For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফুটবল কোচ যখন করোনা যোদ্ধা, পথে নেমে বিপন্ন মানুষদের খাবার দিচ্ছেন টটেনহ্যাম ম্যানেজার

ফুটবল কোচ যখন করোনা যোদ্ধা, পথে নেমে বিপন্ন মানুষদের খাবার দিচ্ছেন টটেনহ্যাম ম্যানেজার

  • |
Google Oneindia Bengali News

করোনা যুদ্ধে ফুটবলাররা কেউ পারিশ্রমিক দান করেছেন, কেউ উপার্জন থেকে দরাজ হাতে কোভিড ত্রাণে সাহায্য করেছেন। এবার অভিনব ভাবে সাহায্য করছেন ফুটবল কোচ জোসে মোরিনহো। দি স্পেশাল ওয়ান কী করলেন একনজরে দেখে নেওয়া যাক।

করোনার কারণে বন্ধ খেলা

করোনার কারণে বন্ধ খেলা

করোনা ভাইরাসের থাবায় মার্চ মাস থেকে খেলার দুনিয়া বন্ধ রয়েছে। বিশ্বের প্রতিটি দেশে এখন করোনার করাল গ্রাসে ধুঁকছে। লকডাউনে যোগাযোগ বন্ধ। এই পরিস্থিতিতে ফুটবল মাঠগুলিতে তালা ঝুলছে। ফুটবলার থেকে কোচ, সবারই এখন ছুটি। তবে বিশ্ব সংকটের মুহুর্তে এভাবে নিছক বিশ্রামের মেজাজে সময় নষ্ট করতে রাজি নন জোসে মোরিনহো।

সাধারণ মানুষদের পাশে দাঁড়ালেন মোরিনহো

সাধারণ মানুষদের পাশে দাঁড়ালেন মোরিনহো

টটেনহ্যাম ম্যানেজার করোনা মোকাবিলায় সময়কে বিপন্ন সাধারণ মানুষদের পাশে দাঁড়ালেন। উত্তর লন্ডনের এনফিল্ডে রয়েছেন মোরিনহো। সেখানে হ্যারি কেনদের ম্যানেজার করোনা লড়াইয়ে এক স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে বাড়ি বাড়ি গিয়ে খাবার বিতরণ করছেন।

দুই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত মোরিনহো

দুই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত মোরিনহো

‘লাভ ইয়োর ডোরস্টেপ' এবং ‘এজইউকে' নামে দুটি স্বেচ্ছাসেবী সংস্থা লন্ডনে করোনা সংকটে কাজ করে চলেছে। তার সঙ্গে মোরিনহো যুক্ত রয়েছেন। মুখে মাস্ক পরে ক্লাব থেকে খাবার বয়ে গাড়িতে তুলছেন মোরিনহো। এরপর মানুষের বাড়ি বাডি গিয়ে বিলি করে আসছেন প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যানেজার। এই মুহূর্তে টেটনহ্যাম ক্লাবের একটি অংশ করোনা সংকটে খুলে দেওয়া হয়েছে। যেখানে দুর্যোগ মোকাবিলার দিনগুলিতে খাবার মজুত ও বিতরণের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

ক্লাবের ইনস্টাগ্রামে ছবি পোস্ট

ক্লাবের ইনস্টাগ্রামে মোরিনহোর ছবি পোস্ট করা হয়েছে। স্পেশাল ওয়ান কোচের এই উদ্যোগের সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে।

মেডিক্যাল কমিটির বক্তব্য

মেডিক্যাল কমিটির বক্তব্য

ফিফা মেডিক্যাল কমিটির সদস্য মিশেল হুগ জানিয়েছেন, ' এতদিন বেশিরভাগ ফুটবলারদেরই খেলার সময় মাঠে থুতু ফেলতে দেখা গিয়েছে। এই ছবি আমরা দেখে এসেছি। স্বাস্থ্যকর না হলেও ফুটবল মাঠে এটা স্বাভাবিক ছবিতে পরিণত হয়েছে। করোনর পর ফের যখন মাঠে যখন বল গড়াবে তখন আমাদের মাঠে থুতু ফেলার বিষয়টি একেবারে এড়িয়ে চলতে হবে। এই কারণে হলুদ কার্ডের নিয়ম নিয়ে ভাবা হচ্ছে।'

ছবি সৌজন্যে টটেনহ্যামের ইনস্টাগ্রাম

লকডাউনে বাইচুং ভুটিয়ার উদ্যোগে দুঃস্থ-দরিদ্রদের খাদ্যসামগ্রী বিতরণলকডাউনে বাইচুং ভুটিয়ার উদ্যোগে দুঃস্থ-দরিদ্রদের খাদ্যসামগ্রী বিতরণ

English summary
jose Mourinho helps to distribute food to needy people during CoronaViurs pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X