For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ধাক্কায় বিদেশিহীন আই লিগ-আইএসএলের সম্ভাবনা, ফেডারেশনের ইঙ্গিত

করোনা ধাক্কায় বিদেশিহীন আই লিগ-আইএসএলের সম্ভাবনা, ফেডারেশনের ইঙ্গিত

  • |
Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতিতে আগামী দিনে ভারতীয় ফুটবল কবে শুরু হবে জানা নেই। ভারতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোনভাবেই ভাইরাসকে বাগে আনা যাচ্ছে না। অনেকে সুস্থ হয়ে ফিরলেও নতুন আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছেই। এই পরিস্থিতিতে আইএসএল-আই লিগ নিয়ে বড় ইঙ্গিত দিল ফেডারেশন।

ফেডারেশনের ইঙ্গিত

ফেডারেশনের ইঙ্গিত

ভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব কুশল দাস জানিয়েছেন, ' কোভিড এর জন্য যদি ভারত সরকার দেশে বিদেশি ফুটবলারদের খেলানোর অনুমতি না দেয়, তাহলেও আমরা টুর্নামেন্ট চালু রাখব। সে ক্ষেত্রে দেশীয় ফুটবলারদের নিয়েই খেলতে হবে দলগুলোকে।'

করোনা ধাক্কায় বিদেশিহীন আই লিগ-আইএসএলের সম্ভাবনা

করোনা ধাক্কায় বিদেশিহীন আই লিগ-আইএসএলের সম্ভাবনা

ফেডারেশন সচিব কুশল দাসের কথাতে স্পষ্ট সেক্ষেত্রে বিদেশি না এলেও আই লিগ এবং আইএসএল হবে। অর্থাৎ চরম সংকটে বিদেশিহীন আই লিগ-আইএসএলের কথা ভেবে পরিকল্পনা তৈরি করে রাখতে চাইছে ফেডারেশন।

নির্দিষ্ট একটি ভেন্যুতেই হতে পারে আই লিগের ম্যাচ

নির্দিষ্ট একটি ভেন্যুতেই হতে পারে আই লিগের ম্যাচ

অন্যদিক একটি নির্দিষ্ট স্থানেই ২০২০-২০২১ মরশুমের পুরো আই লিগ আয়োজন করতে চাইছে ফেডারেশন। আই লিগ সম্ভবত ডিসেম্বর থেকে শুরু হতে পারে। আই লিগের মতো আইএসএলও একটি কেন্দ্রীয় ভেন্যুতে আয়োজন করার বিষয়ে ভাবা হচ্ছে।

কোথায় হতে পারে আইলিগ

কোথায় হতে পারে আইলিগ

ফেডারেশন সূত্রে এখনও পর্যন্ত ইঙ্গিত তাতে যাতায়াতের সমস্যা এড়াতে আই লিগের সব ম্যাচ একমাত্র কলকাতাতে হতে পারে। আই লিগে এবছর গ্যালারিতে দর্শকদের প্রবেশ নিষেধ থাকবে।

আইএসএল কোথায় হতে পারে

আইএসএল কোথায় হতে পারে

আই লিগের মতো একটি ভেন্যুতে আইএসএলের ম্যাচ করা হলে গোয়া ও কেরলকে ভেন্যু হিসেবে ধরে রাখা হয়েছে। যদিও ভেন্যু হিসেবে এগিয়ে গোয়া। আইএসএলের সব ম্যাচ গোয়াতে হতে পারে। আই লিগের মতো আইএসএলেও গ্যালারিতে দর্শকদের প্রবেশ নিষেধ।

পক্ষপাতিত্ব দূর করতে এবার লাইভে হোক দল নির্বাচন, বিস্ফোরক মনোজ তিওয়ারিপক্ষপাতিত্ব দূর করতে এবার লাইভে হোক দল নির্বাচন, বিস্ফোরক মনোজ তিওয়ারি

English summary
Isl-I league may even go without foreign players says kushal das
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X