For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন টুর্নামেন্ট দিয়ে করোনা পরবর্তী সময়ে ভারতীয় ফুটবলের নতুন মরসুম শুরু হবে জেনে নিন

কোন টুর্নামেন্ট দিয়ে করোনা পরবর্তী সময়ে ভারতীয় ফুটবলের নতুন মরসুম শুরু হবে জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

কবে উঠবে লকডাইন? দেশে ফের খেলার মাঠগুলোয় তালা খুলবে কবে? ক্রিকেটক্ষেত্রে এই উত্তর জানা নেই! ফুটবল ক্ষেত্রেও উত্তরের খোঁজে অপেক্ষা জারি!

করোনার ফলে দেশে ক্রিকেট থেকে ফুটবল টুর্নামেন্ট কোথায় দাঁড়িয়ে

করোনার ফলে দেশে ক্রিকেট থেকে ফুটবল টুর্নামেন্ট কোথায় দাঁড়িয়ে

অনির্দিষ্টকালের জন্য এখন আইপিএল স্থগিত হয়ে বসে রয়েছে। ফুটবলে আইলিগের স্থগিত ম্যাচ করোনার কারণে বাতিল করে লিগ শেষ করা হয়েছে।আইএসএলের ফাইনাল ফাঁকা মাঠে আয়োজন করে লিগ শেষ করা হয়েছিল। এভাবে ফুটবলে শেষ মরসুমে অতিক্রান্ত। সামনে এবার নতুন মরসুম। সেখানে আদৌ মাঠে কবে বল গড়াবে নিশ্চিত করে কর্তারা বলতে পারছেন না।

কোন টুর্নামেন্ট দিয়ে ভারতে ফুটবলের লড়াই শুরু হতে পারে

কোন টুর্নামেন্ট দিয়ে ভারতে ফুটবলের লড়াই শুরু হতে পারে

করোনা পরবর্তী সময়ে ক্লাব ফুটসল চ্যাম্পিয়নশিপ দিয়ে ভারতে ফিরতে পারে ফুটবল। অন্তত সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এমন আশাই রাখছে। সেক্ষেত্রে আইএসএল বা আইলিগ নয় ফুটসল দিয়েই করোনা পরবর্তী সময়ে ভারতীয় ফুটবল মাঠে বল গড়াতে পারে।

কবে এই টুর্নামেন্ট হতে পারে

কবে এই টুর্নামেন্ট হতে পারে

করোনা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সবটাই সেই ছবির উপর নির্ভর করছে। তবে অগাস্ট সেপ্টেম্বর মাসে ফুটসল চ্যাম্পিয়নশিপ আসর রাখা হচ্ছে।

কোন ক্লাবগুলি টুর্নামেন্টে অংশ নিতে চলেছে

কোন ক্লাবগুলি টুর্নামেন্টে অংশ নিতে চলেছে

করোনার পর স্বাভাবিক পরিস্থিতিতে আইএসএল, আই লিগের ক্লাবগুলি নিয়ে ফুটসল ক্লাব চ্যাম্পিয়নশিপ শুরু হবে। এখনও পর্যন্ত আইএসএল থেকে বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া, ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্সের মতো দল ফুটসল টুর্নামেন্টে খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছে। অন্যদিকে কলকাতা থেকে মহমেডান খেলার ব্যাপারে সম্মতি দিয়েছে। তবে করোনা পরিস্থিতিতে এখনই ফুটসলে খেলা নিয়ে কলকাতার দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল কোনও সিদ্ধান্ত নেয়নি।

এক ভেন্যুতেই টুর্নামেন্ট

এক ভেন্যুতেই টুর্নামেন্ট

করোনা পরবর্তী সময়ে জীবনযাত্রা স্বাভাবিক হলেই একটি ভেনুতেই টুর্নামেন্ট করার পক্ষে এআইএফএফ। প্রসঙ্গত ফুটসল চ্যাম্পিয়নশিপ দিয়ে ভারতের নতুন ফুটবলম মরসুম শুরু হবে বলে আগের বছরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কোনও বিদেশি ফুটবলার নেই

কোনও বিদেশি ফুটবলার নেই

ফুটসল টুর্নামেন্টে কোনও বিদেশি ফুটবলার খেলানো যাবে না। সেক্ষেত্রে লকডাউন ওঠার পর সব দলে বিদেশি ফুটবলার আসার উপর টুর্নামেন্ট নির্ভর করছে না। ফলে করোনা পরবর্তী সময়ে সবকিছু ছন্দে ফিরলেই এই টুর্নামেন্ট আয়োজন করতে খুব বেশি সমস্যার মুখে পড়তে হবে না বলেই ফেডারেশন কর্তারা মনে করছেন।

লকডাউনে জিভাকে বাইকের পিছনে চড়িয়ে কোথায় বেরিয়ে পড়লেন ধোনি? লকডাউনে জিভাকে বাইকের পিছনে চড়িয়ে কোথায় বেরিয়ে পড়লেন ধোনি?

English summary
Indian football will start with futsal club championship after Corona pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X