For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অলিম্পিকের আগে ভারতীয় অ্যাথলেটিক্সদের ডোপ পরীক্ষা ৩-৪ বার, জানাল নাডা

টোকিও অলিম্পিক শুরু হওয়ার জন্য অপেক্ষা আর এক বছরের। সেই প্রতিযোগিতায় দেশের অ্যাথলিটদের ভাল ফল নিয়ে যতটা আশাবাদী ফেডারশন, স্বচ্ছতা ও সততা বজায় রাখতে ঠিক ততটাই কড়া হচ্ছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি

  • |
Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিক শুরু হওয়ার জন্য অপেক্ষা আর এক বছরের। সেই প্রতিযোগিতায় দেশের অ্যাথলিটদের ভাল ফল নিয়ে যতটা আশাবাদী ফেডারশন, স্বচ্ছতা ও সততা বজায় রাখতে ঠিক ততটাই কড়া হচ্ছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। সাফ জানিয়েছে, কাউকে রেয়াত করা হবে না। অলিম্পিক শুরু হওয়ার আগে দেশের অ্যাথলিটদের তিন থেকে চার বার অ্যান্টি ডোপিং পরীক্ষা দিতে হবে বলে জানিয়েছে নাডা।

অ্যাথলেটিক্সে ডোপিংয়ের প্রবণতা কী বেড়েছে?

অ্যাথলেটিক্সে ডোপিংয়ের প্রবণতা কী বেড়েছে?

সম্প্রতি ডোপিংয়ের বিভিন্ন দিকগুলির কাছে পৌঁছতে 'টার্গেটেড টেস্টিং' অর্থাৎ নির্বাচিত পরীক্ষা পদ্ধতি ব্যবহার করছে নাডা। এরপর থেকে ডোপ চিটাররা আরও বেশি মাত্রায় ধরা পড়ছেন বলে জানানো হয়েছে। ২০১৮-র এপ্রিল থেকে ২০১৯-র মার্চ পর্যন্ত ১৮৭ জন ডোপ টেস্টে ধরা পড়েছেন বলে জানিয়েছে নাডা।

স্যাম্পল পরীক্ষা

স্যাম্পল পরীক্ষা

নাডা জানিয়েছে, অ্যান্টি ডোপিং পরীক্ষার জন্য আগে বছরে তিন থেকে সাড়ে তিন হাজার জনের শরীর থেকে স্যাম্পেল নেওয়া হত। কিন্তু ২০১৮-র এপ্রিল থেকে ২০১৯-র মার্চ পর্যন্ত ৪৩৪৮ জনের শরীর থেকে স্যাম্পেল নেওয়া হয়েছে বলে নাডার তরফ থেকে জানানো হয়েছে। টোকিও অলিম্পিকের জন্যই ডোপ পরীক্ষার নিয়ম পরিবর্তনের পাশাপাশি এর কলেবর বাড়ানো হয়েছে বলেও নাডা সূত্রে খবর।

শুধু স্বচ্ছ অ্যাথলিটদেরই কী টোকিও পাঠানো সম্ভব?

শুধু স্বচ্ছ অ্যাথলিটদেরই কী টোকিও পাঠানো সম্ভব?

স্বচ্ছ ও সৎ অ্যাথলিটরাই টোকিয়ো অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করুন, চায় নাডা। স্বচ্ছতা বজায় রাখতে ফাইনাল টেস্টের আগে ভারতীয় অ্যাথলিটদের তিন থেকে চার বার অ্যান্টি ডোপিং পরীক্ষা দিতে হবে বলে নাডার তরফে জানানো হয়েছে।

ফেডারেশনের ভূমিকা

ফেডারেশনের ভূমিকা

নাডার বক্তব্য, অনেক সময় অ্যান্টি ডোপিং টেস্টের ভয়ে অ্যাথলিটরা ট্রেনিং ক্যাম্প থেকে পালিয়ে যায় কিংবা পরীক্ষার দিন অনুপস্থিত থাকে। তাঁদের মূলস্রোতে ফেরানোর দায়িত্ব ফেডারেশনকে নিতে হবে বলে জানিয়েছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা।

English summary
Olympics-bound Indian athletes will be tested at least 3-4 times by NADA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X