For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফুটবল মহলকে অবাক করে, রিয়ালকে বিদায় জিদানের

এ যেন বিনা মেঘে বজ্রপাত। রিয়াল সমর্থকদের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্মৃতি এখনও টাটকা, এরই মাঝে বিশ্বের ফুটবল মহলকে অবাক করে রিয়াল মাদ্রিদের ম্যানেজারের পদ থেকে ইস্তফা দিলেন জিজু।

Google Oneindia Bengali News

এ যেন বিনা মেঘে বজ্রপাত। রিয়াল সমর্থকদের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্মৃতি এখনও টাটকা, এরই মাঝে বিশ্বের ফুটবল মহলকে অবাক করে রিয়াল মাদ্রিদের ম্যানেজারের পদ থেকে ইস্তফা দিলেন জিজু।

ফুটবল মহলকে অবাক করে, রিয়ালকে বিদায় জিদানের

তড়িঘড়ি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে জিজু যখন একথা ঘোষণা করলেন তখন সাংবাদিক সম্মেলনে উপস্থিত প্রায় সকল সাংবাদিকই নিজেদের কানকে বিশ্বাস করতে পারেননি প্রথমবারের জন্য। যে লোকটা লাগাতার একের পর এক সাফল্য দিয়ে চলেছে ক্লাবকে, হঠাৎ করে সেই মানুষটি সরে যাবে এটা ভাবা কখনই সহজ নয়।

জিদানের এই ঘোষণায় ফুটবল মহল অবাক হলেও অদ্ভূতরকমের শান্ত জিদান স্বয়ং। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'আমার মনে হয় দলে একটা পরিবর্তন প্রয়োজন। এটাই সেরা সময় আমার সরে দাঁড়নোর।'
সরে গেলেও তিনি যে ফের প্রয়োজনে দলের হাল ধরতে পারেন তাও জানিয়েছেন জিদান। তিনি বলেন, 'রিয়াল মাদ্রিদ থেকে আমি অনেক কিছু পেয়েছি। ফুটবল কেরিয়ার এবং কোচিং কেরিয়ার মিলে ক্লাব আমায় অনেক কিছু দিয়েছে। ফলে পরবর্তী সময় দেখা হলেও হতে পারে। সারা জীবন আমি ক্লাবের পাশে থাকব।'

২০১৮-এর মাঝ পথে রিয়ালকে বিদায় জানালেও, ২০২০ পর্যন্ত মাদ্রিদের সঙ্গে চুক্তি ছিল তাঁর। জিদানের আকস্মিক এই ঘোষণায় হতবাক রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তিনি জানান গতকালই জিদান তাঁকে এসে নিজের সরে যাওয়ার কথা জানায়।

রিয়ালের হটসিটে বসে জিদান পেয়েছেন প্রতিটি সাফল্যই। লা লিগা জিতেছেন তিনি। স্প্যানিস সুপার কাপও তুলেছেন ঘরে, উয়েফা সুপার কাপ জিতেছেন দু'বার। পর পর তিন বার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ।

English summary
Ex French international Zinedine Zidane resigned from Real Madrid. As a manager he won champions league, Spanish super cup, La liga etc.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X