For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার কারণে চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম বদল? সিদ্ধান্তে মেসি-নেইমার-রোনাল্ডোরা আশাহত হতে পারেন!

করোনার কারণে চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম বদল? সিদ্ধান্তে মেসি-নেইমার-রোনাল্ডোরা আশাহত হতে পারেন!

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের করাল গ্রাসে স্তব্ধ খেলার দুনিয়া। মার্চের প্রথম সপ্তাহ থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত ক্রিকেট থেকে ফুটবলের সব প্রতিযোগিতা এখন বন্ধ রয়েছে। খেলার মাঠগুলিতে এখন তালা ঝুলছে। এই পরিস্থিতিতে বিশ্বে ফুটবল ম্যাচ কবে শুরু হবে নিশ্চিত করে সেই নিয়ে কিছুই বলা যাচ্ছে না। এবার করোনার কারণে চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম বদল আসতে পারে। যে সিদ্ধান্তে মেসি-নেইমার-রোনাল্ডোরা আশাহত হতে পারেন!

ইতালিতে ফুটবল শুরু কবে

ইতালিতে ফুটবল শুরু কবে

আগামী মে মাসের প্রথম সপ্তাহে অনুশীলনে ফিরতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। ১৮ মে ইতালির ক্লাবগুলি দলগত অনুশীলন শুরু করতে পারবে। ৪ মে থেকে ইতালিতে লকডাউন শিথিল হচ্ছে। এ কারণে ইতালিয়ান সিরি এ ফুটবল লিগের বল গড়ানো নিয়ে প্রস্তুতি শুরু হচ্ছে।

ফ্রান্সে কবে শুরু ফুটবল

ফ্রান্সে কবে শুরু ফুটবল

অন্যদিকে সরকার সেপ্টেম্বর পর্যন্ত ফ্রান্সে কোন ফুটবল ম্যাচ আয়োজনের অনুমতি দেয়নি। এমনকি দর্শকশূন্য মাঠেও আয়োজন সম্ভবপর নয় বলে জানিয়ে নেওয়া হয়েছে। ফলে চলতি মরশুমে লিগ ওয়ানের বাকি ম্যাচগুলি বাতিল করে দেওয়া হয়েছে। ফ্রান্সে লকডাউনের মেয়াদ ১১ মে পর্যন্ত ধার্য করা হয়েছে।

ভাইরাসের সংক্রমে দেশের সার্বিক ছবির উপরই এরপর লকডাউন উঠবে কিনা, তা নির্ভর করছে। লকডাউন শিথিল করা হলেও ফ্রান্সের মাঠে এখনই ফুটবল ফিরছে না।

ফ্রান্সের প্রধানন্ত্রী ২০১৯-২০ মরশুমের সব খেলা বাতিল ঘোষণা করে দিয়েছেন। ফলে এই ফুটবল মরসুমে আর নেইমারদের মাঠে নামতে দেখা যাবে না। জনপ্রিয় দল পিএসজি প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগ খেলবে পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগ খেলবে পিএসজি

ফ্রান্সের লিগে তালা ঝুলে গেলেও পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে খেলা চালিয়ে যেতে চায়। পিএসজির মালিক নাসের আল খেলাইফি জানিয়ে দিয়েছেন, 'ফরাসী সরকারের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই। আমরা উয়েফার চুক্তি অনুযায়ী চ্যাম্পিয়ন্স লিগ যখন যেভাবে হবে তা চালিয়ে যেতে চাই। '

চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম বদল নিয়ে ভাবছে উয়েফা

চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম বদল নিয়ে ভাবছে উয়েফা

করোনা কারণে স্থগিত থাকা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলি করার জন্য পরবর্তী সময়ে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ করার কথা ভাবছে উয়েফা। সেক্ষেত্রে লিগের বাকি ম্যাচগুলি একটি দেশেই খেলা হতে পারে। ফলে সব দলের ক্ষেত্রে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। করোনা পরবর্তী সময়ে যাতে ম্যাচ খেলার জন্য যাতাযাত কমানো যায় সেই কারণে নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব ভেবে দেখছে উয়েফা।

English summary
Uefa considering neutral venues for remaining Champions League matches For Corna Pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X