For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার পর কবে শুরু বুন্দেসলিগা, ফুটবলারদের সঙ্গীর সঙ্গে চুম্বন বা যৌনতায় লিপ্ত হতে নিষেধ!

করোনার পর কবে শুরু বুন্দেসলিগা, ফুটবলারদের সঙ্গীর সঙ্গে চুম্বন বা যৌনতায় লিপ্ত হতে নিষেধ!

  • |
Google Oneindia Bengali News

করোনার প্রকোপ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে জার্মানি। ইউরোপের এই দেশে সাম্প্রতিক সময়ে মারণ ভাইরাসে সংক্রমিত ও মৃতের সংখ্যা কমেছে। ফলে জার্মানিতে এবার শুরু হচ্ছে বুন্দেসলিগা।

কবে শুরু লিগ

কবে শুরু লিগ

করানা করাল গ্রাস থেকে পুরোপুরি মুক্ত হতে না পারলেও এখন আংশিকভাবে সবকিছু খুলতে চলেছে। মে মাসের প্রথম সপ্তাহতে কিছুটা স্বাভাবিক হবে জার্মানি। করোনা মহামারির মাঝেই ৯ মে থেকে জার্মানিতে শুরু হতে যাচ্ছে বুন্দেসলিগা।

জার্মানিতে করোনায় ক্ষতি কত?

জার্মানিতে করোনায় ক্ষতি কত?

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় জার্মানি পাঁচে নম্বর স্থানে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি, ফ্রান্সের পরেই পাঁচে জার্মানি।সেদেশে এখনও পর্যন্ত ১ লক্ষ ৫৭ হাজারের বেশি আক্রান্ত ও ৫৯৭৬জন প্রাণ হারিয়েছেন।

ফুটবলারদের নির্দেশিকা মেনে চলতে হবে

ফুটবলারদের নির্দেশিকা মেনে চলতে হবে

এই পরিস্থিতিতে বুন্দেসলিগা কর্তৃপক্ষ ফুটবল শুরু করতে চলেছে। অবশ্য বেশ কিছু নিয়মবিধি তৈরি করেছেন তারা। ফুটবলারদের নিয়ম মেন চলার জন্য রবিবার সেই নির্দেশিকা জারি হয়ে।

সঙ্গীর সঙ্গে চুম্বন বা যৌনতায় লিপ্ত হতে নিষেধ!

সঙ্গীর সঙ্গে চুম্বন বা যৌনতায় লিপ্ত হতে নিষেধ!

নির্দেশিকায় বলা হয়েছে, ফুটবলাররা লিগ শুরুর আগে থেকে যৌন সংসর্গে লিপ্ত হতে পারবেন না। এমনকী লিগ শুরুর আগে এখন সঙ্গীদের সঙ্গে চুম্বনও এড়িয়ে চলতে হবে।

লিগের আগে খেলোয়াড়দের স্বাস্থ্য পরীক্ষা

লিগের আগে খেলোয়াড়দের স্বাস্থ্য পরীক্ষা

লিগ শুরুর আগে সবদিকে সতর্ক বুন্দেসলিগা কর্তৃপক্ষ। বিশেষ করে খেলোয়াড়দের এবং তাঁদের নিকটজনদের নিয়মিত শারীরিক পরীক্ষা হবে বলে জানানো হয়ে। সপ্তাহে দু'‌বার অন্তত এই পরীক্ষা হবে। ম্যাচের আগে ফুটবলারদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। ফুটবলাররা জীবনযাত্রার যাবতীয় খুঁটিনাটি সব জানাতে বাধ্য থাকবেন।

বুন্দেসলিগা কবে বন্ধ হয়েছিল

বুন্দেসলিগা কবে বন্ধ হয়েছিল

প্রসঙ্গত ১৩ মার্চ করোনার করাল গ্রাসে বুন্দেসলিগা বন্ধ হয়েছিল। লিগে এখনও প্রতি দলের ১৩টি করে ম্যাচ বাকি। আপাতত জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের মধ্যে পুরো লিগ শেষ করা নিয়ে কমিটি পরিকল্পনা নিয়েছে।

আগামী মরশুমে স্প্যানিশ কোচকেই রাখছে ইস্টবেঙ্গল! খবর সূত্রেরআগামী মরশুমে স্প্যানিশ কোচকেই রাখছে ইস্টবেঙ্গল! খবর সূত্রের

English summary
Bundesliga stars face sex ban as rules as football return after corona pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X