For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭২ ঘন্টার ম্যারাথন জার্নি! কীভাবে ঘরে ফিরলেন মোহনবাগান ইস্টবেঙ্গলের পাহাড়ি ফুটবলাররা

৭২ ঘন্টার ম্যারাথান জার্নি! কীভাবে ঘরে ফিরলেন মোহনবাগান ইস্টবেঙ্গলের পাহাড়ি ফুটবলাররা

  • |
Google Oneindia Bengali News

করোনার প্রকোপে দেশজুড়ে লকডাউন। ভারত করোনা সংক্রমিত বাড়ার কারণে ১৭ মে পর্যন্ত লকডাউন চলবে। এই পরিস্থিতিতে দেশ জুড়ে যোগাযোগ বন্ধ। এমন অবস্থায় প্রাণের ঝুঁকি নিয়েই মোহন বাগান-ইস্টবেঙ্গলে খেলা পাহাড়ি ফুটবলাররা আইজল যাত্রা করেন। অবশেষে ম্যারাথন জার্নি শেষে তারা ঘরে ফিরেছেন।

করোনায় বন্ধ গণপরিবহন

করোনায় বন্ধ গণপরিবহন

করোনা কারণে লকডাউনে গণপরিবহন বন্ধ থাকার কারণে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া অসম্ভব হয়ে উঠেছে।

৩০ ঘন্টার বাস জার্নিতে কলকাতা থেকে দিল্লি গিয়েছিল স্প্যানিশ ব্রিগেড

৩০ ঘন্টার বাস জার্নিতে কলকাতা থেকে দিল্লি গিয়েছিল স্প্যানিশ ব্রিগেড

এই পরিস্থিতিতে স্প্যানিশ দূতাবাসের সাহায্য গত রবিবার কলকাতা থেকে মোহনবাগান-ইস্টেবেঙ্গলে খেলা স্প্যানিশ ফুটবলার-কোচেরা স্পেনের উদ্দেশে রওনা দিয়ে বুধবার ঘরে ফিরে গিয়েছেন। কলকাতা থেকে ৩০ ঘন্টা বাসে জার্নি করে তারা দিল্লিতে পৌঁছে বিমান ধরেন। তবে ভিনরাজ্য থেকে ময়দানে খেলা ফুটবলারদের কিন্তু ভাগ্য সুপ্রসন্ন নয়।

প্রাণের ঝুঁকি নিয়ে ঘরে ফিরল ময়দানের মিজো ব্রিগেড

প্রাণের ঝুঁকি নিয়ে ঘরে ফিরল ময়দানের মিজো ব্রিগেড

সংকটজনক পরিস্থিতিতে প্রাণের ঝুঁকি নিয়েই মোহন-ইস্টে খেলা মিজো ব্রিগেড ঘরে ফেরার যাত্রা শুরু করেন।

ফুটবলাররা কবে যাত্রা শুরু করেন

ফুটবলাররা কবে যাত্রা শুরু করেন

প্রয়োজনীয় অনুমতি জোগাড় করে গাড়িতে কলকাতা থেকে মিজোয়ানের উদ্দেশ্য ময়দানের দুই প্রধানে খেলা মিজো ফুটবলাররা যাত্রা শুরু করেছিলেন। শুক্রবার সকাল ১১ টায় পাঁচটি গাড়িতে ফুটবলাররা রওনা দেন।

কলকাতা থেকে মোট কতজন ফুটবলার ফিরলেন

কলকাতা থেকে মোট কতজন ফুটবলার ফিরলেন

ময়দানে খেলা ভিনরাজ্যের মোট ১৪ জন ফুটবলার পাঁচটি গাড়িতে চেপে বাড়ি ফিরলেন। তালিকায় ইস্টবেঙ্গলের ব্রেন্ডন, এডমান্ড, ডিকারা রয়েছেন। সেই সঙ্গে মোহনবাগানের গত মরসুমের চুলোভা,কিমকিমারাও ছিলেন।

রাস্তার চাদর বিছিয়ে শুলেন ফুটবলাররা

রাস্তার চাদর বিছিয়ে শুলেন ফুটবলাররা

৭২ ঘন্টার ম্যারাথন জার্নিতে রাস্তায় ফুটবলারদের বারবার জেরার মুখে পড়ত হয়েছে। পুলিশকে কাগজ দেখিয়ে অনুমতি কথা জানাতে হয়েছে। সেই সঙ্গে এই লকডাউনে পাহাড়ি এলাকায় রাতে গাড়ি চালানো ঝুঁকি না নিয়ে ডিকা,কিমকিমারা রাস্তায় চাদর বিছিয়ে শুয়েছেন।

ফুটবলাররা কবে বাড়ি পৌঁছলেন

ফুটবলাররা কবে বাড়ি পৌঁছলেন

স্ত্রী অন্ত:সত্ত্বা, তাই বাড়ি ফিরতে মুখিয়ে ফুটবলার মোহনবাগানের কিমকিমার স্ত্রী অন্ত:সত্ত্বা। যেকারণে বাড়ি ফিরতে মুখিয়ে ছিলেন তিনি। এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে এই লকডাউনে পাহাড়ি রাস্তায় গাড়ি চালিয়েই বাড়িতে পৌঁছলেন কিমকিমা। সোমবার ফুটবলাররা যে যার বাড়ি পৌঁছেছেন।

খাবারের যোগান

খাবারের যোগান

কলকাতা থেকে দীর্ঘ পথ নিজেদের গাড়ি নিজেরাই চালিয়ে ফিরেছেন কিমকিমারা। কলকাতা থেকে ডিম ভাত ও অনান্য খাদ্যসামগ্রী মজুত করে নিয়ে যাত্রা শুরু করেছিলেন ফুটবলাররা।

একনজরে ময়দানের স্প্যানিশ ব্রিগেডের ম্যারাথন জার্নি

একনজরে ময়দানের স্প্যানিশ ব্রিগেডের ম্যারাথন জার্নি

বুধবার স্পেন পৌঁছন ময়দানের দুই প্রধানের স্প্যানিশ ব্রিগেড অন্যদিকে দুই প্রধানের স্প্যানিশ ফুটবলাররা বুধবার স্পেনে পৌঁছন। মঙ্গলবার সকাল ৩টের বিমান প্রায় ৯ ঘন্টার যাত্রা করে ভারতীয় সময় ১২ টার পর দল আমস্টারডাম বিমানবন্দরে পৌঁছয়। সেখানে মঙ্গলবার কোচ-ফুটবলার-সার্পোট স্টাফরা স্থানীয় হোটেলে বিশ্রাম নেন। এরপর বুধবার দুপুর ৩টেতে স্পেনের রাজধানীতে পৌঁছে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। প্রত্যেকেই বাড়ি ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকছেন।

English summary
Mohun Bagan and East Bengal's Footballers take 72 hrs long journey to reach home in Aizawl during Corona Lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X