For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএলে এবার মোহনবাগানের বিপরীত ডাগআউটে কিবু! নতুন ক্লাবে যোগ নিয়ে সরকারী ঘোষণা

আইএসএলে এবার মোহনবাগানের বিপরীত ডাগআউটে কিবু! নতুন ক্লাবে যোগ নিয়ে সরকারী ঘোষণা

  • |
Google Oneindia Bengali News

জল্পনার অবসান। শেষ পর্যন্ত আইএসএলের দল কেরালা ব্লাস্টার্সের কোচ হিসেবে নিযুক্ত হলেন আইলিগ জয়ী স্প্যানিশ কোচ কিবু ভিকুনা। ২০১৯-২০ ফুটবল মরসুমে মোহনবাগানকে বড় পয়েন্টের ব্যবধানে আইলিগ চ্যাম্পিয়ন করেন কিবু। এরপর তিনি আই লিগ না আইএসএল, কোন লিগে কোচিং করাতে চলেছেন সেই নিয়ে জল্পনা ছিল। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান। আই লিগ জয়ী স্প্যানিশ কোচকে আগামী বছরের জন্য কোচ হিসেবে নিযুক্ত করল কেরালা ব্লাস্টার্স।

কিবুকে নিয়োগের কথা সরকারিভাবে জানাল কেরালা

বুধবার বিকেলে নিজেদের টুইটারে কেরালা ব্লাস্টার্স দল কিবুকে কোচ হিসেবে নিযুক্তির ঘোষণা করে।ফলে এবার আইএসএলে মোহনবাগানের বিপরীত ডাগআউটে কিবুকে মগাজাস্ত্র সাজিয়ে রণকৌশল তৈরি করতে দেখা যাবে। পরের বছর এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে মোহনবাগান আইএসএল খেলতে চলেছে।

ভারতীয় ফুটবলে কিবুর দ্বিতীয় মরসুম

উল্লেখ্য ভারতীয় ফুটবলে এটি কিবুর দ্বিতীয় মরসুম হতে চলেছে। প্রথম মরসুমে কিবু দারুণ সফল। গত বছর কলকাতা লিগ দিয়ে মোহনবাগানের সঙ্গে কিবু কাজ করা শুরু করেন। কলকাতা লিগে ব্যর্থ হলেও হাল ছাড়েননি। কম কথা বলা কোচ মাঠে নিজের ঘুঁটি সাজান। মাঠের বাইরে আইলিগের জন্য দারুণ দলও তৈরি করেন।

 কিবুর সাফল্য

কিবুর সাফল্য

এরপর কিবুর কোচিংয়ে মোহনবাগান আই লিগে ফুল ফুটিয়েছে। লিগে নিজেদের চার ম্যাচ বাকি থাকতে আই লিগ ট্রফি ঘরে তুলেছে মোহনবাগান। কিবুর কোচিংয়ে লিগে ১৬ ম্যাচে মোহনবাগান মাত্র ৩টি ড্র ও একটি ম্যাচ হারে।

প্রথমবারের সাফল্যের ধারা ধরে রাখার চ্যালেঞ্জ

প্রথমবারের সাফল্যের ধারা ধরে রাখার চ্যালেঞ্জ

কিবুর সামনে এখন প্রথমবারের সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ। মোহনবাগানে প্রথম মরসুম কোচিং করিয়েই দলকে চ্যাম্পিয়ন করেছেন। এবার আইএসএলে কেরালা ব্লাষ্টার্সের কোচ হয়ে প্রথম মরসুমেই দলকে চ্যাম্পিয়ন করতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

English summary
Isl team Kerala Blasters appoints Kibu Vicuna as head coach
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X