For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে নামার আগেই গভীর সঙ্কটে ইরান

বিশ্বকাপ শুরুর আগেই জোর ধাক্কা খেল ইরান। আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ইরানের জাতীয় দলের ফুটবলারদের আর বুট দেওয়া সম্ভব হবে না বলে জানিয়ে দিল মার্কিন সংস্থা নাইকি।

Google Oneindia Bengali News

বিশ্বকাপ শুরুর আগেই জোর ধাক্কা খেল ইরান। ইরান-আমেরিকার কূটনৈতিক সম্পর্কের ছায়া এবার ফুটবলেও। আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ইরানের জাতীয় দলের ফুটবলারদের আর বুট দেওয়া সম্ভব হবে না বলে জানিয়ে দিল মার্কিন সংস্থা নাইকি।

বিশ্বকাপে নামার আগেই গভীর সঙ্কটে ইরান

নাইকির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে আমারিকার সংস্থা হওয়ার কারণে ইরানের জাতীয় দলকে আর জুতো দিতে পারবেন না তাঁরা।

উল্লেখ্য, গত মাসের গোড়াতেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল করেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

ইরান সন্ত্রাসবাদকে সমর্থন করছে, এই যুক্তিতে ইরানের সঙ্গে চুক্তি বাতিল করেন ট্রাম্প। পাশাপাশি ট্রাম্প ইরানের উপরে পারমাণবিক এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞীও আরোপ করেন। আর এরই ফল হিসেবে বিশ্বকাপের আগে মার্কিন সংস্থা হওয়ায় ইরানের জাতীয় দলের পাস থেকে সরে গেল নাইকি। নাইকির পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে যদি তারা আর্থিক বিধিনিষেধ না মানেন তাহলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে তাদের।

যদিও নাইকির এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছেন ইরানের জাতীয় দলের কোচ কার্লোস কুইরোজ। তিনি বলেন, 'ফুটবলাররা নাইকির সরঞ্জামের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিল। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় নামার আগে সেই অভ্যাসটা আমার দলের ফুটবলারদের পাল্টাতে বাধ্য করা হল। এটা একেবারেই ঠিক নয়। ফিফাকে অনুরোধ করছি বিষয়টা যেন গুরুত্ব সহকারে দেখা হয়।'

সেই ইরানের কোচই নয়, নাইকির এই সিদ্ধান্তে ক্রুদ্ধ ইরানের সমর্থকেরাও। ১৫ জুন মরক্কোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে ইরান।

English summary
Nike refuse to provide boots to the national players of iran ahead of world cup 2018.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X