সালের ব্রাজিল ফুটবল দলের বার্তা

করোনা মোকাবিলা করার জন্যে তহবিল সংগ্রহে সাহায্য করতে চলেছে ১৯৮২ সালের ব্রাজিল ফুটবল দল। ভিডিও কলের মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্রের সফল ব্যক্তিদের ত্রাণ তহবিল সাহায্য করার জন্য ৮২ সালের ব্রাজিল ফুটবল দল অনুরোধ করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ব্রাজিলের সেই বিশ্বকাপ ফুটবল দলের সদস্যরা সাফল্যের পেছনে সঙ্গবদ্ধ লড়াই এবং দেশের প্রতি অগাধ ভালোবাসাকে মূলমন্ত্র বলে জানিয়েছেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশের সকল মানুষকে একযোগে লড়াই করতে হবে এবং দেশকে ভালোবেসে দেশের পাশে দাঁড়াতে হবে বলে তারা উল্লেখ করেন।

এখনও পর্যন্ত কত সংগ্রহ

এখনও পর্যন্ত কত সংগ্রহ

প্রাক্তন ব্রাজিলিয়ান জাতীয় দল এখনও পর্যন্ত ৭ লক্ষ ২০ হাজার ডলারের মতো সংগ্রহ করতে পেরেছে।

English summary
Brazil’s 1982 World Cup Football team reunite to raise fund to fight COVID-19 pandmeic,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X