For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার প্রকোপ কাটিয়ে ইতালিতে কবে মাঠে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জেনে নিন

করোনার প্রকোপ কাটিয়ে ইতালিতে কবে মাঠে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

করোনার 'কালবেলা'-য় জোড় ধাক্কা ফুটবলে। মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে পৃথিবীর বিভিন্ন দেশকে লকডাউনের পথে হাঁটতে হয়েছে। যার ফলে দীর্ঘদিন ধরে খেলার মাঠের বিভিন্ন প্রতিযোগিতা বন্ধ। লকডাউনে স্তব্ধ হয়েছে যোগাযোগ। এই পরিস্থিতিতে করোনাকে হারিয়ে কবে থেকে ইতালিতে ফের ফুটবল শুরু হতে পারে, সেদেশের প্রশাসন এই নিয়ে বার্তা দিয়ে দিল।

করোনা ভাইরাসে ইতলিতে ক্ষতি কত?

করোনা ভাইরাসে ইতলিতে ক্ষতি কত?

করোনাভাইরাস ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি ইতালিতে ক্ষতি হয়েছে। ইতালিতে ১ লক্ষ ৯৭ হাজারের বেশি নাগরিক আক্রান্ত হয়েছেন। বিশ্বে আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ইতালি। সেদেশে করোনায় ২৬ হাজারের বেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এখন অবশ্য ইতালিতে পরিস্থিতির উন্নতি হয়েছে। এমন অবস্থায় ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে দ্বিতীয় ধাপে লকডাউন কিছুটা শিথিলের ইঙ্গিত দিয়েছেন। এবার দেশের শীর্ষ ফুটবল লিগ সিরি এ-র খেলোয়াড়দের অনুশীলনেরও অনুমতি দিয়েছেন তিনি।

কবে থেকে ইতিলাতিতে লকডাউন শিথিল?

কবে থেকে ইতিলাতিতে লকডাউন শিথিল?

আগামী ৪ মে থেকে ইতালিতে লকডাউন শিথিল হচ্ছে। এ কারণে ইতালিয়ান সিরি এ ফুটবল লিগের বল গড়ানো নিয়ে প্রস্তুতি শুরু হচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে রোববার দলগুলোকে অনুশীলনে ফেরার অনুমতি দেন। ফলে আগামী মে মাসের প্রথম সপ্তাহে অনুশীলনে ফিরতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো-পাওলো দিবালারা।

ফুটবলকে হাতিয়ার করে দেশকে উজ্জীবিত করার ভাবনা

ফুটবলকে হাতিয়ার করে দেশকে উজ্জীবিত করার ভাবনা

ইতালির প্রধানমন্ত্রী রবিবার বলেছেন, 'লকডাউনে এখন কিছুটা শিথিল করা হচ্ছে। সবার আগে ফুটবল ফিরুক। করোনার কারণে পেশাদার ফুটবলে প্রচুর ক্ষতি হয়েছে। ইতিলীয় ফুটবলকে ফের কীভাবে জাঙ্গা করা যায়, ভেবে দেখা হচ্ছে। ফুটবল দিয়েই ইতালির মানুষকে উজ্জীবিত করার চেষ্টা চালানো হবে। ৪ মে থেকে ফুটবলাররা ব্যক্তিগত অনুশীলন শুরু করতে পারবে। আর ১৮ মে দলগুলি অনুশীলন শুরু করতে পারবে।'

কবে থেকে বন্ধ লিগ

কবে থেকে বন্ধ লিগ

করোনার করাল গ্রাসের কারণে সিরি এ লিগ ৯ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছে। এখনও লিগে ১২ রাউন্ডের খেলা বাকি রয়েছে।১৮ মে থেকে দলগত প্রস্তুতি শুরু হলে স্থগিত লিগের পর্দা দ্রুত উঠতে চলেছে আন্দাজ করা যায়।

ধোনি হয়ত আর ফিরবেন না! কিন্তু মাহির এই গুণের জন্য ভারতীয় দলে তাঁর কোনও বিকল্প নেই, বললেন প্রাক্তন ধোনি হয়ত আর ফিরবেন না! কিন্তু মাহির এই গুণের জন্য ভারতীয় দলে তাঁর কোনও বিকল্প নেই, বললেন প্রাক্তন

English summary
Serie A: Teams set to return to individual training on 4 May, team training on 18th in Italy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X