For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার রক্তচক্ষু উপেক্ষা করে শপিং করতে বেরিয়েছিলেন ফুটবলার, তারপর চরম যে পরিণতি হল

করোনার রক্তচক্ষু উপেক্ষা করে শপিং করতে বেরোলেন ফ্রান্সের ফুটবলার, চরম পরিণতি যা হল

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের রক্তচক্ষু উপেক্ষা করে বিপদ ডেকে নিয়ে এলেন ফুটবলার। ঘটনা ফ্রান্সে। প্রাণঘাতী করোনার সংক্রমণে কোমায় মৃত্যুর সঙ্গে এখন লড়াই চালাচ্ছেন সেদেশের এক ফুটবলার।

করোনা রক্তচক্ষু উপেক্ষা করে শপিং করতে বেরালেন ফ্রান্সের ফুটবলার, চরম পরিণতি যা হল

বিশ্বজুড়ে করোনা ভাইরাস মারণ মহামারীতে পরিণত হওয়ার পর থেকে সবাইকে সাবধান করা হচ্ছে। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ এখন লকডাউন পরিস্থিতি। পদে পদে বিপদ আঁচ করেও ফ্রান্সের মপেঁলিয়ারে শপিং করতে বেরিয়ে মারণ ভাইরাসে সংক্রমিত হয়ে লড়াই চালাচ্ছেন ফারাসি লিগে খেলা মিডফিল্ডার জুনিয়র সাম্বিয়া।

সম্প্রতি তাঁর শারীরিক অবনতি হতে শুরু করে। ডায়েরিয়া, হজমের সমস্যা, শ্বাসকষ্ট করোনার একাধিক উপসর্গ নিয়ে সমস্যা পড়েন ঐ ফুটবলার। একের পর এক শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে। মাত্র ২৩ বছর বয়সী ঐ ফুটবলারের সাম্বিয়াকে এরপর সংকটজনক হওয়ায় আপাতত তাঁকে কৃত্রিম কোমার রাখা হয়েছে।

সাম্বিয়ার এজেন্ট জানিয়েছেন, শরীরে করোনায় আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দেওয়ায় টেস্ট করানো হয়। সম্ভবত খাবার থেকে শুরু করে অতিপ্রয়োজনীয় সামগ্রী কিনতে শপিংয়ে গিয়ে করোনায় সংক্রমিত হয়েছেন। সঙ্গে চলতি সপ্তাহের শুরুতে পাল্লা দিতে ফুটবলারের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু হতে করলে কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে ফুটবলারের শরীর অবস্থার কোনও উন্নতি হয়নি। তবে সাম্বিয়া স্থিতিশীল রয়েছেন।

প্রসঙ্গত মার্চে দ্বিতীয় সপ্তাহ থেকেই ফ্রান্স করোনা মহামারীর আকার ধারণ করে। তবে এতদিন লিগ ওয়ানের কোনও ফুটবলারের আক্রান্ত হওয়ার খবর মেলেনি। এপ্রিলের শেষ সপ্তাহে এসে এবার ফ্রান্সের শীর্ষস্থানীয় লিগের ফুটবলার আক্রান্ত হলেন।

English summary
Montpellier's Junior Sambia become the first Ligue 1 player contract with coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X