For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ম্যারাথনে ৪ মাইল উল্টো পথে দৌড়েও চ্যাম্পিয়ন হলেন এক রানার!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

লন্ডন, ৬ সেপ্টেম্বর : ম্যারাথনে অংশ নিয়ে ঠিক পথেই দৌড়চ্ছিলেন কনেল ড্রুমন্ড। সবার আগেই ছিলেন। তবে বিপত্তি বাধল মাঝপথে। কিছুদূর যাওয়ার পরই সাহায্যকারী দলের সদস্যরা ভুল পথনির্দেশ দিলে তাঁকে। [জন্ম থেকে 'পার্লে জি' বিস্কুট ছাড়া আর কিছুই মুখে তোলেনি এই অষ্টাদশী!]

ব্যস, আর কি! ভুল পথে দৌড়তে শুরু করলেন কনেল। তবে ২ মাইল যাওয়ার পরই বুঝতে পারলেন তিনি ভুল পথে চলে এসেছেন। এরপরে ফের সেই ভুল রাস্তার ২ মাইল পথ পার করে সঠিক রাস্তায় উঠতে হল তাঁকে। [আমাজনে 'ফুটন্ত নদী'-র সন্ধান পেলেন বিজ্ঞানীরা]

ম্যারাথনে ৪ মাইল উল্টো পথে দৌড়েও চ্যাম্পিয়ন হলেন এক রানার!

ততক্ষণে পিছনের ম্যারাথন রানাররা অনেকটাই এগিয়ে গিয়েছেন কনেলের চেয়ে। তিনি পিছিয়ে পড়েছেন ১৬তম স্থানে। যারা তাঁর পিছনে ছিলেন তাঁদের টেক্কা দিতে হতো কনেলকে। তবে তিনি হাল ছাড়েননি। কঠোর পরিশ্রম ও মনের জোরকে সঙ্গী করে শেষপর্যন্ত দৌড় শেষ করেন তিনি এবং সবচেয়ে আশ্চর্যের, সবাইকে পিছনে ফেলে রেস জিতে নেন তিনি। [ ২ বছরে ৩ জোড়া যমজ সন্তানের মা হলেন এক মহিলা]

স্কটল্যান্ডের এলগিনে আয়োজিত এই প্রতিযোগিতার নাম ছিল 'গ্লেন মোরে ম্যারাথন'। মোট ৩ ঘণ্টা ১৬ মিনিট ১১ সেকেন্ডে কনেল দৌড় শেষ করেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। মার্শাল আর এসকর্ট গাড়ির মধ্যে যোগাযোগের ভুলেই এই ঘটনা ঘটেছে বলেও জানানো হয়েছে। [টিউমার ভেবে অপারেশন, বৃদ্ধার যোনি থেকে বেরল 'প্লাস্টিকের বল'!]

কিলমারনক, পূর্ব আয়ারশায়ারের বাসিন্দা কনেল ড্রুমন্ড দৌড় শেষে জানিয়েছেন, আমি দৌড়ে যাচ্ছিলাম। তবে সাহায্যকারী গাড়ি আমাকে নির্দেশ দিতেই বুঝে যাই কিছু একটা গন্ডগোল হয়েছে। পরে সব শুনে ফিরে আসি। [স্ত্রীকে ছেড়ে 'প্রেমে পাগল' শাশুড়িকে বিয়ে করল এক যুবক]

ভুল রাস্তার কথা শুনে তিনি প্রথমে মুষড়ে পড়েছিলেন। তবে মাথা ঝুকিয়ে দৌড় শেষ করবেন বলে মনস্থির করেন। আর কনেলের এই হার না মানা মানসিকতাই তাঁকে দৌড়ে সবার প্রথম করল বলে মনে করছেন ম্যারাথনের উদ্যোক্তা পল রোগান। এমন ভুল ভবিষ্যতে আর যেন না হয় সেবিষয়ে নিশ্চিত করেছেন তিনি। [বিশ্বের ক্ষুদ্রতম 'মুরগীর ডিম' মিলল ইংল্যান্ডের এক খামারবাড়িতে]

English summary
Scotland : Marathon runner goes 4 miles extra after wrong turn and still wins
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X