For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জন্ডিস আক্রান্ত ক্রোমার অসুস্থ সন্তানের পরিস্থিতি কেমন

জন্ডিস আক্রান্ত ক্রোমার অসুস্থ সন্তানের পরিস্থিতি কেমন

  • |
Google Oneindia Bengali News

মাঠের লড়াই একরকম আর সদ্যোজাত মেয়ের জীবনরক্ষার লড়াই অন্যরকম। দ্বিতীয় ক্ষেত্রে কী আবেগ লুকিয়ে থাকে তা এখন বুঝতে পারছেন দুই প্রধানে খেলা লাইবেরিয়ান বিদেশি আনসুমানা ক্রোমা। অসুস্থ সদ্যোজাত চারদিনের মেয়েকে হাসপাতালে ভর্তি নিয়ে দিন দুই আগে নাজেহাল হতে হয়েছে। সেই মেয়ে এখন আংশিক সুস্থ। যে খবর শুনে স্বস্তি ফিরেছে ক্রোমার।

রবিবার নাজেহাল পরিস্থিতি

রবিবার নাজেহাল পরিস্থিতি

রবিবার সদ্যোজাত অসুস্থ কন্যাকে হাসপাতালে ভর্তি করতে গিয়ে ক্রোমাকে নাজেহাল হতে হয়। শেষ পর্যন্ত পুলিশের সাহায্যে রবিবার মাঝরাতে পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে শিশুটিকে ভর্তি করানো যায়। শিশুর মায়ের অভিযোগ তাঁর সন্তান জন্ডিসে আক্রান্ত। শুক্রবার থেকেই মেয়ের চোখটা হলুদ দেখে সন্দেহ হলেও নার্স গুরুত্ব দেননি। পরে অবস্থা সংকটজনক বুঝে শিশুদের জন্ডিস চিকিৎসার জন্যে পরিকাঠামো নেই বলে হাসপাতাল কর্তৃপক্ষ দায় ছেড়ে দেয় বলে অভিযোগ।

চিকিৎসায় সাড়া মিলেছে

চিকিৎসায় সাড়া মিলেছে

এর আগে জন্ডিস আক্রান্ত সদ্যোজাত শিশুটির জন্য রক্তের প্রয়োজন বলে ডাক্তার জানান। বিলিরুবিন না কমলে রক্ত দিতে হতে পারে ডাক্তার ইঙ্গিত দিয়েছিলেন। ক্রোমা ও পূজা তড়িঘড়ি রক্তের ব্যবস্থাও করে ফেলেন। শেষ পর্যন্ত অবশ্য রক্ত লাগেনি। শিশুটি চিকিৎসায় সাড়া দিয়েছে।

ক্রমে সুস্থ শিশু

ক্রমে সুস্থ শিশু

মঙ্গলবার অবশ্য ক্রোমা ও পূজার সদ্যোজাত মেয়ে ক্রমে সুস্থ হয়ে উঠেছে। এই মুহূর্তে ভয়ের কোনও কারণ নেই বল ডাক্তার আশ্বস্ত করেছেন।

শিশুকে কবে ছাড়া হবে

শিশুকে কবে ছাড়া হবে

শিশুটির বিলিরুবিন এখন ক্রমে নিয়েন্ত্রণে আসছে। ২২ থেকে বিলুরুবিন ১৩তে নেমে এসেছে বলে ডাক্তার জানিয়েছেন। আরও দুদিন পর্যবেক্ষণে রাখার পর ক্রোমা ও পূজার সন্তানকে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ড্রেসিংরুমেই যত কাণ্ড! 'কালু' কাণ্ডে ভারতীয় ফাস্ট বোলারের কাছে ক্ষমা দাবি স্যামিরড্রেসিংরুমেই যত কাণ্ড! 'কালু' কাণ্ডে ভারতীয় ফাস্ট বোলারের কাছে ক্ষমা দাবি স্যামির

English summary
footballer ansumana kromah's newborn baby need few days observation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X