For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা ফুটবলের জন্য অভিনব উদ্যোগ আইএফএ-র, কী বললেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা

বাংলা ফুটবলের জন্য অভিনব উদ্যোগ আইএফএ-র, কী বললেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা

  • |
Google Oneindia Bengali News

করোনা মহামারিতে বাংলা ফুটবল আগামী দিনে কবে শুরু হবে জানা নেই। কিন্তু বঙ্গ ফুটবলের উন্নতির জন্য দারুণ উদ্যোগ নিয়েছে আইএফএ। করোনা লকডাউনে আইএফএ-র কোনও মিটিং হয়নি। লকডাউন শিথিল হয়ে আনলক ওয়ান শুরু হলে প্রাক্তন ফুটবলার ও জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনে কর্তাদের নিয়ে বৈঠক হয়েছে। আইএফএ-র সেই বৈঠকে বাংলা ফুটবলের উন্নতির স্বার্থে জেলা ফুটবলে বিশেষ গুরুত্ব দিতে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রাক্তন ফুটবলারদের উপস্থিতি

প্রাক্তন ফুটবলারদের উপস্থিতি

ইতিমধ্যে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় প্রাক্তন ফুটবলারদের নিয়ে জেলা স্তর থেকে ফুটবল প্রতিভা খুঁজে আনার বিষয়ে বৈঠক করেছেন। চলতি সপ্তাহের সোমবার সেই বৈঠকে প্রাক্তন ফুটবলার বিশ্বজিৎ ভট্টাচার্য, দীপেন্দু বিশ্বাস, সঞ্জয় মাঝিরা উপস্থিত ছিলেন।

আইএফএ-র পরিকল্পনা

আইএফএ-র পরিকল্পনা

জেলা থেকে ফুটবলার তুলে আনতে স্ট্রাইকার অ্যাকাডেমি, গোলকিপার অ্যাকাডেমি তৈরির পরিকল্পনা নিয়েছে আইএফএ। এই নিয়ে ইতিমধ্যে মহামেডানের বর্তমান ফুটবলসচিব দীপেন্দু বিশ্বাস স্পনসর খোঁজার চেষ্টা চালাচ্ছেন। জানা গিয়েছে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এই অ্যাকাডেমি তৈরি হতে পারে।

আইএফএ-র উদ্যোগকে সাধুবাদ ইস্টবেঙ্গল কর্তার

আইএফএ-র উদ্যোগকে সাধুবাদ ইস্টবেঙ্গল কর্তার

এক জনপ্রিয় ফুটবল ওয়েবসাইটে দেওয়া প্রতিক্রিয়ায় আইএফএ-র জেলা ফুটবল নিয়ে একাধিক উদ্যোগেকে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার সাধুবাদ জানিয়েছেন।

ইস্টবেঙ্গল কর্তা কী বললেন

ইস্টবেঙ্গল কর্তা কী বললেন

জনপ্রিয় ঐ ফুটবল ওয়েবসাইটে প্রতিক্রিয়ায় ইস্টবেঙ্গল শীর্ষকর্তা জানিয়েছেন, বাংলার ফুটবলে উন্নতির জন্য তৃণমূল স্তর থেকে ফুটবলের উন্নতি প্রয়োজন। আইএফএ-র পরিকল্পনা বাস্তবে রূপ নিলে এবার জেলা ফুটবলে উন্নতি হলে বহু প্রতিভা পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। আইএফএ-র উদ্যোগ অবশ্যই প্রশংসীয় বলে তিনি সাধুবাদ জানিয়েছেন। প্রাক্তন ফুটবলারদের এই কাজে লাগালে আরও ভালোভাবে জেলাস্তর থেকে প্রতিভা তুলে আনা সম্ভব বলে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত বিশ্বাস মনে করেন।

করোনার আবহে ভারতের পরিবর্তে কোন দুই দেশে হতে পার আইপিএল, আভাস বিসিসিআইয়েরকরোনার আবহে ভারতের পরিবর্তে কোন দুই দেশে হতে পার আইপিএল, আভাস বিসিসিআইয়ের

English summary
East bengal Officials reaction on ifa new talent hunt process
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X