
দৌড় শুরু
এদিন ম্যারাথন শুরু হয় মুম্বইয়ের ঐতিহ্যবাহি ছত্রপতি শিবাজী বাস টার্মিনাস থেকে। সূচনার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার এমসি মেরি কম ও 'কমরেডস কিং' নামে পরিচিত দক্ষিণ আফ্রিকার কমরেডস ম্য়ারাথন চ্যম্পিয়ন ব্রুস ফোরডাইস।

সেলেব উপস্থিতি
এদিনের ম্য়ারাথনে দেখা গিয়েছে সিনেমা ও অন্য়ান্য জগতের বিভিন্ন সেলিব্রিটিদের। উপস্থিত ছিলেন চিত্রতারকা তারা শর্মা, রাহুল বোস, কাজল আগরওয়াল, কার্তিক আরিয়ন প্রমুখ।

এলিট অ্যাথলিট
এদিনের অংশ গ্রহণকারীদের মধ্যে ছিলেন কেনিয়ার বিশ্বখ্যাত ম্য়ারাথনার কসমাস লাগাতের মতো বহু এলিট অ্যাথলিট।

সাধারণ মানুষ
প্রতিবারের মতো এইবারেও তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ম্যারাথনে দৌড়ান বহু সাধারণ মুম্বইকরও।

লাগাতই সেরা
শেষ পর্যন্ত ফুল ম্যারাথনে চ্য়াম্পিয়ন কেনিয়ার কসমাস লাগাত-ই। ফিনিশিং লাইনের টেপ ধরেছিলেন মেরি কম।

এখানেও সুধা
এশিয়ান গেমস পদকজয়ী সুধা সিং-এ এদিন ভারতীয় মহিলা বিভাগে ম্যারাথন দৌড়ান। তিনিই এই বিভাগে চ্য়াম্পিয়ন হয়েছেন।

চ্যাম্পিয়ন ফটোসেশন
ভারতীয় পুরুষদের গ্রুপ বিভাগে এধিন চ্যাম্পিয়ন হন, নীতেন্দ্র সিং রাওয়াত, গোপী থোনাকাল এবং করণ সিং। জয়ের পর হাতের কাছে বক্সিং চ্যাম্পিয়নকে পেয়ে তাঁর সঙ্গে ছবিও তোলেন তারা।

বাড়ল অসুস্থতা
এদিন প্রায় ম্যারাথন চলাকালীন, ৩২২৬ জন ম্যারাথনার অসুস্থ হয়ে পড়েন। আরও ১৫ জন দৌড়বিদকে হাসপাতালে ভর্তিও করাতে হয়, তাদের মধ্যে ১৩ জনকেই অবশ্য প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়। ডিহাইড্রেশন ও তার ফলে পেশির টানই অধিকাংশের অসুস্থতার কারণ। ডাক্তাররা জানিয়েছেন, গত বছের থেকে এই বছর অসুস্থ হয়ে পড়ার সংখ্যাটা লক্ষ্যণীয়ভাবে বেড়ে গিয়েছে।