For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহামেডানে নতুন প্রজন্ম, সচিব ওয়াসিম, ফুটবল সচিব পদে কাণ্ডারী দীপেন্দু

মহামেডানে নতুন প্রজন্ম, সচিব ওয়াসিম, ফুটবল সচিব পদে কাণ্ডারী দীপেন্দু

  • |
Google Oneindia Bengali News

করোনা ধাক্কায় ময়দানে খেলা বন্ধ। এর মাঝেই মহামেডান ফুটবল ভক্তদের জন্য সুখবর। কিছুদিন আগেই মহামেডান স্পোর্টিংয়ের সচিব পদ থেকে কামারউদ্দিন পদত্যাগ করেছিলেন। এদিন তাঁর জায়গায় নির্বাচিত হয়ে দায়িত্ব নিলেন নতুন সচিব ওয়াসিম আক্রম। তরুণ কর্তার বয়স মাত্র ৩২। আগামী দিনের তরুণ কর্তার হাত ধরে ১২৯ বছরের ক্লাব এগিয়ে যাবে বলে ফ্যানেরা আসা রাখছেন।

মহামেডানে নতুন প্রজন্ম, সচিব ওয়াসিম, ফুটবল সচিব পদে কাণ্ডারী দীপেন্দু

পাশাপাশি ময়দানের ফুটবল মহলে প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের নাম সাদাকালো সচিব পদে ঘোরাফেরা করছিল। সেই গুঞ্জনে আজ শিলমোহর পড়ল। প্রাক্তন ফুটবলারদের দীপেন্দু মহামেডানের ফুটবল সচিব নির্বাচিত হলেন।

এর আগে সাদা কালো ব্রিগেডে টেকনিক্যাল ডিরেক্টর পদ সামলেছেন দীপেন্দু। এবার ফুটবল সচিব পদে নতুন চ্যালেঞ্জ নিলেন তিনি। ফুটবলার থেকে ক্লাব কর্তা হওয়ার ইতিহাসে শৈলেন মান্না, চুনী গোস্বামী, সত্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে এক তালিকায় ঢুকে পড়লেন দীপেন্দু।

এদিন দায়িত্ব নিয়ে সচিব ওয়াসিম বলেন, ' প্রাথমিক লক্ষ্য এখন একটাই। মহামেডান স্পোটিংকে আই লিগে খেলতে দেখতে চাই।' অন্যদিকে দীপেন্দু বিশ্বাস জানিয়েছেন, 'খারাপ সময় ক্লাবকে পাশে পেয়েছি। এবার সম্মানের সঙ্গে ক্লাবের দায়িত্ব নিয়ে ক্লাবকে প্রতিদান দিতে চাই।'

অন্যদিকে এটিকে-মোহনবাগানের বোর্ড মিটিং নিয়ে ময়দানে নানা জল্পনা চলছে। জানা গিয়েছে সংযুক্ত দুই ক্লাবের প্রথম বোর্ড মিটিং ১০ জুলাই হতে চলেছে। করোনা ধাক্কার কারণে মিটিং পিছিয়েছিল। ১০ জুলাই এবার সংযুক্ত ক্লাবের জার্সির রঙ ও লোগো নিয়ে আলোচনা হবে। গুরুত্বপূর্ণ এই বৈঠকের দিকে তাকিয়ে বাংলায় ফুটবলমহল।

English summary
Wasim Akram become Mohammedan secretary and Dipendu Biswas become football secretary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X