For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা প্রকোপ কাটিয়ে ময়দানের কলকাতা লিগ কি হবে?

প্রাণঘাতী করোনায় বিশ্বজুড়ে ক্রিকেট-ফুটবল-টেনিস-ব্যাডমিন্টন সব ধরনের খেলাতেই একাধিক টুর্নামেন্ট ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতিতে এবার ময়দানের কলকাতা লিগ হওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তা।

  • |
Google Oneindia Bengali News

প্রাণঘাতী করোনায় বিশ্বজুড়ে ক্রিকেট-ফুটবল-টেনিস-ব্যাডমিন্টন সব ধরনের খেলাতেই একাধিক টুর্নামেন্ট ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতিতে এবার ময়দানের কলকাতা লিগ হওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তা।

লিগের ভবিষ্যৎ অন্ধকার

লিগের ভবিষ্যৎ অন্ধকার

দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ হাজার। জুন-জুলাইয়ে সংক্রমণ সর্বোচ্চ হবে বলছেন বিশেষজ্ঞরা। ফলে ১৭ মে তৃতীয় দফার লকডাউন উঠলে ফের যে লকডাউন লাগু হতে পারে আন্দাজ করা যায়।

ভারতে মাঠে কবে বল গড়াতে পারে

ভারতে মাঠে কবে বল গড়াতে পারে

ভাইরাসের সংক্রমণ নির্মূল না হলে ভারতের মতো জনঘনত্ব বেশি এমন দেশে ফুটবল শুরুর সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে সেপ্টেম্বরের আগে হয়ত ভারতের মাঠে ফুটবল গড়ানোর সম্ভাবনা নেই।

ময়দানের কলকাতা লিগ নিয়ে চিন্তায় আইএফএ

ময়দানের কলকাতা লিগ নিয়ে চিন্তায় আইএফএ

করোনার ধাক্কায় দেশের ফুটবল যেমন অনিশ্চিত, ঠিক তেমনি ময়দানের কলকাতা লিগও অনিশ্চিত। শুক্রবার রাজ্য ফুটবল সংস্থার অধীনস্থ ২৭৬টা ক্লাবের কর্তাদের আইএফএ সচিব জয়দীপ মুখার্জি চিঠি পাঠান।

ক্লাবেদের থেকে পরমর্শ চাওয়া হয়েছে

ক্লাবেদের থেকে পরমর্শ চাওয়া হয়েছে

করোনা পরবর্তী সময় ময়দানে ফুটবল শুরু করে কীভাবে কলকাতা লিগ করা যায় তা নিয়ে প্রিমিয়ার ডিভিশন এর ক্লাব থেকে নার্সারি ডিভিশনের ক্লাবগুলিকে সুষ্পষ্ট মতামত জানাতে বলা হয়েছে।

চিঠির উত্তর কত তারিখের মধ্যে দিতে হবে

চিঠির উত্তর কত তারিখের মধ্যে দিতে হবে

১৭ মে অর্থাৎ তৃতীয় দফার লকডাউনে যেদিন উঠছে,সেদিনের মধ্যে চিঠির মাধ্যমে উত্তর দিতে বলা হয়েছে। কঠিন পরিস্থিতিতে ক্লাবগুলির থেক মতামত চাইছে আইএফএ।

লিগ করার ব্যাপারে হাল ছাড়তে নারাজ আইএফএ

লিগ করার ব্যাপারে হাল ছাড়তে নারাজ আইএফএ

রাজ্য ফুটবল সংস্থা করোনা ধাক্কা লিগ আয়োজনে সমস্যার মুখে দাঁড়িয়ে থাকলেও হাল ছাড়তে নারাজ। আইএফএ সচিবে জয়দীপ মুখার্জি জানিয়ে রেখেছেন, লকডাউন উঠলে লিগ করার জন্য সবরকম চেষ্টা করা হবে।

 ক্রীড়ামন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন সচিব

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন সচিব

লকডাউন উঠলে লিগ করা নিয়ে আইএফএ সচিব রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে করার পরিকল্পনা করে রেখেছেন।

প্রয়োজনে ফর্ম্যাট পাল্টানো হতে পারে

প্রয়োজনে ফর্ম্যাট পাল্টানো হতে পারে

করোনার কারণে লিগ পরে শুরু হওয়ায় লিগের ফর্ম্যাটে পরিবর্তন করা হতে পারে। আইএফএ সচিব এমন ইঙ্গিত দিয়ে রেখেছেন।

ভারতে কবে থেকে ফুটবল বন্ধ

ভারতে কবে থেকে ফুটবল বন্ধ

করোনার কারণে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের খেলার দুনিয়া বন্ধ রয়েছে। স্থগিত আইলিগের অবশিষ্ট ম্যাচগুলি বাতিল করা হয়।

কম সময় পেলেও লিগ হবে আশ্বাস কর্তার

কম সময় পেলেও লিগ হবে আশ্বাস কর্তার

তবে সময় কম পেলেও কলকাতা লিগ করার পক্ষে সচিব। আইএফএ কর্তা জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, অল্প সময় পেলে ফর্ম্যাট বদলে লিগ করানোর চেষ্টা করা হবে।

English summary
CoronaVirus in Sports: IFA hopes to organize calcutta football league
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X