For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফ্রান্স বধের লক্ষ্যে উরুগুয়ের নজর থাকবে এদের দিকে

রাশিয়া বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নামছে উরুগুয়ে। এই ম্যাচে ফ্রান্সকে হারেতে পারলেই কাপ জয়ের আরও এক ধাপ সামনে পৌঁছে যাবে অস্কার তাবারেজের দল।

Google Oneindia Bengali News

রাশিয়া বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে উরুগুয়ে। প্রি কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারানোর পর আজ শেষ চারে পৌঁছনোর লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি তারা। এই ম্যাচে যদি উরুগুয়ে নিজেদের ফর্ম ধরে রাখতে পারে তাহলে শেষ চারে পৌঁছতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় লাতিন আমেরিকার দলটির।

তবে, কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ফ্রান্সকে একেবারেই হালকা ভাবে নিচ্ছে না উরুগুয়ে। আর্জেন্তিনাকে হারানো ফ্রান্সের বিরুদ্ধে সাবধানী হয়েই মাঠে নামতে চাইছে তারা। জেনে নিন, ফ্রান্সের বিরুদ্ধে কোন ফুটবলাররা ভরসা হতে চলেছেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেজের।

লুইস সুয়ারেজ

লুইস সুয়ারেজ

এই দলের মূল কাণ্ডারী হলেন সুয়ারেজ। দেশের জার্সিতে শততম ম্যাচটি এই বিশ্বকাপেই খেলেছেন তিনি। পর্তুগালকে হারনোর পিছনে কাভানির গোল থাকলেও, অ্যাসিস্ট ছিল সুয়ারেজের। এই ম্যাচেও বার্সেলোনার এই তারকার উপর নজর থাকবে উরুগুয়ের।

এডিনসন কাভানি

এডিনসন কাভানি

প্যারিস সাঁ জাঁ-এর এই তারকার কাছেই শেষ হয়ে গিয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর স্বপ্ন। কাভানির অনবদ্য পারফরম্যান্সই বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে রোনাল্ডোর পর্তুগালকে। তবে, সেই ম্যাচে চোট পেয়েছিলেন কাভানি। উরুগুয়ে টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, ফ্রান্সের বিরুদ্ধে খেলতে সমস্যা হবে না তাঁর। ফলে কাভানি খেললে এই ম্যাচে তিনিই হতে চলেছেন উরুগুয়ের প্রধান বাজি।

দিয়েগো গডিন

দিয়েগো গডিন

অধিনায়ক গডিনের উপর অনেকটাই এই ম্যাচের ভাগ্য নির্ভর করবে উরুগুয়ের। লাতিন আমেরিকার দলটির ডিফেন্সে গডিনের কোনও বিকল্প নেই। আতলেতিকো মাদ্রিদের এই তারকা, ডিফেন্সের পাশাপাশি ঝটিকা আক্রমণেও উঠে আসেন। এই ম্যাচে গডিন কেমন খেলেন তার উপরও নির্ভর করবে অনেক কিছু।
দলের তারকা ফুটবলারদের পাশাপাশি উরুগুয়ের ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করবে প্রবীন কোচ অস্কার তাবারেজের মগজাস্ত্রের উপরও।

অস্কার তাবারেজ

অস্কার তাবারেজ

২০০৬ সাল থেকে দলটির সঙ্গে যুক্ত রয়েছেন অস্কার। তাঁর কোচিংয়ে চারবার কোপা আমেরিকায় অংশ নেয় উরুগুয়ে। ২০১১ সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় তারা। ২০১০ এবং ২০১৪ ফুটবল বিশ্বকাপেও তাঁর কোচিংয়েই খেলে উরুগুয়ে। এই বিশ্বকাপেও তাঁর মস্তিস্কের কাছে এঁটে উঠতে পারেননি অনেক কোচ।

English summary
Uruguay will face France in quarter final match today. In this match three star players of Uruguay can help them to secure their place in semi final of 2018 fifa world cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X