For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুনীল-গম্ভীররা হলেন পদ্মশ্রী, এভারেস্ট বিজয়িনী পদ্মভূষণ - ক্রীড়া জগত থেকে পদ্ম পুরস্কার পেলেন ৯ জন

২০১৯ সালে ক্রীড়াজগত থেকে পদ্ম পুরস্কার প্রাপক ৯ জনের তালিকা।
 

  • |
Google Oneindia Bengali News

রীতি মেনেই প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই বছরের পদ্ম পুরষ্কার প্রাপকদের নাম ঘোষণা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। এই বছর মোট ১১২ জনকে পদ্ম পুরষ্কার দেওয়া হচ্ছে। ৪জন পাচ্ছেন পদ্ম বিভূষণ, ১৪ জন পাচ্ছেন পদ্মভূষণ এবং ৯৪ জন পদ্মশ্রী উপাধী পাচ্ছেন। ভারতরত্নর পর পদ্ম পুরস্কারই ভারতের সর্বোচ্চ সম্মান।

শিল্প-সাহিত্য, সামাজিক কর্মকাণ্ড, জানহিতকর কাজ, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, শিল্প ও বানিজ্য, মেডিসিন, শিক্ষা, সিভিল সার্ভিস খেলাধূলা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে অসামান্য উৎকর্ষতার জন্য়ই এই পুরস্কার দেওয়া হয়। এই বছর ১১২ জন প্দ্ম পুরস্কার প্রাপকের মধ্য়ে ক্রীড়া জগত থেকে আছেন ৯ জন। অভিজ্ঞ পর্বতারোহী বাচেন্দ্রী পাল পদ্মভূষণ পেয়েছেন। এছাড়া আরও ৮ জন পেয়েছেন পদ্মশ্রী।

একনজরে দেখে নেওয়া যাক ক্রীড়া জগত থেকে পদ্ম পুরস্কারে ভূষিতদের -

পদ্মশ্রী - সুনীল ছেত্রি (ফুটবলার)

পদ্মশ্রী - সুনীল ছেত্রি (ফুটবলার)

ক্লাব থেকে জাতীয় দলের জার্সি - সব জায়গাতেই বছরের পর বছর গোল করে চলেছে। দেশের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা, আন্তর্জাতিক গোলসংখ্যায় আছেন মেসিরও উপরে।

পদ্মশ্রী - গৌতম গম্ভীর (ক্রিকেটার)

পদ্মশ্রী - গৌতম গম্ভীর (ক্রিকেটার)

এই বছরই সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন গম্ভীর। টেস্ট ও একদিনের দল দুই ক্ষেত্রেই বেশ কয়েক বছর টানা ওপেনারের দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালের বিশ্বকাপ জয়েও বড় ভূমিকা ছিল। অধিনায়ক হিসেবে দুটি আইপিএল-ও জিতেছেন।

পদ্মশ্রী - বজরং পুনিয়া (কুস্তিগীর)

পদ্মশ্রী - বজরং পুনিয়া (কুস্তিগীর)

এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস-এ সোনা জিতেছেন, বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো। গত কয়েক বছরে ভারতের কুস্তির জগতে নতুন তারকা হিসেবে উদয় হয়েছে বজরং-এর।

পদ্মশ্রী - প্রশান্তি সিং (বাস্কেটবল)

পদ্মশ্রী - প্রশান্তি সিং (বাস্কেটবল)

২০০৫ সাল থেকে নিয়মিত ভারতের জাতীয় মহিলা বাস্কেটবল দলের সদস্য প্রশান্তি। বস্তুত তাঁর বাকি ৪ বোনও ভারতের জাতীয় বাস্কেটবল দলের সঙ্গে যুক্ত। একাধিক প্রতিযোগিতায় ভারতের নেতৃত্বও দিয়েছেন তিনি।

পদ্মশ্রী - শরৎ কমল (টেবিল টেনিস)

পদ্মশ্রী - শরৎ কমল (টেবিল টেনিস)

ভারতীয় টেবিল টেনিস জগতে অন্য়তম বড় নাম ৮ বারের জাতীয় চ্যাম্পিয়ন শরৎ কমল। ৪টি কমনওয়েল্থ সোনা রয়েছে তাঁর পদকের ঝুলিতে। এছাড়া আরও ১টি রুপো ও ২টি ব্রোঞ্জ পেয়েচেন এই প্রতিযোগিতা থেকে।

পদ্মশ্রী - হারিকা দ্রোনাভাল্লি (দাবা)

পদ্মশ্রী - হারিকা দ্রোনাভাল্লি (দাবা)

ভারতের গ্র্যান্ডমাস্টার হারিকা দ্রোনাভাল্লি মহিলাদের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে তিনবার ব্রোঞ্জ পদক জিতেছেন। এশিয়াডের ব্রোঞ্জ পদকও রয়েছে তাঁর ঝুলিতে।

পদ্মশ্রী - এল বোম্বাইলা দেবী (তীরন্দাজি)

পদ্মশ্রী - এল বোম্বাইলা দেবী (তীরন্দাজি)

২০০৭ সাল থেকে নিয়মিত আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের প্রতিনিধিত্ব করেন এল বোম্বাইলা দেবী। মণিপুরের এই তীরন্দাজ বিশ্বচ্যাম্পিয়নশিপে একটি রুপো জিতেছেন। এছাড়া তীরন্দাজি বিশ্বকাপে তাঁর ৪টি সোনা, ৫টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ জিতেছেন। ভারতের রিকার্ভ দলের হয়ে কমন ওয়েলথে সোনা ও এশিয়ান গেমসে একটি ব্রোঞ্জও জিতেছেন।

পদ্মশ্রী - অজয় ঠাকুর (কাবাডি)

পদ্মশ্রী - অজয় ঠাকুর (কাবাডি)

ভারতের কাবাডি দলের অধিনায়ক অজয় ঠাকুর ২০১৬ সালে ভারতকে কাবাডি বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেন। ২০১৪ সালে এশিয়ান গেমসেও ভারতকে সোনা জেতাতে প্রধান ভূমিকা নিয়েছিলেন।

পদ্মভূষণ - বাচেন্দ্রী পাল (পর্বতারোহী)

পদ্মভূষণ - বাচেন্দ্রী পাল (পর্বতারোহী)

প্রথম ভারতীয় মহিলা হিসেবে তিনি ১৯৮৪ সালে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারে জয় করেছিলেন। এছাড়াও দীর্ঘদিন ধরে শুধু পর্বতারোহন নয় আরও বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টস-এ অংশ নিয়েছেন তিনি।

English summary
List of 9 sportspersons who named as recipients of the Padma Awards 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X