For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিকেএল ২০১৮, ঘরের মাঠে গুজরাটি দৈত্যদের উড়িয়ে দিল হরিয়ানা

পিকেএল ২০১৮-এ সোনিপতে হরিয়ানা স্টিলার্স বনাম গুজরাট ফরচুনজায়ান্টসের ম্যাচে হরিয়ানায় ৩২-২৫ পয়েন্টে জিতেছে।
 

Google Oneindia Bengali News

শুক্রবার থেকে প্রো কাবাডি লিগ ২০১৮-এর সোনিপত পর্ব শুরু হল। প্রথম ম্যাচেই ঘরের দল হরিয়ানা স্টিলার্স-এর মুখোমুখি হয়েছিল গুজরাট ফরচুনজায়ান্টসরা। কিন্তু ঘরের মাঠে হরিয়ানা দেখিয়ে দিল গুজরাটের দলটি কোনও দিক থেকেই তাদের সমকক্ষ নয়। গোটা ম্যাচের নিয়ন্ত্রণ রেখে ৩২-২৫ ফলে জিতল হরিয়ানা স্টিলার্স।

ঘরের মাঠে গুজরাটি দৈত্যদের উড়িয়ে দিল হরিয়ানা

এদিন হরিয়ানা স্টিলার্স-দের অধিনায়ক ছিলেন মনু গোয়াত। গত সোমবার চেন্নাইতে পুনেরি পল্টনদের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচে চোট পান হরিয়ানার নিয়মিত অধিনায়ক সুরেন্দর নাদা। তাঁর বদলে এদিন খেলেন নবীন বাজাজ। তাদের হয়ে শুরু করেন গোয়াত, শিবতর্কার, শিংগাদে, কান্ডোলা, নবীন, সুনীল ও কুলদীপ। অপরদিকে গুজরাটের হয়ে খেলেন সচিন, সুনীল কুমার, পারভেস ভৈনসওয়াল, মহেন্দ্র রাজপুত, কে প্রপঞ্জন, রুতুরাজ কোরাভি এবং সি কালাই আরাসান।

ম্যাচের একেবারে প্রথম রেইড থেকেই পয়েন্ট তুলতে শুরু করে হরিয়ানা। দলকে পয়েন্ট এনে দেন এদিনের অধিনায়ক গোয়াত। কিক অফেই হরিয়ানা ৩-০ এগিয়ে গিয়েছিল। ক্রমে ম্য়াচে জাঁকিয়ে বসতে শুরু করে হরিয়ানা। প্রথমার্ধের আগেই একবার অলআউট হয়ে যায় গুজরাট ফরচুনজায়ান্টস। ১৩-৭, ১৮-১০ এভাবে ব্য়বধান বাড়াতে বাড়াতে বিরতিতে স্কোর দাঁড়ায় হরিয়ানার পক্ষে ২০-১৩।

বিরতির পর বেশ তেড়েফুঁড়ে শুরু করেছিল গুজরাট। একের পর এক আক্রমণ শানিয়ে হরিয়ানাকে ব্যতিব্যস্ত করে তুলেছিল ফরচুনজায়ান্টসরা। ব্যহবধান কমিয়ে ২২-১৭'ও করে ফেলেছিল। কিন্তু এই সময়ই তাদের রেইডার প্রপঞ্জন চোট পান।

এরপর আর ম্যাচের বেশিক্ষণ বাকি ছিল না। শেষদিকে সময় নষ্টের খেলায় মাতেন হরিয়ানার খেলোয়াড়রা। শেষ রেইডের আগে দুইদলের পয়েন্ট ছিল ৩০-২৪। সেষ পর্যন্ত ম্যাচের ফল দাঁড়ায় ৩২-২৫। ৭ রেইড পয়েন্ট সংগ্রহ করে টপ রেইডার হন হরিয়ানার অধিনায়ক মনু গোয়াত।

বিরতির পর বেশ কিছুক্ষণ পুনে তাদের ২ পয়েন্টের ব্যবদান ধরে রেখেছিল। কিন্তু তাঁদের রক্ষণভাগে টেকনিকাল ভুলে দিল্লি সেই ব্যবধানটা মেটাতে সক্ষম হয়। একসময় পয়েন্ট দাঁড়ায় দুইদলেরই ২৭। এখান থেকেই ম্যাচটা ধরে নেয় দিল্লি। ব্যবধান বাড়াতে বাড়াতে একটা সময় পুনে অলআউট হয়ে গেলে পয়েন্ট দাঁড়ায় ৪০-৩২'এ।

সেখান থেকে তোমারও আর পুনেকে রক্ষা করতে পারেননি। তাঁর রেইডে অবশ্য ব্যবধান কমে। শেষে ফল দাঁড়ায় দিল্লির পক্ষে ৪১-৩৬। ম্যাচ থেকে তোমার মোট ১৮টি রেইড পয়েন্ট পান।

English summary
In PKL 2018, Haryana Steelers vs Gujarat Fortunegiants match at Sonipat, Haryana won by 32-25 points.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X