For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খেলো ইন্ডিয়া অ্যাপ! কী খেলব, কোথায় খেলব, কী অবস্থা ফিটনেসের - হাতের মুঠোর এনে দিলেন মোদী

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খেলো ইন্ডিয়া মোবাইল অ্যাপ চালু করলেন।এই অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে জেনে নিন।

  • |
Google Oneindia Bengali News

দেশবাসীর মধ্যে ক্রীড়া ও শরীরচর্চা সম্পর্কে সচেতনতা বাড়াতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার (২৭ ফেব্রুয়ারি) যুব সংসদ উৎসবে তাঁর হাত ধকেই পথ চলা শুরু করল স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার তৈরি খেলো ইন্ডিয়া মোবাইল অ্যাপ। এই অ্যাপ চালু করার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠোরও।

অ্যাপটি দেশের সবাই ব্যবহার করতে পারলেও মূলত শিশু-কিশোরদের কথা মাথায় রেখেই তারি করা হয়েছে। ভারতে ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলে দেশকে ক্রীড়া-বিশ্বের অন্যতম শক্তি হিসেবে তুলে ধরতে চান প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যেই দেশের ক্রীড়া প্রতিভাদের খুঁজে এনে তাদের দেখভাল করার লক্ষ্যেই চালু হয়েছে খেলো ইন্ডিয়া প্রকল্প।

এই প্রকল্পের অংশ হিসেবেই গড়ে তোলা হয়েছে এই অ্যাপ। এক নজরে দেখে নেওয়া যাক এই অ্যাপের বিভিন্ন বৈশিষ্ট।

কী ভাবে খেলব (হাউ টু প্লে)

কী ভাবে খেলব (হাউ টু প্লে)

এই বিভাগে মোট ১৮টি খেলা কিভাবে খেলতে হয়, নিয়ম-কানুন, কী কী উপকরণ লাগে, সব কিছু গ্রাফিক্স ও অ্যানিমেশনের মাধ্যমে বোঝানো হয়েছে।

কোথায় খেলব (হোয়্যার টু প্লে)

কোথায় খেলব (হোয়্যার টু প্লে)

এই বিভাগে সারা দেশের কোথায় কোথায় কোন খেলার প্রশিক্ষণ দেওয়া হয় তার হদিশ দেওয়া হয়েছে। এই বিপুল তথ্য ভান্ডার উঠতি খেলোয়াড়দের অত্যন্ত কাজে লাগবে বলে মনে করা হচ্ছে।

ফিট হব (গেট ফিট)

ফিট হব (গেট ফিট)

এই বিভাগটি এই অ্যাপের সবচেয়ে আকর্ষণীয় বিষয়। এই বিভাগে ৮টি শারীরিক কসরতের মাধ্যমে ৫ বছরের উর্ধ্বে সকলের ফিটনেস লেভেল বের করার উপায় রয়েছে। শুধু তাই নয়, এই সব পরীক্ষার মাধ্যমে কার কোন ধরণের খেলাধূলায় এগোলে সফল হওয়ার সুযোগ রয়েছে তাও বলে দেবে অ্যাপ। এই ভাবে ভবিষ্যতের ক্রীড়া তারকাদের খুঁজে পাওয়া সহজ হবে বলে মনে করা হচ্ছে।

বাবা-মা ও স্কুলের জন্য

বাবা-মা ও স্কুলের জন্য

এখানেই শেষ নয়, ফিটনেস বিভাগে আলাদা বিভাগ করা আছে অভিভাবক ও স্কুলগুলির জন্য। এর মাধ্যমে আলাদা করে বাবা-মা ও স্কুলের শিক্ষকরা শিশুদের ফিটনেস লেভেলের উপর নজর রাখতে পারবেন।

হিন্দি ও ইংরাজী ভাষায় তৈরি এই অ্যাপ একবার ডাউনলোড করা হয়ে গেলে ইন্টারনেট সংযোগ ছাড়াই ব্যবহার করা যাবে।

English summary

 Prime Minister Narendra Modi on Wednesday launched the Khelo India Mobile App. Know how this app works.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X