For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় ফুটবলে করোনা থাবা, প্রয়াত মোহনবাগানের প্রাক্তন ফুটবলার

ভারতীয় ফুটবলে এবার করোনা হানা। প্রাণঘাতী করোনার শিকার হয়ে এবার প্রাণ হারালেন দেশের প্রাক্তন ফুটবলার হামজা কোয়া। শনিবার সকালে মৃত্যু হয় হামজার। মৃত্যুকালে হামজার বয়স হয়েছিল ৬১ বছর। 

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ফুটবলে এবার করোনা হানা। প্রাণঘাতী করোনার শিকার হয়ে এবার প্রাণ হারালেন দেশের প্রাক্তন ফুটবলার হামজা কোয়া।

শনিবার সকালে মৃত্যু হয় হামজার। মৃত্যুকালে হামজার বয়স হয়েছিল ৬১ বছর।

ভারতীয় ফুটবলে করোনা থাবা, প্রয়াত প্রাক্তন ফুটবলার

২৬ মে থেকে হামজার মধ্যে কোভিড ১৯ ভাইরাসের সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল। এরপর এক মুহূর্ত দেরী না করে তাঁকে মানজেরি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

করোনা ভাইরাসের সংক্রমণে হামজার মধ্যে শ্বাস কষ্টের লক্ষণও দেখা যায়। ফলে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। এতেও পরিস্থিতির কোনও রকম উন্নতি হয়নি।

শেষ পর্যন্ত শনিবার সকালে করোনা সংক্রমণের কারণে ভারতের প্রাক্তন এই ফুটবলার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

৬১ বছরের প্রাক্তন এই ফুটবলার মুম্বইতে থাকতেন। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার পাশাপাশি সন্তোষ ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে খেলেছেন তিনি। মুম্বইয়ের একাধিক ক্লাবের হয়েও তিনি খেলেছেন। হামজা কোয়া ময়দানেও খেলেছেন। মোহনবাগান ও মহামেডান ক্লাবের হয়ে খেলেছেন তিনি।

লকডাউনের আগেই অবশ্য তিনি কেরালার পৈতৃক বাড়ি পাড়াপানাগাড়িতে ফিরে আসেন। সেখানে পরিবারের সঙ্গেই ছিলেন হামজা। ছেলে অবশ্য মুম্বইয়ে ছিলেন। জাতীয় ফুটবলারের মৃত্যু নিয়ে কেরালায় করোনা মৃত্যুর সংখ্যা ১৯ শে পৌঁছল।

শুধু হামজারই নয়, প্রাক্তন ফুটবলারের পরিবারের পাঁচ জনের শরীরেও কোভিড ১৯ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। প্রত্যেককেই আইসলেশনে রাখা হয়। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, হামজার পরিবারের আক্রান্তরা ধীরে ধীরে প্রত্যেকে স্থিতিশীল হচ্ছেন।

English summary
Former footballer Hamza Koya passes away in Kerala after Corona Covid-19 infection
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X