For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার প্রকোপ কাটিয়ে মেসিদের খেলা কবে দেখতে পারবেন জেনে নিন

করোনার প্রকোপ কাটিয়ে মেসিদের খেলা কবে দেখতে পারবেন জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে খেলার সব প্রতিযোগিতা বন্ধ। মাঠে বা টিভির পর্দায় তাই মেসি-রোনাল্ডোদের দেড় মাসের বেশি সময় ধরে দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে ফুটবল ফ্যানেরা প্রিয় তারকাদের মাঠে বল পায়ে ম্যাচে অংশ নিতে দেখার অপেক্ষায় রয়েছেন।

ফুটবলপ্রেমীদের জন্য কী খবর জানাচ্ছে স্পেন

ফুটবলপ্রেমীদের জন্য কী খবর জানাচ্ছে স্পেন

কিন্তু ফুটবলপ্রেমীদের জন্য ভালো খবর শোনাতে পাচ্ছে না স্প্যানিশ ফেডারেশন। স্প্যানিশ ফুটবলের বার্তা গ্রীষ্মের আগে কোনওভাবেই স্প্যানিশ লিগ শুরু করা যাবে না। যার অর্থ বার্সা জার্সিতে মেসিকে কিংবা রিয়াল মাদ্রিদের জার্সিতে বেল-বেঞ্জমাদের দেখতে এখনও জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। স্পেনের স্বাস্থ্যমন্ত্রী সালভাদোর ইলা এমনই ইঙ্গিত দিয়ে রেখেছেন।

লা-লিগা প্রেসিডেন্ট যা বললেন

লা-লিগা প্রেসিডেন্ট যা বললেন

লা-লিগার প্রেসিডেন্ট জাভিয়ের তেবাস জানিয়েছেন করোনার কারণে স্পেনে বিপুল ক্ষতি। এই পরিস্থিতিতে সবাই ফুটবল শুরু করার পক্ষে। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে ফুটবল শুরুর পক্ষে একেবারেই নয়। গ্রীষ্মের আগে ফের পেশাদার ফুটবল দেশে চালু হলে তাহলে অবিবেচকের মতো কাজ হবে। সর্বোপরি গাইডলাইন মেনে করোনা পরবর্তী সময়ে খেলার প্রতিযোগিতা শুরু করা উচিত।

লিগ শুরুর সম্ভাব্য তিন দিন

লিগ শুরুর সম্ভাব্য তিন দিন

লিগ শুরুর সম্ভব্য তিনটি দিনের কথা লা-লিগা কর্তৃপক্ষ জানিয়েছে। ২৯ মে লিগ শুরু হতে পারে। এরপর লিগ পিছিয়ে গেলে ৭ জুন আর দীর্ঘদিনের জন্য পিছিয়ে গেলে ২৮ জুন স্থগিত লিগ শুরু হতে পারে।

কবে থেকে স্প্যানিশ লিগ বন্ধ রয়েছে

কবে থেকে স্প্যানিশ লিগ বন্ধ রয়েছে

গত ১২ মার্চ থেকে স্প্যানিশ লিগ বন্ধ। লা-লিগা কোনও দলই তারপর আর মাঠে নামেননি।

স্পেনে করোনায় ক্ষতি কত?

স্পেনে করোনায় ক্ষতি কত?

বিশ্বে করোনা আক্রান্তে স্পেন দ্বিতীয় স্থানে রয়েছে। সেদেশে ২ লক্ষ ৩২ হাজার নাগরিক আক্রান্ত হন এবং ২৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

English summary
When messi will be back in Football action, will la liga starts in may?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X