For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর্জেন্তিনার ভাল পারফরম্যান্সের জন্য সতীর্থরাও তাকিয়ে মেসির দিকে

ফুটবল বিশেষজ্ঞ থেকে আর্জেন্তাইন সমর্থক, সকলেই ভাল মতো জানেন এবং বিশ্বাস করেন যে আসন্ন রাশিয়া বিশ্বকাপে আর্জেন্তিনার পারফরম্যান্সের অধিকাংশই নির্ভর করবে লিওনেল মেসির উপর।

Google Oneindia Bengali News

ফুটবল বিশেষজ্ঞ থেকে আর্জেন্তাইন সমর্থক, সকলেই ভাল মতো জানেন এবং বিশ্বাস করেন যে আসন্ন রাশিয়া বিশ্বকাপে আর্জেন্তিনার পারফরম্যান্সের অধিকাংশই নির্ভর করবে লিওনেল মেসির উপর।

আর্জেন্তিনার ভাল পারফরম্যান্সের জন্য সতীর্থরাও তাকিয়ে মেসির দিকে

অতীতেও দেখা গিয়েছে মেসি বিহীন আর্জেন্তিনা দলকে পর্যুদস্ত হতে। যার সাম্প্রতিক উদাহরণ স্পেনের বিরুদ্ধে আর্জেন্তিনার ৬-১ গোলে হার।

মেসির উপর আর্জেন্তিনা যে অনেকটাই নির্ভরশীল তা পরক্ষভাবে প্রকাশ পেল আর্জেন্তাইন তারক মার্কোস রোহোর কথায়।

বিশ্বকাপে গ্রুপ ডি আর্জেন্তিনার সঙ্গে রয়েছে নাইজেরীয়া, আইসল্যান্ড এবং ক্রোয়েশিয়া। গ্রুপ পর্বের ম্যাচ নিয়ে আলোচণা করতে গিয়ে রোহো বলেন, 'যখন আর্জেন্তিনার জার্সি আমরা গায়ে চাপাই, তখন নিজেদের সব কিছু মাঠে দিয়ে দিই। গত বিশ্বকাপ যে ভাবে আমরা খেতাব হাতছাড়া করতে হয়েছ, সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। সমর্থকদের ফের একবার ট্রফি জয়ের আনন্দ দেওয়ার জন্য আমাদের দ্বারা যা কিছু সম্ভব হবে আমরা করব।'

গ্রুপ লিগে নাইজেরিয়ার বিরুদ্ধে খেলার প্রসঙ্গ তুলে এনে রোহো বলেন, 'আবারও আমাদের গ্রুপে রয়েছে নাইজেরিয়া। আমার মনে হয় এটা নিয়ে তিন বা চারবার আমরা বিশ্বকাপে নাইজেরিয়ার সঙ্গে একই গ্রুপে পরলাম। নাইজেরিয়া ছাড়াও অবশ্য ক্রোয়েশিয়া এবং আইসল্যান্ডের মতো দেশ রয়েছে আমাদের গ্রুপে। আশা করি লিওনেল মেসি ফর্মে থাকবে এবং আমাদের জন্য কিছু করবে গ্রুপ থেকে ভাল ভাবে পরের রাউন্ডে যাওয়ার জন্য।'

[আরও পড়ুন: দশ দিনের সফর সেরে বার্সাকে বিদায় আর্জেন্তিনার][আরও পড়ুন: দশ দিনের সফর সেরে বার্সাকে বিদায় আর্জেন্তিনার]

২০১৪ ফিফা বিশ্বকাপে গ্রুপের খেলায় নাইজেরিয়ার বিরুদ্ধে গোল ছিল রোহোর। ম্যাচটি ৩-২ গোলে জেতে আর্জেন্তিনা।

এখন দেখার শেষ পর্যন্ত মেসির কাঁধে ভর করে ২০১৪ বিশ্বকাপের ভুলকে শুধরে খেতাব জিততে পারে কি না আর্জেন্তিনা!

English summary
Argentinean defender Marcos Rojo says that he believes messi will do something for better result of argentina in 2018 fifa world cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X