For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর্জেন্তিনা বধের নায়ক কে এই এমবাপে, জেনে নিন

আর্জেন্তিনার বিরুদ্ধে দুই গোল করে ম্যাচের সেরা হওয়া এমবাপের সম্পর্কে কিছু তথ্য জেনে নিন।

Google Oneindia Bengali News

ফুটবল বিশ্বে নতুন নক্ষত্রের জন্ম দিল ২০১৮ রাশিয়া বিশ্বকাপ। এক নক্ষত্রের বিদায়ী মঞ্চেই আর্বিভাব হল নতুন তারকার। অপ্রত্যাশিত হলেও প্রথম জন লিওনেল মেসি এবং অপর জন কিলিয়ান এমবাপে।

আর্জেন্তিনা বধের নায়ক কে এই এমবাপে, জেনে নিন

১৯ বছর বয়সী এই তরুণ প্রতিভার কাছেই শেষ হল লিওনেল মেসির আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ের স্বপ্ন। তাঁর দৌড় এবং স্কিলের কাছেই হার মানল আর্জেন্তিনার রক্ষণভাগের খেলোয়াড়েরা। গোটা ম্যাচে ফ্রান্স যে চারটি গোল করেছে, তার মধ্যে তিনটির কারিগড়-ই হলেন এই অনূর্ধ্ব-২০ ফুটবলার। একটি পেনাল্টি আদায় করে এবং দু'টি গোল করে চুম্বকে এখন একটাই নাম কিলিয়ান এমবাপে। আর্জেন্তিনার বিরুদ্ধে ম্যাচের সেরাও হয়েছেন তিনি।

আর্জেন্তিনা বধের নায়কের ফ্রান্সের জার্সিতে প্রথম অভিষেক হয় ২০১৭ সালের ২৫ মার্চ। ৩১ অগস্ট নেদারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে ফ্রান্সের সিনিয়ার দলের জার্সিতে প্রথম গোল করেন এমবাপে। এই এমবাপের দুরন্ত পারফরম্যান্সের কারণেই ১৭ বছর পর লিগা ওয়ান চ্যাম্পিয়ন হয় মোনাকো। এমবাপের খেলায় প্রভাবিত হয়ে তাঁকে প্রথমে মোনাকো থেকে লোনে হয় প্যারিস সাঁ জাঁ এবং পরে রেকর্ড অর্থে তাঁকে নিজেদের দলে পাকাপাকি ভাবে সই করায় প্যারিস সাঁ জাঁ।

এমবাপে ফ্রান্সে জন্মালেও এবং ফ্রান্সের হয়ে খেললেও তাঁর বাবা উইফ্রেড কিন্তু ক্যামরুনের মানুষ। উইলফ্রেড নিজেও ফুটবলের সঙ্গে জড়িত। দীর্ঘ দিন সুনামের সঙ্গে খেলার পাশাপাশি এখনও কোচিংয়ে যুক্ত রয়েছেন তিনি। এমবাপের মা আলজিরিয়ার মানুষ। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে সামনে রেখে এবং আদর্শ মেনে ফুটবল খেলা শুরু করেন এমবাপে।

English summary
Kylian Mbappe played brilliantly and scored two goals for his team against Argentina in 2018 Fifa world Cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X