For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাতারে করোনা আক্রান্ত ৩ শ্রমিক, আতুড়ঘর ফের ফুটবল বিশ্বকাপের ভেন্যু

কাতারে করোনা আক্রান্ত ৩ শ্রমিক, আতুড়ঘর ফের ফুটবল বিশ্বকাপের ভেন্যু

  • |
Google Oneindia Bengali News

কাতারের ফুটবল বিশ্বকাপের ভেন্যু থেকে করোনা ভাইরাসের আক্রান্ত আরও তিন শ্রমিকের খোঁজ পাওয়া গিয়েছে। যা প্রশাসনের চিন্তা বাড়িয়েছে। পরিস্থিতির সঙ্গে মোকাবিলার পথ খুঁজছে কাতার। সে দেশে জারি করা হয়েছে লকডাউন।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ২২ লক্ষে পৌঁছে গিয়েছে। মৃতের সংখ্যা প্রায় দেড় লক্ষ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১৩ হাজার। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে চারশো মানুষের। অন্যদিকে কাতারে চার হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

কবে থেকে শুরু ফুটবল বিশ্বকাপ

কবে থেকে শুরু ফুটবল বিশ্বকাপ

২০২২-র ২১ নভেম্বর থেকে কাতারে শুরু হওয়ার কথা ফুটবল বিশ্বকাপ। মোট ৩২টি দেশের এই মেগা টুর্নামেন্ট ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। মধ্যপ্রাচ্যের প্রথম কোনও দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চলেছে কাতার। টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতে সেদেশে প্রস্তুতি চলছে চরমে। মোট পাঁচটি শহরের আটটি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম্যাচ। প্রতিটি স্টেডিয়ামে নতুন করে তৈরি করা হয়েছে।

আক্রান্ত শ্রমিক

আক্রান্ত শ্রমিক

কাতারে বিশ্বকাপ উপলক্ষে স্টেডিয়াম তৈরি করতে গিয়ে আরও তিন শ্রমিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে এ কাজে যুক্ত থেকে মারণ ভাইরাসে আক্রান্ত শ্রমিকের সংখ্যা বেড়ে আট হয়েছে বলে জানিয়েছে টুর্নামেন্টের আয়োজক দ্য সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগেসি। পরিস্থিতি নিয়ে চিন্তিত কাতার প্রশাসন।

সংখ্যা বাড়তে পারে

সংখ্যা বাড়তে পারে

কাতারে ফুটবল বিশ্বকাপের জন্য নির্মিত স্টেডিয়ামে কাজ করা শ্রমিকের সংখ্যা কয়েক হাজার। সেই বিপুল সংখ্যক মানুষের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে পরিস্থিতি যে তাদের হাতের বাইরে চলে যাবে, তা বুঝতে পারছে কাতার প্রশাসন। পরিস্থিতির সঙ্গে মোকাবিলার পথ খুঁজছে তারা।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের পুনঃসম্প্রচারের ধারাভাষ্যে সেই জয়ের দুই নায়ক২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের পুনঃসম্প্রচারের ধারাভাষ্যে সেই জয়ের দুই নায়ক

English summary
Qatar confirms three more coronavirus cases in Football World Cup venues
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X