For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনে ভোগান্তির শেষ নেই, দরিদ্র মানুষদের জন্য ফ্রি বাজারের উদ্যোগ ফুটবলার বিধায়কের

লকডাউনে ভোগান্তির শেষ নেই, দরিদ্র মানুষদের জন্য ফ্রি বাজারের উদ্যোগ ফুটবলার বিধায়কের

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের কারণে দেশজুড়ে ১৭ মে পর্যন্ত লকডাউন জারি। লকডাউনে মেয়াদ দীর্ঘায়িত করেও ভাইরাসের সংক্রমণ আটকানো যায়নি। দেশে করোনা আক্রান্তের সংখ্যা এখন প্রায় ৬৮ হাজার। এই পরিস্থিতিতে দেশে আরও লকডাউন চললে রুটি-রুজি হারানো মানুষদের প্রবল অর্থসংকট তৈরি হতে চলেছে।

সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস

সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস

ইতিমধ্যেই দেশে বহু মানুষ অসহায় পরিস্থিতিতে আধ পেটা খেয়ে দিন কাটাচ্ছেন। এবার সংস্যায় পড়া মানুষদের সাহায্যের জন্য এগিয়ে এলেন ফুটবলার বিধায়ক দীপেন্দু বিশ্বাস।

বিধায়ক দীপেন্দু বিশ্বাসের উদ্যোগ

বিধায়ক দীপেন্দু বিশ্বাসের উদ্যোগ

ফুটবলার বিধায়ক দীপেন্দু বিশ্বাস ও বসিরহাটের ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি তরুণ ভৌমিক ও অন্যান্য কর্মীদের সহযোগিতায় করোনা লকডাউনে বিনামূল্যের বাজারের আয়োজন করা হয়।

বিনা পয়সার বাজার

বিনা পয়সার বাজার

বসিরহাটের ৯ নম্বর ওয়ার্ডে স্থানীয় সূর্যকান্ত পার্কে এই বাজারের আয়োজন করা হয়। সামাজিক দূরত্ব যাতে বজায় রাখার ক্ষেত্রে বিশেষ জোর দিয়েই প্রতি দিনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে এই সংকটকালে এই ফ্রি বাজারের পরিষেবা দেওয়া হয়। ত্রাণের বদলে ওয়ার্ডে ওয়ার্ডে বিনা পয়সার এই বাজারের ব্যবস্থা করেছেন দীপেন্দু বিশ্বাস

বিশেষ কুপনে মেলে খাদ্যসামগ্রী

বিশেষ কুপনে মেলে খাদ্যসামগ্রী

বিশেষ কুপন দেখিয়ে লকডাউনে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা দুস্থ মানুষ এই বাজার থেকে খাদ্যসামগ্রী সংগ্রহ করেন। করোনা সচেতনায় ফ্রি বাজারে ক্রেতা, বিক্রেতা উভয়েরেই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে দেখা যায়।

 ১৩ রকম সবজির ভান্ডার

১৩ রকম সবজির ভান্ডার

বাজার থেকে ক্রেতারা বিনামূল্যে ১৩ রকম সবজি পান। আলু,পেঁয়াজ,আদা, রসুন,পটল,বেগুন, লংকা, কুমড়ো ছাড়া আরও অনেক সবজি ছিল। স্থানীয় দরিদ্র মানুষদের মুখে খাবার তুলে দিতে পেরে খুশি প্রাক্তন ফুটবলার ও বিধায়ক দীপেন্দু বিশ্বাস

অন্য দেশের লিগ, ক্রিকেটার সুরেশ রায়নার অনুরোধ কতটা গম্ভীরভাবে নিল বিসিসিআই?অন্য দেশের লিগ, ক্রিকেটার সুরেশ রায়নার অনুরোধ কতটা গম্ভীরভাবে নিল বিসিসিআই?

English summary
free bazar for poor people organise by basirhat's footballer mla Dipendu Biswas during Corona Lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X