For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবুজ-মেরুন জার্সিতে কি বদল? এটিকে মোহনবাগানে কি নাম-লোগোয় পরিবর্তন?

সবুজ-মেরুন জার্সিতে কি বদল? এটিকে মোহনবাগানে কি নাম-লোগোয় পরিবর্তন?

  • |
Google Oneindia Bengali News

করোনা ধাক্কায় আটকে খেলার জগৎ। দেশে ক্রীড়াক্ষেত্রে সেপ্টেম্বরের আগে বল গড়ানোর সম্ভবনা নেই,ক্রীড়ামহল এমনটাই মনে করছে। আর এর মাঝেই এবার এটিকে ও মোহনবাগানের সংযুক্তিকরণের পরবর্তী অধ্যায়ে জার্সি-লোগােয় পরিবর্তনের নানা জল্পনা নিয়ে ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

অতীতে এটিকে কর্ণাধার কী বলেছেন

অতীতে এটিকে কর্ণাধার কী বলেছেন

অতীতে মোহনবাগানের শেয়ার কেনার সময় এটিকের পক্ষ থেকে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছিলেন,'মোহনবাগান ক্লাবের শতাব্দীপ্রাচীন ঐতিহ্য স্বগৌরবে ধরে রাখা হবে। এটিকে ক্লাব মোহনবাগানের কাছে শিশু! কয়েকদিনের ক্লাব,সেখানে মোহনবাগান একশো বছরেরও বেশি পুরনো। সেই গরিমা ধরে রেখেই নতুন ক্লাবে পথ চলা শুরু হবে।'

মোহনবাগানের কত শতাংশ শেয়ারের অধিকারী এটিকে

মোহনবাগানের কত শতাংশ শেয়ারের অধিকারী এটিকে

এটিকে সঙ্গে গাঁটছাড়া বেধে ২০২০-২১ ফুটবল মরসুমে আইএসএলে খেলতে চলেছে মোহনবাগান। ক্লাবের ৮০ শতাংশ শেয়ারের মালিক এটিকে।

অংশীদারিত্বের প্রভাব কি পড়তে পারে?

অংশীদারিত্বের প্রভাব কি পড়তে পারে?

নতুন ক্লাবের লোগো-জার্সিতে অংশীদারিত্বের বেশি-কমের কোনও প্রভাব পড়বে না বলে এটিকে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা জানিয়ে রেখেছেন।

নতুন ক্লাবের জার্সি ও লোগো কি হতে চলেছে?

নতুন ক্লাবের জার্সি ও লোগো কি হতে চলেছে?

এটিকে-র জনসংযোগ আধিকারিক জয়নীল মুখোপাধ্যায় জানিয়েছেন করোনা কারণে পুরো বিষয়টি নিয়ে আলোচনা এখন স্থগিত রয়েছে। বোর্ড মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জার্সি ও লোগো নিয়ে কবে মিটিং

জার্সি ও লোগো নিয়ে কবে মিটিং

১৭ মে পর্যন্ত তৃতীয় দফার লকডাউন দীর্ঘায়িত করা হয়েছে। ফলে লকডাউনে উঠে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে জুনে এই নিয়ে বৈঠকের পরিকল্পনা রয়েছে। লকডাউনের মেয়াদ বাড়লে সেই বৈঠক জুলাইয়ে পিছিয়ে যেতে পারে। বৈঠক হলেই সমর্থকরা চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবেন বলে জানানো হয়েছে।

নাম চূড়ান্ত

নাম চূড়ান্ত

নামের ক্ষেত্রে আগে এটিকে পরে মোহনবাগান বসতে চলেছে । ইউ বি-র সঙ্গে চুক্তির সময় মোহনবাগানের আগে ম্যাকডয়েল নামটি বসেছিল । একইভাবে এবার মোহনবাগানের আগে এটিকে বসানোর কথা হচ্ছে।

লোগোতে কি বদল

লোগোতে কি বদল

শোনা যাচ্ছে, নতুন লোগোর নকশা তৈরির ব্যাপারে একটি বিখ্যাত কোম্পানিকে বরাত দেওয়া হয়েছে। জুনের বৈঠকে তারা কয়েকটি নমুনা তৈরি করে পেশ করবেন। আলোচনার মাধ্যমে সেখান থেকে নকশা বেছে নেওয়া হতে পারে।

জার্সি নিয়ে সিদ্ধান্ত

জার্সি নিয়ে সিদ্ধান্ত

তবে সবুজ মেরুন জার্সিতে কোনও বদল আনা হচ্ছে না।সমর্থকদের ভাবাবেগের কথা চিন্তা করেই জার্সি সবুজ-মেরুনই থাকছে। সেক্ষেত্রে বোর্ডের সিদ্ধান্তের উপরই সবকিছু নির্ভর করছে। লকডাউনে উঠলেই এই নিয়ে ছবিটা পরিষ্কার হতে চলেছে বলা যায়।

English summary
speculation of change in name logo instead green maroon in atk-mohunbagan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X