For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা উদ্বেগ কাটিয়ে মাঠে ফিরেই মেসিকে হারিয়ে দিলেন রোনাল্ডো!

করোনা উদ্বেগ কাটিয়ে মাঠে ফিরেই মেসিকে হারিয়ে দিলেন রোনাল্ডো!

  • |
Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে করোনার চোখরাঙানি,তার মাঝেই ইউরোপে ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আসতে ফুটবলযুদ্ধ শুরু। ইতিমধ্যে জার্মানিতে ১৬ মে থেকে ফুটবলের দামামা বেজে গিয়েছে। এবার জুনে স্পেন ও ইতালির ফুটবল শুরুর আশা। যার আগে প্রস্তুতিতে রোনাল্ডো-মেসির মধ্যে কে কাকে ছাপিয়ে গেলেন দেখে নেওয়া যাক।

কবে শুরু লা-লিগা

কবে শুরু লা-লিগা

স্প্যানিশ প্রধানমন্ত্রী গত সপ্তাহে জানিয়েছেন ৮ জুন সোমবার থেকে লা-লিগা শুরু হতে চলেছে।

কবে শুরু সিরি এ লিগ

কবে শুরু সিরি এ লিগ

প্রাথমিক ভাবে জুনের দ্বিতীয় সপ্তাহে সিরি এ লিগ শুরু হওয়ার কথা থাকলেও ১৪ জুন পর্যন্ত ইতালিতে সব খেলায় স্থগিতাদেশ ঘোষণা করা হয়েছে। ফলে ২০ জুন লিগ শুরুর সম্ভাবনা।

প্রস্তুতিতে মেসি-রোনাল্ডো

প্রস্তুতিতে মেসি-রোনাল্ডো

লা-লিগা ও সিরি এ দুই লিগেই এখন দলগত ট্রেনিং শুরু হয়ে গিয়েছে। ফুটবলারদের নির্দিষ্ট দিন অন্তর করোনা পরীক্ষা ও মাঠে প্রস্তুতিতে ছোট গ্রুপে খেলানো হচ্ছে।

প্রস্ততিতে কে কাকে টেক্কা দিলেন

দুমাসেরও বেশি সময় পর মাঠে ফিরে মেসি ও রোনাল্ডোর চুটিয়ে প্রস্তুতি করেছেন। দুই মহাতারকা নিজেদের ট্রেনিং ক্যাম্পে স্প্রিন্ট, বল পায়ে ট্রেনিং, স্ট্রেচিং থেকে শুরু করে ফিটনেস ট্রেনিং, ড্রিবলিং ও শুটিং প্র্যাকটিস করেন।

মেসি বনাম রোনাল্ডো

শুধু মাঠেই নয়, মাঠের বাইরে করোনা পরবর্তী ফুটবল প্রস্তুতিতে যেন মেসি-রোনাল্ডোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। দুজনের ফুটবল প্রস্তুতির ভিডিও প্রকাশ পেয়েছে। যারপর ফ্যানেরা, দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে দুই মহাতারকার মধ্যে করোনার পর প্রথম ট্রেনিংয়ে কার স্কিল কত ভালো ছিল সেই তুলনায় চর্চা শুরু করে দিয়েছেন। যেখানে অনেকেই মেসির থেকে রোনাল্ডোকে এগিয়ে রাখলেন। ভিডিওতে দেখে গিয়েছে বলে শুট করে একের পর এক বাস্কেট করছেন রোনাল্ডো, সেখানে অন্য এক ভিডিওতে মেসিকে হেড করে বল বাস্কেট করতে দেখা যায়। মাঠে বল গড়ানোর আগেই দুই ফুটবলারের ট্রেনিং ভিডিওতে কে সেরা সেই নিয়ে ফুটবলভক্তদের মধ্যে কথার লড়াই শুরু!

'এ কেমন বন্ধুত্ব'! শাহিদ আফ্রিদির আচরণ নিয়ে এবার সরব তাঁরই প্রাক্তন সতীর্থ 'এ কেমন বন্ধুত্ব'! শাহিদ আফ্রিদির আচরণ নিয়ে এবার সরব তাঁরই প্রাক্তন সতীর্থ

English summary
Ronaldo has shown better football tricks than Lionel Messi after back in training post Corona Pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X