For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডার্বি ম্যাচের টিকিটের দাম ফেরত চেয়ে ইস্টবেঙ্গলকে চিঠি দিল মোহনবাগান

ডার্বি ম্যাচের টিকিটের দাম ফেরত চেয়ে ইস্টবেঙ্গলকে চিঠি দিল মোহনবাগান

  • |
Google Oneindia Bengali News

ভারতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় মার্চ মাস থেকে দেশে সবধরনের ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ। স্থগিত হয়েছে আইপিএল, বাতিল আইলিগের অবশিষ্ট সব ম্যাচ। এর আগে ১৫ মার্চ ডার্বি ম্যাচ করোনার কারণে স্থগিত রাখা হয়েছিল। পরে দেশজুড়ে ভাইরাস প্রাণঘাতী রূপ ধারণ করার পর সেই ডার্বি বাতিল হয়। ফেডারেশন গত সপ্তাহে লিগ কমিটি বৈঠক করে মোহনবাগানকে চ্যাম্পিয়ন ও করোনায় আটকে থাকা লিগের বাকি সব ম্যাচ বাতিল করেছে। যার পর বাতিল হয়ে যাওয়া ডার্বি ম্যাচের টিকিটের দাম ফেরত চেয়ে ইস্টবেঙ্গলকে চিঠি দিল মোহনবাগান। কোয়েস ইস্টবেঙ্গলের অন্যতম কর্তা সঞ্জিত সেনকে মোহনবাগান টিকিটের দাম ফেরত চেয়ে চিঠি দিয়েছে।

দ্বিতীয় ডার্বির দিনক্ষণ

দ্বিতীয় ডার্বির দিনক্ষণ

১৫ মার্চ যুবভারতীতে আই লিগের দ্বিতীয় দফার ডার্বির হওয়ার কথা ছিল। ইস্টবেঙ্গল লিগের দ্বিতীয় এই ডার্বি ম্যাচের আয়োজক ছিল।শেষ পর্যন্ত অবশ্য করোনার কারণে ম্যাচটি বাতিল হয়েছে।

বাগান সমর্থকদের অগ্রিম টিকিট বুকিং

বাগান সমর্থকদের অগ্রিম টিকিট বুকিং

মেগা ডার্বির টিকিটের হাহাকারের কথা মাথায় রেখে আগেই মোহনবাগান সমর্থকরা ১৫ মার্চের অগ্রিম ডার্বি টিকিট কেটে ফেলেন। সেই সঙ্গে ডার্বি ম্যাচে লিগের চ্যাম্পিয়নশিপ ফয়সলার হওয়ার সম্ভাবনা ছিল। যদিও কল্যাণীতে তার আগের ম্যাচে মোহনবাগান আইজলকে হারিয়ে পয়েন্টে তালিকায় অনেক এগিয়ে থাকার কারণে চ্যাম্পিয়ন হয়। সেই সঙ্গে আই লিগের ইতিহাসে ১৫ মার্চের ডার্বিই শেষ ডার্বি ছিল। সব মিলিয়ে ডার্বির টিকিটের চাহিদা ছিল তুঙ্গে।

টিকিটের টাকা পেতে সমস্যায় ফ্যানেরা

টিকিটের টাকা পেতে সমস্যায় ফ্যানেরা

পরে ম্যাচ বাতিল হতে সেই টিকিটের রিটার্ন পেতে বাগান ফ্যানেরা সমস্যা পড়েন। যা দেখে আসরে নামল মোহনবাগান। ক্লাবের পক্ষ থেকে ইস্টবেঙ্গল ক্লাবের কোয়েস প্রতিনিধি সঞ্জিত সেনকে ডার্বি টিকিটের টাকা ফ্যানেরা কীভাবে ফেরত পেতে পারে, তা জানতে চাওয়া হয়েছে।

কীভাবে টিকিটের অর্থ ফেরত পাবেন,জানাল ইস্টবেঙ্গল

কীভাবে টিকিটের অর্থ ফেরত পাবেন,জানাল ইস্টবেঙ্গল

মোহনবাগানের চিঠি পেয়ে কোয়েস ইস্টবেঙ্গল এফসির পক্ষ থেকে টিকিটের অর্থ কীভাবে ফিরিয়ে দেওয়া হবে জানানো হয়েছে। অনলাইনে কাটা টিকিট ৯ এপ্রিল থেকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে লকডাউনের কারণে অফলাইনের টিকিটের মূল্য এখন ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না। লকডাউন উঠলে ফ্যানেদের তা ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে।

English summary
mohun bagan demands cancel derby match ticket refund from quess east bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X