For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোটি কোটি মানুষ সাক্ষী থাকল, করোনা পরবর্তী সময়ে ফুটবল শুরু!

কোটি কোটি মানুষ সাক্ষী থাকল, করোনা পরবর্তী সময়ে ফুটবল শুরু!

  • |
Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে করোনা উদ্বেগের মাঝেই ফুটবলে ঢাকে কাঠি! হ্যাঁ, গ্যালারিতে দর্শকদের আওয়াজ, মাঠে মাথা ঝুঁকিয়ে ফুটবলারদের সৌজন্যবোধ। গোলের পর কনুই ঠেকিয়ে সেলিব্রেশন। মারণ ভাইরাসের চোখরাঙানির মাঝেই মাঠে ফুটবল ফেরার দামামা বেজে গেল।

বিশ্বজুড়ে একটাই আতঙ্ক, করোনা!

বিশ্বজুড়ে একটাই আতঙ্ক, করোনা!

বিশ্বে এখন একটাই আতঙ্ক, করোনা। যার প্রকোপে বিশ্বে ৪০ লক্ষের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ভারতেই আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ হাজার।

দু'মাস পর ফুটবলে ঢাকে কাঠি

দু'মাস পর ফুটবলে ঢাকে কাঠি

করোনা আতঙ্কের আবহে দু'মাস পর ফুটবল ফিরল দক্ষিণ কোরিয়ায়। শুক্রবার দক্ষিণ কোরিয়ার কে লিগের ম্যাচ শুরু হয়। করোনার কারণে দুমাসেরও বেশি সময় লিগ পিছিয়ে যায়।

ফুটবল মাঠে বল গড়ালো

ফুটবল মাঠে বল গড়ালো

দক্ষিণ কোরিয়ায় জিয়নবুক মোটর ও সুওন ব্লুউইংস দুই দলের ফুটবলারেরা ম্যাচ খেলে।

দর্শকশূন্য অথচ গমগম করল স্টেডিয়াম

করোনা আবহে লিগের ম্যাচ এখন দর্শকশূন্য পরিস্থিতিতে খেলা হচ্ছে। এই অবস্থায় কে লিগের দুই দল টুর্নামেন্ট শুরু করার সময় দর্শকদের উল্লাসধ্বনিতে স্টেডিয়াম গমগম করছিল।ফুটবল মাঠের আবহ তৈরি করতে আয়োজকেরা রেকর্ড করে রাখা দর্শকের উল্লাসধ্বনি বাজান। ম্যাচে গোল হওয়ার মুহর্তেও পাবলিক অ্যাড্রেস সিস্টেমে, রেকর্ড করে রাখা অতীতের ঐ উল্লাসধ্বনি ব্যবহার করা হয়েছে।

দ্রুত দেখা হবে, শক্তিশালী হও

দর্শকশূন্য গ্যালারি 'দ্রুত দেখা হবে। শক্তিশালী হও' লেখা ব্যানারে ঢাকা ছিল।

মাথা ঝুঁকিয়ে সৌজন্য বিনিময়

ম্যাচ শুরুর আগে ফুটবলাররা শুধু মাথা ঝুঁকিয়ে সৌজন্য বিনিময় করেন। রিজার্ভ বেঞ্চে বসা ফুটবলার, কোচ, চতুর্থ রেফারি, মেডিক্যাল স্টাফ থেকে মাঠে হাজির থাকা মাঠকর্মীদের সকলকেই গ্লাভস ও মাস্ক পরতে দেখা যায়। মাঠে নামার আগে ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফদের থার্মাল চেক করা হয়।

কোটি কোটি দর্শক করোনা পরবর্তী ম্যাচের সাক্ষী থাকল

কোটি কোটি দর্শক করোনা পরবর্তী ম্যাচের সাক্ষী থাকল

দক্ষিণ কোরিয়ার ফুটবল লিগ খুব একটা জনপ্রিয় নয়। তবুও করোনা পরবর্তী সময় এই ম্যাচ ঘিরে বিশ্বের ফুটবলপ্রেমীদের উত্তেজনার পারদ তুঙ্গে ছিল। বিশ্বের ২০টি দেশে টেলিভিশনে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হয়েছে। এ ছাড়া অনলাইনেও কয়েক কোটি মানুষ ম্যাচটি দেখেছেন।

ম্যাচের ফল

জিয়নবুক মোটর দল ১-০ গোলে ম্যাচ জেতে। গোল করা ফুটবলার গ্যালারির দিকে দৌড়ে এসে সেলিব্রেশন করেন। যদিও করোনা সাবধানতা মেনে হাত না মিলিয়ে একে অপরের কনুইয়ে কনুই ঠেকিয়ে অভিনব ভঙ্গিতে ফুটবলাররা উল্লাসে মেতে ওঠেন।

English summary
Coronavirus in Sports: Football returns as South Korea's K-League kicks off
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X