For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অংশ নিলেন ৪৬ হাজার, দড়ি ধরলেন মেরি কম! উৎসবের মেজাজে দৌড়ল মুম্বই - দেখুন ছবি

রবিবার (২০ জানুয়ারি) মুম্বই ম্যারাথনে ৪৬,০০০-এর বেশি দৌড়বিদ অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে উৎসাহের অভাব না থাকলেও ১৫ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়।
 

  • |
Google Oneindia Bengali News

শখের দৌড়বিড় থেকে পেশাদার, সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি - রবিবার (২০ জানুয়ারি) সকলকেই দেখা গেল মুম্বইয়ের রাস্তায়। এদিন বেলা ১২.৩০ মিনিট থেকে শুরু হয়েছিল ভারতের সবচেয়ে বড় ও সম্মানজনক ম্য়ারাথন প্রতিযোগিতা টাটা মুম্বই ম্যারাথন ২০১৯। এইবার এই ম্যারাথন ষোড়শ বর্ষে পড়ল। ৪৬ হাজারেরও বেশি প্রতিযোগী অংশ গ্রহণ করেন এই দৌড় প্রতিযোগিতায়।

এদিনের এই প্রতিযোগিতায় কিন্তু বিশ্বের বেশ কয়েকজন প্রথম সারির ম্য়ারাথনার অংশ নিয়েছিলেন। ছিলেন ভারতীয় দৌড় জগতের বেশ কিছু পরিচিত মুখও। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এই দৌড়ের সূচনা করেন। তবে এদিনের দৌড়ের আনন্দে কিছুটা হলেও চোনা পড়েছে বেশ কিছু অ্যাথলিট অসুস্থ হয়ে পড়ায়। তাঁদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তিও করতে হয়।

এক নজরে দেখে নেওয়া যাক টাটা মুম্বই ম্যারাথন ২০১৯-এর বিভিন্ন মুহূর্ত।

দৌড় শুরু

দৌড় শুরু

এদিন ম্যারাথন শুরু হয় মুম্বইয়ের ঐতিহ্যবাহি ছত্রপতি শিবাজী বাস টার্মিনাস থেকে। সূচনার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার এমসি মেরি কম ও 'কমরেডস কিং' নামে পরিচিত দক্ষিণ আফ্রিকার কমরেডস ম্য়ারাথন চ্যম্পিয়ন ব্রুস ফোরডাইস।

সেলেব উপস্থিতি

সেলেব উপস্থিতি

এদিনের ম্য়ারাথনে দেখা গিয়েছে সিনেমা ও অন্য়ান্য জগতের বিভিন্ন সেলিব্রিটিদের। উপস্থিত ছিলেন চিত্রতারকা তারা শর্মা, রাহুল বোস, কাজল আগরওয়াল, কার্তিক আরিয়ন প্রমুখ।

এলিট অ্যাথলিট

এলিট অ্যাথলিট

এদিনের অংশ গ্রহণকারীদের মধ্যে ছিলেন কেনিয়ার বিশ্বখ্যাত ম্য়ারাথনার কসমাস লাগাতের মতো বহু এলিট অ্যাথলিট।

সাধারণ মানুষ

সাধারণ মানুষ

প্রতিবারের মতো এইবারেও তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ম্যারাথনে দৌড়ান বহু সাধারণ মুম্বইকরও।

লাগাতই সেরা

লাগাতই সেরা

শেষ পর্যন্ত ফুল ম্যারাথনে চ্য়াম্পিয়ন কেনিয়ার কসমাস লাগাত-ই। ফিনিশিং লাইনের টেপ ধরেছিলেন মেরি কম।

এখানেও সুধা

এখানেও সুধা

এশিয়ান গেমস পদকজয়ী সুধা সিং-এ এদিন ভারতীয় মহিলা বিভাগে ম্যারাথন দৌড়ান। তিনিই এই বিভাগে চ্য়াম্পিয়ন হয়েছেন।

চ্যাম্পিয়ন ফটোসেশন

চ্যাম্পিয়ন ফটোসেশন

ভারতীয় পুরুষদের গ্রুপ বিভাগে এধিন চ্যাম্পিয়ন হন, নীতেন্দ্র সিং রাওয়াত, গোপী থোনাকাল এবং করণ সিং। জয়ের পর হাতের কাছে বক্সিং চ্যাম্পিয়নকে পেয়ে তাঁর সঙ্গে ছবিও তোলেন তারা।

বাড়ল অসুস্থতা

বাড়ল অসুস্থতা

এদিন প্রায় ম্যারাথন চলাকালীন, ৩২২৬ জন ম্যারাথনার অসুস্থ হয়ে পড়েন। আরও ১৫ জন দৌড়বিদকে হাসপাতালে ভর্তিও করাতে হয়, তাদের মধ্যে ১৩ জনকেই অবশ্য প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়। ডিহাইড্রেশন ও তার ফলে পেশির টানই অধিকাংশের অসুস্থতার কারণ। ডাক্তাররা জানিয়েছেন, গত বছের থেকে এই বছর অসুস্থ হয়ে পড়ার সংখ্যাটা লক্ষ্যণীয়ভাবে বেড়ে গিয়েছে।

English summary
More than 46,000 runners took part in Mumbai Marathon on Sunday (20 Jan). The spirit was high, but 15 runners were hospitalised.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X