For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফাঁকা গ্যালারিতে ম্যাচের দিন শেষ! ১৩ হাজার বিকল্প দর্শকের সামনে ম্যাচ বুন্দেসলিগায়,দেখুন ভিডিও

ফাঁকা গ্যালারিতে ম্যাচের দিন শেষ! ১৩ হাজার বিকল্প দর্শকের সামনে ম্যাচ বুন্দেসলিগায়,দেখুন ভিডিও

  • |
Google Oneindia Bengali News

করোনা আবহের মাঝে ফুটবলের দামামা বেজেছে। ১৬ মে থেকে জার্মানির বুন্দেসলিগার ঢাকে কাঠি। অন্যদিকে ৮ মে দক্ষিণ কোরিয়ায় কে লিগ শুরু হয়েছে। দুই লিগেই ফাঁকা গ্যালারির সামনে ম্যাচ হচ্ছে। যাতে ফুটবলারদের মনোবল ধাক্কা খাচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্টমহল। এই সমস্যা কাটাতেই এবার জার্মানির বুন্দেসলিগার এক ক্লাব অভিনব পথ বের করে ফেলল।

মাঠে সেক্স ডল

মাঝে কে লিগে এফ সি সিওল ক্লাব ফুটবলারদের মনোবল বাড়াতে গ্যালারিতে সেক্স ডল রাখে। দর্শকাসনে পুতুল দেখে ফুটবলাররা দর্শকদের সামনে খেলার অনুভূতি পাবে এই ধারনায় সেক্স ডল রেখেছিল এফ সি সিওল।

মহিলাদের অসম্মান

গ্যালারিতে এভাবে সেক্স ডল রাখায় মহিলা ফুটবল ফ্যানেদের অপমান করা হয় বলে সিওলকে ইতিমধ্যে ৮১ হাজার ডলার অর্থ পেনাল্টি ভরার নির্দেশ দেওয়া হয়েছে।

কী উপায়

তবে করোনা উদ্বেগের মাঝে এভাবে ফাঁকা গ্যালারির সামনে দিনের পর দিন খেলতে হলে ফুটবলারদের মনোবল ধাক্কা খেতে পারে। এই উদ্বেগেই বিকল্প পথ বার করেছে তাক লাগিয়ে দিয়েছে বরুসিয়া মুনশেনগ্ল্যাডবাখ।

সমর্থকদের কাছে আবেদন

বরুসিয়া মুনশেনগ্ল্যাডবাখ ক্লাবের পক্ষ থেকে ফ্যানেদের ক্লাবের স্কার্ফ এবং জার্সি পরে ছবি তুলে পাঠাতে অনুরোধ করা হয়। সেই ছবি কার্ডবোর্ড আকারে গ্যালারির আসনে লাগানো হয়েছিল। মাত্র ২০ ইউরো খরচ করে মাঠ ভরিয়ে ফেলা হয়।

ভুতুড়ে দর্শক

ভুতুড়ে দর্শক সাজিয়ে এভাবে ম্যাচ করা অবশ্য সব দর্শকদের পছন্দ হয়নি। অনেকেই সোশ্যাল মিডিয়ায় দর্শক ছাড়া ফুটবল সম্ভব নয় বলে প্রতিবাদ করেছেন।

বলবীর সিংয়ের প্রয়াণে ব্যথিত নরেন্দ্র মোদী, শোকবার্তা ক্রীড়ামন্ত্রী রিজিজুরবলবীর সিংয়ের প্রয়াণে ব্যথিত নরেন্দ্র মোদী, শোকবার্তা ক্রীড়ামন্ত্রী রিজিজুর

English summary
Post Corona Football infront of 13 thousand crowd, cardboard cutouts in bundesliga
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X