For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন রোনাল্ডোর আরও ১৪ দিনের কোয়ারেন্টাইন! ফের কেন পরীক্ষা ক্রিশ্চিয়ানোর?

কেন রোনাল্ডোর আরও ১৪ দিনের কোয়ারেন্টাইন! ফের কেন পরীক্ষা ক্রিশ্চিয়ানোর?

  • |
Google Oneindia Bengali News

ইতালিতে করোনা পরবর্তী সময়ে মাঠে কবে বল গড়াবে নিশ্চিত নয়। তবে ক্লাবগুলি আংশিক ভাবে ৪ মে থেকে প্র্যাক্টিস শুরু করতে পারবে। ইতিলার প্রধামনন্ত্রী তা নিশ্চিত করেছেন। ফলে ১৪ দিনের কোয়ারেন্টাইন যেতে হবে রোনাল্ডোকে।

ইতালিতে লকডাউন কবে উঠছে

ইতালি সরকার দেশে ধীরে ধীরে লকডাউন তোলার কথা ভাবছে। প্রধানমন্ত্রী এমনটাই জানিয়েছেন। আগামী ৪ মে থেকে ইতালিতে লকডাউন শিথিল হচ্ছে। এ কারণে ইতালিয়ান সিরি এ ফুটবল লিগের বল গড়ানো নিয়ে প্রস্তুতি শুরু হচ্ছে।

করোনা ভাইরাসে ইতলিতে ক্ষতি কত?

করোনাভাইরাস ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি ইতালিতে ক্ষতি হয়েছে। ইতালিতে ১ লক্ষ ৯৭ হাজারের বেশি নাগরিক আক্রান্ত হয়েছেন। বিশ্বে আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ইতালি। সেদেশে করোনায় ২৬ হাজারের বেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এখন অবশ্য ইতালিতে পরিস্থিতির উন্নতি হয়েছে। এমন অবস্থায় ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে দ্বিতীয় ধাপে লকডাউন কিছুটা শিথিলের ইঙ্গিত দিয়েছেন। এবার দেশের শীর্ষ ফুটবল লিগ সিরি এ-র খেলোয়াড়দের অনুশীলনেরও অনুমতি দিয়েছেন তিনি।

ফুটবলাররা কবে থেকে প্রস্তুতি সারবেন

৪ মে থেকে ইতালিতে ফুটবলাররা ব্যক্তিগত অনুশীলন শুরু করতে পারবে। আর ১৮ মে দলগুলি অনুশীলন শুরু করতে পারবে।

ক্লাবের পক্ষ থেকে ফুটবলারদের ডাক

লিগ শুরুর আশা তৈরিতে ইতিমধ্যেই ইতালির ক্লাবগুলি তাঁদের বিদেশি ফুটবলারদের ফিরে আসার বার্তা দিয়েছে। জুভেন্তাসের পক্ষ থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে সেই বার্তা এসে পৌঁছেছে।

কেন রোনাল্ডোর ১৪ দিনের কোয়ারেন্টাইন?

ইতালি পৌঁছে রোনাল্ডো ও তাঁর সতীর্থদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। করোনা থেকে সতর্ক থাকতেই লিগের অবশিষ্ট ম্যাচ খেলতে ইতালি পৌঁছানোর পর ফুটবলারদের জন্যে এই ব্যবস্থা রাখা হচ্ছে।

ইতালি ছেড়ে পর্তুগাল গিয়েছিলেন রোনাল্ডো

করোনাভাইরাসের কারণে মার্চের মাঝামাঝি সময়ে ইতালিয়ান লিগ বন্ধ হয়ে যায়। ঐ সময়ে ইতালি ছেড়ে নিজের দেশ পর্তুগালে ফিরে যান রোনাল্ডো। পরিবারের সাথে সময় কাটাতেই দেশে ফিরেছিলেন তিনি। দেশে ফিরে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিন পালন করেছেন।

রোনাল্ডোর সতীর্থের ফের করোনা

ইতালিতে যখন ফুটবল শুরু নিয়ে আলোচনা চলছে তখনই রোনাল্ডোর জুভেন্তাস সতীর্থ পাওলো দিবালার করোনা টেস্ট পসিটিভ বেরিয়েছে। গত ছয় সপ্তাহে চারবার দিবালার করোনা টেস্ট করা হয়েছে। প্রতিবারই পরীক্ষায় পজিটিভ এসেছে।স্প্যানিশ সংবাদমাধ্যমে এই খবরই প্রচারিত হয়েছে। দিবালার শরীর থেকে কোভিড ১৯ ভাইরাস যেন যাচ্ছেই না!

English summary
Why Cristiano Ronaldo set to go for 2 weeks of quarantine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X